মালদা, 19 এপ্রিল: কথা ছিল, ইদের আগেই ঘরে ফিরে আসবেন । ফিরেছেন ৷ ইদের বেশ কয়েকদিন আগেই ৷ তবে পায়ে হেঁটে নয়, কফিনবন্দি হয়ে (Body of Migrant worker of Malda returns in home)।
ভিনরাজ্যে কাজে গিয়ে মৃতদের তালিকায় নাম জুড়ল মালদার আরও এক বাসিন্দার । তালিকায় নতুন সংযোজন ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের 26 বছরের হাইউল শেখের নাম । ভিনরাজ্যে পরিযায়ীদের মৃত্যু মিছিলের জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ।
বাবা নাজিমুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ । অসুস্থ মা লেখা বিবিও । এলাকায় কাজ পাচ্ছিলেন না । সংসার চালানো দায় হয়ে পড়েছিল । এ দিকে ঘরে দুটো অবিবাহিতা বোন । এক বোন আবার এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । তাই অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে কর্নাটকে টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন সাতঘরিয়া গ্রামের হাইউল । মাত্র 25 দিন কাজ করার পর বাংলা নববর্ষের দিন সেফটি বেল্ট ছিঁড়ে উঁচু টাওয়ার থেকে মাটিতে আছড়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর ।
আরও পড়ুন : Student Attempt to Murder in Malda : মালদায় নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টা, অভিযোগ তিন বন্ধুর বিরুদ্ধে
আজ সকালে হাইউলের মৃতদেহ গ্রামে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷ গ্রামেই তাঁর মৃতদেহ কবরস্থ করা হয়েছে । হাইউলের কাকা মেঘু শেখ বলেন, "যে টাওয়ারে ও কাজ করছিল তার দড়ি, বেল্ট সবই পচে গিয়েছিল । টাওয়ারের উপরে কাজ করার সময় সেফটি বেল্ট ছিঁড়ে ও মাটিতে পড়ে যায় । সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু হয় । হাইউল বাবা-মায়ের একটাই ছেলে । বাবা ভীষণ অসুস্থ । ওর দেড় বছরের একটা বাচ্চা আছে । স্ত্রী গর্ভবতী । সংসার চালানোর জন্য ও বাধ্য হয়ে কর্নাটকে টাওয়ারের কাজ করতে গিয়েছিল । এখন ওদের সংসারটার কী হবে জানি না ।"
সাতঘরিয়ার পাশের গ্রাম বুধিয়ার বাসিন্দা মহিদুর রহমান দীর্ঘ 20 বছর ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন । দেশের 25টি রাজ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর । শুধু হাইউল নয়, ভিনরাজ্যে কাজে গিয়ে রাজ্যের সব শ্রমিকের মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন তিনি ।
তিনি বলেন, "এই গ্রাম পঞ্চায়েত এলাকার 50 জনেরও বেশি শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন । আসলে আমাদের রাজ্যে কাজ নেই । কাজের জন্য জীবনের ঝুঁকি নিয়েও আমাদের ভিনরাজ্যে যেতে হয় । তৃণমূল 11 বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে । এই সময়ে তারা কী একটাও কারখানা খুলতে পেরেছে ? 100 জনকেও কাজ দিতে পেরেছে? কেউ তার কোনও উদাহরণ দিতে পারবে ? তাই তো আমাদের টাওয়ার নির্মাণের মতো বিপজ্জনক কাজে যেতে হয় । এ সব মৃত্যুর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের ।"
আরও পড়ুন : Councillor clean medical college : ঝাড়ু হাতে মেডিকেল কলেজ চত্বরে সাফাইয়ে কাউন্সিলর