ETV Bharat / state

চাঁচলে বোমাবাজি, চলল গুলি - police

মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের 216 নম্বর বুথের বাইরে বোমাবাজি। গুলিও চালাল দুষ্কৃতীরা।

বোমাবাজি
author img

By

Published : Apr 23, 2019, 12:51 PM IST

Updated : Apr 23, 2019, 2:10 PM IST

মালদা, 23 এপ্রিল : উত্তর মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের 216 নম্বর বুথের বাইরে বোমাবাজি। গুলিও চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। এসেছে কেন্দ্রীয় বাহিনীও। এলাকা থেকে একটি বোমাও উদ্ধার করেছে পুলিশ।

মালদা, 23 এপ্রিল : উত্তর মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের 216 নম্বর বুথের বাইরে বোমাবাজি। গুলিও চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। এসেছে কেন্দ্রীয় বাহিনীও। এলাকা থেকে একটি বোমাও উদ্ধার করেছে পুলিশ।

Intro:মালদা, ২২ এপ্রিলঃ তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগের সন্ধেয় কংগ্রেস ও সিপিএমের পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ চাঁচল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খরবা গ্রাম পঞ্চায়েতের শ্রীপতিপুর গ্রামের ১৯১ নম্বর বুথে এই অভিযোগ উঠেছে৷ কংগ্রেস ও সিপিএমের অভিযোগ ওই বুথে তাদের পোলিং এজেন্টকে বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ তৃণমূলিরা বলছে, আগামীকাল পোলিং এজেন্ট হিসেবে বুথে ঢুকলে পরিবারের সবাইকে গ্রাম ছাড়া করা হবে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷Body:এপ্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "অভিযোগ পেয়েছি চাঁচল বিধানসভা কেন্দ্রের ১৯১ নম্বর বুথে যিনি আমাদের এজেন্ট হবেন তাঁকে বাড়ি গিয়ে পোলিং এজেন্ট না হওয়ার কথা বলা হয়েছে৷ যদি তিনি পোলিং এজেন্ট হন তবে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে৷ এভাবে ভোট হতে পারে না৷ আমরা সমস্ত বিষয় অবজারভারকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানিয়েছি৷ যদি এই পরিস্থিতি বহাল থাকে তবে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে৷ পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ঘটানোর চেষ্টা করা হলে ছেড়ে কথা বলা হবে না৷ মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোট দেবে৷ শাসকদলের গুণ্ডারা যদি বিভিন্ন দলের পোলিং এজেন্টদের প্রভাবিত করা, বুথ থেকে তাড়িয়ে দেওয়া, বুথে ঢুকতে না দেওয়া এসব যদি ঘটানোর চেষ্টা করে তবে মানুষ যা ব্যবস্থা নেওয়ার নেবে৷"
সিপিএমের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া না হলে কি পদক্ষেপ নেবেন, এপ্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আইন হাতে নিতে পারি না৷ যেখানে যা অভিযোগ জানানোর দরকার, সেই ভাবে আমরা অভিযোগ জানাব৷ তারপরেও যদি এই ঘটনা ঘটে, তবে মানুষ ঠিক করবেন ভোট কীভাবে হবে৷ পোলিং এজেন্ট ভোটের একটা অঙ্গ৷ সমস্ত দলের পোলিং এজেন্ট থাকবে, তার ভিত্তিতেই ভোট হবে৷ পোলিং এজেন্ট নিজের কাজ করবে, মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে৷ এর ব্যতিক্রম হলে মানুষ তার প্রতিরোধ করবে৷"
উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি জানিয়েছেন, "উত্তর মালদার বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা যে সক্রিয় হয়ে উঠেছে তা আমরা আগেই বুঝেছি৷ আজ বিষয়টি আমি পুলিশ সুপারকে জানিয়েছি৷ তিনি আশ্বাস দিয়েছেন গোটা জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে৷ এজেন্টকে হুমকির বিষয়টি নিয়ে আমরা জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি৷"
Conclusion:এদিকে, উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম নূরের নির্বাচনি এজেন্ট অম্লান ভাদুড়ি জানিয়েছেন, ভোটের আগের দিন বিরোধীরা একাধিক বিষয়ে মিথ্যে অভিযোগ নিয়ে আসছে৷ তারা হেরে যাওয়ার আতঙ্কে ভুগছে৷ তৃণমূলের কর্মীরা কাউকে কোনও হুমকি দেয়নি৷
Last Updated : Apr 23, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.