ETV Bharat / state

Incident of Blast in Malda: বিস্ফোরণে আহত ন’বছরের কিশোর, বোমা না বাজি ? উঠছে প্রশ্ন

মঙ্গলবার দুপুরে মালদার হবিবপুর ব্লকের দেবীনগর গ্রামে এক বিস্ফোরণে আহত হয় এক কিশোর ৷ বোমা না বাজি কী থেকে বিস্ফোরণ তা জানতে তদন্ত করছে পুলিশ ৷

ETV Bharat
বিস্ফোরণে আহত কিশোর
author img

By

Published : May 30, 2023, 10:50 PM IST

মালদা, 30 মে: বোমা না বাজি ? গোলাকার এক বস্তুর বিস্ফোরণে এক কিশোরের আহত হওয়ার ঘটনায় এই প্রশ্ন উঠেছে ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে ৷ আহত কিশোরকে প্রথমে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ ৷

আহত কিশোরের নাম রোহন চৌধুরী ৷ বয়স ন’বছর ৷ বাবা লক্ষ্মণ চৌধুরী পেশায় শ্রমিক৷ মা শর্বরীদেবী গৃহবধূ ৷ শর্বরীদেবীর কথায়,“আজ দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের পাশে ছেলে বাজি ফাটাচ্ছিল৷ ওখানে কে বা কারা বাজি ফেলে গিয়েছিল জানা নেই ৷ আগুন দিয়ে বাজি পোড়াতে গিয়ে হঠাৎ ছেলের মুখ ঝলসে যায়৷ ওর চিৎকারে গ্রামের লোকজন সেখানে ছুটে যায় ৷ খবর পেয়ে আমিও দৌড়ে যাই ৷ ছেলেকে উদ্ধার করে তড়িঘড়ি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি ৷ এখানকার চিকিৎসকরা ছেলেকে মালদা মেডিক্যালে নিয়ে যেতে বলেছেন ৷”

গত 23 মে মালদা শহরের রথবাড়িতে নেতাজি পৌর বাজারে মজুত বাজিতে আগুন লেগে দুই ব্যক্তির মৃত্যুর পর জেলাজুড়ে বাজির বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ ৷ দোকানে বাজি মজুত রাখার দায়ে ইতিমধ্যে কয়েকজন দোকানিকে আটকও করা হয় ৷ দেবীনগর গ্রামেও নাকি এক মুদির দোকানে কিছু অবিক্রিত বাজি মজুত ছিল ৷ তিনি নাকি আজ মজুত থাকা সমস্ত বাজি দোকান থেকে একটু দূরে একটি মাঠের পাশে বাঁশঝাড়ে ফেলে দিয়ে আসেন৷ যদিও সেই দোকানির নাম এখনও জানা যায়নি ৷ মনে করা হচ্ছে ওই ফেলে দেওয়া বাজি দেখে রোহন আকৃষ্ট হয় ৷ সে কয়েকটি বাজি সংগ্রহ করে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে ৷ যদিও অধিকাংশ বাজি অনেক পুরোনো থাকায় সেগুলি ফাটেনি ৷ এরপর রোহন শুকনো পাতা সংগ্রহ করে তাতে আগুন জ্বালায় ৷ সেই আগুনের মধ্যে গোলাকার একটি বাজি ফেলে দেয় ৷ ওই বাজিটি সশব্দে না ফাটলেও ভিতরের বারুদ জ্বলে যায় ৷ বারুদের হলকা লাগে তার মুখে ৷ তাতেই মুখের একাংশ ঝলসে যায় তার ৷

আরও পড়ুন: বিকট শব্দে বোমা বিস্ফোরণ, উড়ল তৃণমূল কর্মীর বাড়ির ছাদ

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাজিতে আগুন লাগাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

মালদা, 30 মে: বোমা না বাজি ? গোলাকার এক বস্তুর বিস্ফোরণে এক কিশোরের আহত হওয়ার ঘটনায় এই প্রশ্ন উঠেছে ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে ৷ আহত কিশোরকে প্রথমে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ ৷

আহত কিশোরের নাম রোহন চৌধুরী ৷ বয়স ন’বছর ৷ বাবা লক্ষ্মণ চৌধুরী পেশায় শ্রমিক৷ মা শর্বরীদেবী গৃহবধূ ৷ শর্বরীদেবীর কথায়,“আজ দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের পাশে ছেলে বাজি ফাটাচ্ছিল৷ ওখানে কে বা কারা বাজি ফেলে গিয়েছিল জানা নেই ৷ আগুন দিয়ে বাজি পোড়াতে গিয়ে হঠাৎ ছেলের মুখ ঝলসে যায়৷ ওর চিৎকারে গ্রামের লোকজন সেখানে ছুটে যায় ৷ খবর পেয়ে আমিও দৌড়ে যাই ৷ ছেলেকে উদ্ধার করে তড়িঘড়ি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি ৷ এখানকার চিকিৎসকরা ছেলেকে মালদা মেডিক্যালে নিয়ে যেতে বলেছেন ৷”

গত 23 মে মালদা শহরের রথবাড়িতে নেতাজি পৌর বাজারে মজুত বাজিতে আগুন লেগে দুই ব্যক্তির মৃত্যুর পর জেলাজুড়ে বাজির বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ ৷ দোকানে বাজি মজুত রাখার দায়ে ইতিমধ্যে কয়েকজন দোকানিকে আটকও করা হয় ৷ দেবীনগর গ্রামেও নাকি এক মুদির দোকানে কিছু অবিক্রিত বাজি মজুত ছিল ৷ তিনি নাকি আজ মজুত থাকা সমস্ত বাজি দোকান থেকে একটু দূরে একটি মাঠের পাশে বাঁশঝাড়ে ফেলে দিয়ে আসেন৷ যদিও সেই দোকানির নাম এখনও জানা যায়নি ৷ মনে করা হচ্ছে ওই ফেলে দেওয়া বাজি দেখে রোহন আকৃষ্ট হয় ৷ সে কয়েকটি বাজি সংগ্রহ করে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে ৷ যদিও অধিকাংশ বাজি অনেক পুরোনো থাকায় সেগুলি ফাটেনি ৷ এরপর রোহন শুকনো পাতা সংগ্রহ করে তাতে আগুন জ্বালায় ৷ সেই আগুনের মধ্যে গোলাকার একটি বাজি ফেলে দেয় ৷ ওই বাজিটি সশব্দে না ফাটলেও ভিতরের বারুদ জ্বলে যায় ৷ বারুদের হলকা লাগে তার মুখে ৷ তাতেই মুখের একাংশ ঝলসে যায় তার ৷

আরও পড়ুন: বিকট শব্দে বোমা বিস্ফোরণ, উড়ল তৃণমূল কর্মীর বাড়ির ছাদ

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাজিতে আগুন লাগাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.