ETV Bharat / state

ইংরেজবাজারে স্থলবন্দরের দখলদারিকে ঘিরে বোমাবাজি, জখম ৩ - মালদা

মহদিপুরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দরে পার্কিংয়ের দখলদারিকে কেন্দ্র করে বোমাবাজি । গুরুতর আহত ৩ জন ।

image
মালদায় সংঘর্ষ
author img

By

Published : Nov 28, 2019, 2:51 PM IST

মালদা, ২৮ নভেম্বর : আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দরের দখলদারিকে কেন্দ্র করে সংঘর্ষ মালদায় । বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনজন ৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার এলাকায় ।


ইংরেজবাজারের মহদিপুরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দর রয়েছে ৷ সরকারি জায়গা থাকলেও নেই কোনও সরকারি পার্কিং ৷ সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে চলে আসছে বেআইনি পার্কিংয়ের ব্যবসা ৷ এর আগেও পার্কিংয়ের দখলদারিকে কেন্দ্র করে একাধিকবার বোমাবাজি ও গোষ্ঠী লড়াইয়ের ঘটনা ঘটেছে ওই স্থানে ৷ গতরাত থেকে আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে মহদিপুর ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত থেকে পার্কিংয়ের দখলদারি নিয়ে দুষ্কৃতীদের বোমাবাজি শুরু হয় ৷ আজ সকালেও ফের শুরু হয় বোমাবাজি ৷ গুরুতর জখম হন সুমন ঘোষ (১৯) মুকুল ঘোষ (৩০) ও উৎপল ঘোষ (২২) নামে তিন জন যুবক ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে ৷

সুমন ঘোষের মা ছবি ঘোষ বলেন, "কেন এই ঘটনা ঘটছে বুঝতে পারছি না ৷ বাড়িতে এসে বোমাবাজি করা হচ্ছে ৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছি না ৷ স্বাধীন ঘোষ ও সমীর ঘোষের নেতৃত্বে এই সব ঘটনা ঘটছে ৷ সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় জানানো হয়েছে ৷"

পার্কিংকে কেন্দ্র করে বোমাবাজি ইংরেজবাজারে

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য সমীর ঘোষ । তাঁর কথায়, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ পার্কিংয়ের কোনও অধিকার আমাদের নেই ৷ এই সব ঘটনা মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ ও সম্পাদক প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা ঘটাচ্ছে ৷ আমার দাদা স্বাধীন ঘোষের নামেও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে ৷"


ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ঘটনার খবর পাওয়ার পর থেকেই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ৷

মালদা, ২৮ নভেম্বর : আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দরের দখলদারিকে কেন্দ্র করে সংঘর্ষ মালদায় । বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনজন ৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার এলাকায় ।


ইংরেজবাজারের মহদিপুরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দর রয়েছে ৷ সরকারি জায়গা থাকলেও নেই কোনও সরকারি পার্কিং ৷ সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে চলে আসছে বেআইনি পার্কিংয়ের ব্যবসা ৷ এর আগেও পার্কিংয়ের দখলদারিকে কেন্দ্র করে একাধিকবার বোমাবাজি ও গোষ্ঠী লড়াইয়ের ঘটনা ঘটেছে ওই স্থানে ৷ গতরাত থেকে আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে মহদিপুর ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত থেকে পার্কিংয়ের দখলদারি নিয়ে দুষ্কৃতীদের বোমাবাজি শুরু হয় ৷ আজ সকালেও ফের শুরু হয় বোমাবাজি ৷ গুরুতর জখম হন সুমন ঘোষ (১৯) মুকুল ঘোষ (৩০) ও উৎপল ঘোষ (২২) নামে তিন জন যুবক ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে ৷

সুমন ঘোষের মা ছবি ঘোষ বলেন, "কেন এই ঘটনা ঘটছে বুঝতে পারছি না ৷ বাড়িতে এসে বোমাবাজি করা হচ্ছে ৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছি না ৷ স্বাধীন ঘোষ ও সমীর ঘোষের নেতৃত্বে এই সব ঘটনা ঘটছে ৷ সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় জানানো হয়েছে ৷"

