ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁশঝাড় থেকে বোমা উদ্ধার - বাঁশঝাড় থেকে উদ্ধার হয়েছে 11টি বোমা

নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি ৷ তার আগে মালদার মানিকচক ব্লকে উদ্ধার হল বোমা ৷ বাঁশঝাড় থেকে উদ্ধার হয়েছে 11টি বোমা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Etv Bharat
বাঁশঝাড় থেকে বোমা উদ্ধার
author img

By

Published : Jun 30, 2023, 1:30 PM IST

মালদা, 30 জুন: ভোটের মুখে ফের বোমা উদ্ধার মালদায় ৷ এবার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারতটোলা গ্রামে একটি বাঁশঝাড় থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই বাঁশঝাড়ে বোমা তৈরি করা হচ্ছিল ৷ এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কে বা কারা বোমাগুলি ওই স্থানে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ ৷

গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায়শই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে ৷ মাসখানেক আগে শাসকদলের এমনই গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ৷ অনেকে বর্তমানে বিচারাধীন ৷ এবার সেই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা ৷ প্রাথমিকভাবে গ্রামবাসীদের অনুমান, ভোটে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বাঁশঝাড়ে বোমা বানানো হচ্ছিল ৷ সেখানে বোমা মজুতও করা হচ্ছিল ৷ জানা যাচ্ছে, বুধবার রাতে দুষ্কৃতীরা তৈরি করা বোমা পরীক্ষা করছিল ৷ তখনই খবর যায় মানিকচক থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ বাঁশঝাড়টি ঘিরে ফেলা হয় ৷ অবশেষে আজ বিকেলে বোম্ব স্কোয়াড এসে সেখান থেকে 11টি তাজা বোমা উদ্ধার করে ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও ৷

যেখানে বোমা মিলেছে, তার পাশের আমবাগানে পাহারাদারি করেন শেখ জামাল ৷ এ প্রসঙ্গেই তিনি বলেন, "কী হয়েছে বলতে পারব না ৷ আমি নিজের কাজে থাকি ৷ গতকাল দুপুরে এক বহিরাগতকে ঝোলা নিয়ে বাঁশঝাড়ের দিকে যেতে দেখেছিলাম ৷ তাকে আর ফিরতে দেখিনি ৷ এখানে সবসময়ই বাইরের লোকজন যাতায়াত করে ৷ ওরা সব লড়াই করে ৷ যখন তখন বোমাবাজি করে ৷ মাঝেমধ্যেই বোমা বিস্ফোরণের আওয়াজ পাই ৷ গতকাল রাতেও সেই শব্দ পেয়েছি ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ ভরতি বোমা উদ্ধার বাসন্তীতে

তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ মোস্তাক জানান, বোমা কোথায় থেকে এল তা তিনি জানেন না ৷ তবে এটা চক্রান্ত বলেই দাবি তাঁর ৷ গ্রামের কেউ তো আর বাঁশঝাড়ে বোমা রাখবে না ৷ বোমা মানে তো আতঙ্ক ৷ এখানে তৃণমূল আর কংগ্রেস রয়েছে, এদের মধ্যেই কেউ ওখানে বোমা রেখেছে বলে জানান তিনি ৷ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই কাজ করা হয়েছে ৷

মালদা, 30 জুন: ভোটের মুখে ফের বোমা উদ্ধার মালদায় ৷ এবার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারতটোলা গ্রামে একটি বাঁশঝাড় থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই বাঁশঝাড়ে বোমা তৈরি করা হচ্ছিল ৷ এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কে বা কারা বোমাগুলি ওই স্থানে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ ৷

গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায়শই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে ৷ মাসখানেক আগে শাসকদলের এমনই গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ৷ অনেকে বর্তমানে বিচারাধীন ৷ এবার সেই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা ৷ প্রাথমিকভাবে গ্রামবাসীদের অনুমান, ভোটে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বাঁশঝাড়ে বোমা বানানো হচ্ছিল ৷ সেখানে বোমা মজুতও করা হচ্ছিল ৷ জানা যাচ্ছে, বুধবার রাতে দুষ্কৃতীরা তৈরি করা বোমা পরীক্ষা করছিল ৷ তখনই খবর যায় মানিকচক থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ বাঁশঝাড়টি ঘিরে ফেলা হয় ৷ অবশেষে আজ বিকেলে বোম্ব স্কোয়াড এসে সেখান থেকে 11টি তাজা বোমা উদ্ধার করে ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও ৷

যেখানে বোমা মিলেছে, তার পাশের আমবাগানে পাহারাদারি করেন শেখ জামাল ৷ এ প্রসঙ্গেই তিনি বলেন, "কী হয়েছে বলতে পারব না ৷ আমি নিজের কাজে থাকি ৷ গতকাল দুপুরে এক বহিরাগতকে ঝোলা নিয়ে বাঁশঝাড়ের দিকে যেতে দেখেছিলাম ৷ তাকে আর ফিরতে দেখিনি ৷ এখানে সবসময়ই বাইরের লোকজন যাতায়াত করে ৷ ওরা সব লড়াই করে ৷ যখন তখন বোমাবাজি করে ৷ মাঝেমধ্যেই বোমা বিস্ফোরণের আওয়াজ পাই ৷ গতকাল রাতেও সেই শব্দ পেয়েছি ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ ভরতি বোমা উদ্ধার বাসন্তীতে

তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ মোস্তাক জানান, বোমা কোথায় থেকে এল তা তিনি জানেন না ৷ তবে এটা চক্রান্ত বলেই দাবি তাঁর ৷ গ্রামের কেউ তো আর বাঁশঝাড়ে বোমা রাখবে না ৷ বোমা মানে তো আতঙ্ক ৷ এখানে তৃণমূল আর কংগ্রেস রয়েছে, এদের মধ্যেই কেউ ওখানে বোমা রেখেছে বলে জানান তিনি ৷ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই কাজ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.