মালদা, 28 মার্চ : দেশে লকডাউন ৷ জমায়েত এড়াতে চলছে রাস্তায় রাস্তায় পুলিশি টহলদারি ৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ৷ বন্ধ হয়েছে রক্তদান শিবিরও ৷ এদিকে, রক্তের সংকট মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ৷ এই পরিস্থিতিতে রক্তদান করলেন এলাকার যুবক-যুবতিরা ৷
১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন ৷ ভিড় এড়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে রক্তদান শিবিরেও ৷ রক্তের যোগান না থাকলেও চাহিদা কম নেই ৷ আজ মালদা মেডিকেলের ব্লাড ব্যাঙ্কে সম্পূর্ণ রক্তের মজুত ছিল মাত্র ১ ইউনিট ৷ জেলার এক মাত্র ব্লাড ব্যাঙ্ক এত কম ব্লাড থাকায় বিরাট সমস্যা হতে পারে । আর জেলার একমাত্র নয়, দুই দিনাজপুরেও রক্ত যায় এখান থেকেই ।
এই পরিস্থিতিতে রক্তদান করতে এগিয়ে এলেন এলাকার যুবক-যুবতিরা ৷ আজ একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই শিবির আয়োজন করা হয় ৷ নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের থেকে ব্লাড নেওয়া হয় । মালদা শহরের পাশাপাশি কালিয়াচক, সুজাপুর থেকেও যুবক-যুবতিরা এসে রক্ত দিয়ে যায় ।
এবিষয়ে অসরকারি সংগঠনের তরফে আলমগীর খান বলেন, "দেশজুড়ে লকডাউন চলছে ৷ কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন আমরা তার সঙ্গে আছি ৷ তবে এই পরিস্থিতিতে রক্তদান শিবির করা যাচ্ছে না ৷ কিন্তু রক্তের চাহিদা রয়েছে ৷ সেই রক্তের চাহিদা মেটাতে আমরা এই শিবির করেছি ৷ বর্তমান পরিস্থিতির বিচারে সমস্ত আইন মেনে রক্তদান করা হয়েছে ৷"