পার্কিংকে কেন্দ্র করে বোমাবাজি ইংরেজবাজারে

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য সমীর ঘোষ । তাঁর কথায়, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ পার্কিংয়ের কোনও অধিকার আমাদের নেই ৷ এই সব ঘটনা মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ ও সম্পাদক প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা ঘটাচ্ছে ৷ আমার দাদা স্বাধীন ঘোষের নামেও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে ৷"


ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ঘটনার খবর পাওয়ার পর থেকেই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ৷

Intro:মালদা, ২৮ নভেম্বরঃ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দরের দখলদারিকে কেন্দ্র করে বোমাবাজি৷ বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনজন৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে৷Body:ইংরেজবাজারের মহদিপুরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দর রয়েছে৷ সরকারি জায়গা থাকলেও নেই সরকারি পার্কিং৷ সরকারি জায়গা দখল করেই দীর্ঘদিন ধরে চলে আসছে বেআইনি পার্কিংয়ের ব্যবসা৷ এর আগেও পার্কিংয়ের দখলদারিকে কেন্দ্র করে একাধিকবার বোমাবাজি ও গোষ্ঠী লড়াইয়ের ঘটনা ঘটেছে সেখানে৷ একই কারণে গতকাল রাত থেকে আরও একবার উত্তপ্ত হয়ে উঠল মহদিপুর৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে পার্কিংয়ের দখলদারি নিয়ে দুষ্কৃতীদের বোমাবাজি শুরু হয়৷ আজ সকালেও ফের শুরু হয় বোমাবাজি৷ গুরুতর আহত হন সুমন ঘোষ (১৯) মুকুল ঘোষ (৩০) ও উৎপল ঘোষ (২২)৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা৷
সুমন ঘোষের মা ছবি ঘোষ জানান, “কেন এই ঘটনা ঘটছে বুঝতে পারছি না৷ বাড়িতে এসে বোমাবাজি করা হচ্ছে৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছি না৷ আজ সকালে ছেলে বাড়ি থেকে বেরোলে স্বপন ঘোষ নামে এক ব্যক্তি বোমা ছোঁড়ে৷ বোমার আঘাতে ছেলে গুরুতর আহত হয়৷ স্বাধীন ঘোষ ও সমীর ঘোষের নেতৃত্বে এই সব ঘটনা ঘটছে৷ সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় জানানো হয়েছে৷”
সমীর ঘোষ জানান, “সমস্ত অভিযোগ ভিত্তিহীন৷ পার্কিংয়ের কোনও অধিকার আমাদের নেই৷ এই সব ঘটনা মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ ও সম্পাদক প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা ঘটাচ্ছে৷ এই সব তাণ্ডবের কারণে মহদিপুর থেকে গাড়ি এক্সপোর্ট হচ্ছে না৷ যেখানে মহদিপুর থেকে ৪০০ গাড়ি এক্সপোর্টের রেকর্ড রয়েছে সেখানে গতকাল মাত্র ১১টি গাড়ি বাংলাদেশে গেছে৷ আমার দাদা স্বাধীন ঘোষের নামে অভিযোগ তোলা হয়েছে৷ দাদা একজন শিক্ষক৷ তিনি ছাত্রদের শিক্ষার আলোতে নিয়ে আসেন৷ কীভাবে তিনি বোমা ছুঁড়তে পারেন? আমি নিজে মালদা শহরের বাসিন্দা৷ আমি কীভাবে মহদিপুরে গিয়ে বোমা ছুঁড়তে পারি? সমস্ত অভিযোগ ভিত্তিহীন৷ মহদিপুরকে শান্ত করতে হলে প্রসেনজিৎ ঘোষ ও নিখিল ঘোষের বাহিনীকে শায়েস্তা করতে হবে৷”
Conclusion:ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্র এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.