মালদা, ২৮ নভেম্বর : আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দরের দখলদারিকে কেন্দ্র করে সংঘর্ষ মালদায় । বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনজন ৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার এলাকায় ।
ইংরেজবাজারের মহদিপুরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দর রয়েছে ৷ সরকারি জায়গা থাকলেও নেই কোনও সরকারি পার্কিং ৷ সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে চলে আসছে বেআইনি পার্কিংয়ের ব্যবসা ৷ এর আগেও পার্কিংয়ের দখলদারিকে কেন্দ্র করে একাধিকবার বোমাবাজি ও গোষ্ঠী লড়াইয়ের ঘটনা ঘটেছে ওই স্থানে ৷ গতরাত থেকে আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে মহদিপুর ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত থেকে পার্কিংয়ের দখলদারি নিয়ে দুষ্কৃতীদের বোমাবাজি শুরু হয় ৷ আজ সকালেও ফের শুরু হয় বোমাবাজি ৷ গুরুতর জখম হন সুমন ঘোষ (১৯) মুকুল ঘোষ (৩০) ও উৎপল ঘোষ (২২) নামে তিন জন যুবক ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে ৷
সুমন ঘোষের মা ছবি ঘোষ বলেন, "কেন এই ঘটনা ঘটছে বুঝতে পারছি না ৷ বাড়িতে এসে বোমাবাজি করা হচ্ছে ৷ আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছি না ৷ স্বাধীন ঘোষ ও সমীর ঘোষের নেতৃত্বে এই সব ঘটনা ঘটছে ৷ সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় জানানো হয়েছে ৷"
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য সমীর ঘোষ । তাঁর কথায়, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ পার্কিংয়ের কোনও অধিকার আমাদের নেই ৷ এই সব ঘটনা মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ ও সম্পাদক প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা ঘটাচ্ছে ৷ আমার দাদা স্বাধীন ঘোষের নামেও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে ৷"
ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ঘটনার খবর পাওয়ার পর থেকেই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ৷