ETV Bharat / state

বেহাল রাস্তার জেরে মৃত্যু বধূর, রাজ্য সরকার ও প্রশাসনকে দুষলেন বিজেপি সাংসদ খগেন - খগেন মুর্মু

BJP MP Khagen Murmu: বেহাল রাস্তার জেরে মৃত্যু হওয়া বধূর বাড়ি গিয়ে রাজ্য সরকার ও প্রশাসনকে তোপ দাগলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ সাংসদ কোটার 13 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ৷

BJP MP Khagen Murmu
বিজেপি সাংসদ খগেন মুর্মু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 6:39 PM IST

বধূর মৃত্যুর জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে দুষলেন বিজেপি সাংসদ

মালদা, 19 নভেম্বর: বেহাল রাস্তায় খাটিয়ায় চাপিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মালদায় মৃত্যু হয় এক বধূর ৷ সেই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ৷ রবিবার মৃতের বাড়িতে গিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন, "যা ভাবা হয়েছিল, সেটাই ঘটল ৷" ওই রাস্তা সংস্কারে তিনি নিজের সাংসদ কোটার 13 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এ দিন ৷ সাংসদ জানান, যেদিন রাস্তার কাজ শুরু হবে, গ্রামবাসীদের সঙ্গে তিনি নিজেও ডালি-কোদাল নিয়ে সেই কাজে হাত লাগাবেন ৷ যদিও সাংসদের এই বক্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া তৃণমূলের তরফে পাওয়া যায়নি ৷

বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন 19 বছরের মামনি রায় ৷ বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার দুপুরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে ৷ তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বামী কার্তিক রায়-সহ পরিবারের লোকজন ৷ কিন্তু বেহাল রাস্তার জন্য গ্রামে কোনও গাড়ি ঢোকে না ৷ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কার্তিক এক টোটোচালককে ফোন করেন ৷ কিন্তু খারাপ রাস্তার জন্য ওই টোটোচালকও গ্রামে আসতে পারবেন না বলে জানিয়ে দেন ৷ অগত্যা মামনিকে খাটিয়ায় চাপিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও তাতে কাজ হয়নি ৷ রাস্তাতেই মারা যান মামনি ৷

এই ঘটনার ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই টনক নড়ে সবার ৷ রাজ্য সরকারের পথশ্রীর যুগেও যে এমন ঘটনা ঘটতে পারে, তা ভাবতে পারেননি কেউ ৷ রবিবার স্থানীয় বিধায়ক জয়েল মুর্মুকে সঙ্গে নিয়ে মামনির বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান সাংসদ খগেন মুর্মু ৷ রাস্তার বিষয় নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেন তিনি ৷

সাংসদের কথায়, "এই রাস্তা নিয়ে আমি এখনই বিডিওর সঙ্গে কথা বললাম ৷ তিনি বলছেন, কাজের প্রস্তাব উপরে পাঠানো হয়েছে ৷ কিন্তু কবে কাজ শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই ৷ কারণ, এদের 18 মাসে বছর ৷ তবে রাজ্য সরকার এখানে রাস্তা করবে বলে আমার মনে হয় না ৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তা করা যেতে পারে ৷ কিন্তু তার জন্য জেলাশাসককে দিশা কমিটির বৈঠক ডাকা প্রয়োজন ৷ সাংসদ হওয়ার সূত্রে আমি ওই কমিটির চেয়ারম্যান ৷ কিন্তু জেলাশাসক ওই কমিটির বৈঠক ডাকেন না ৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠালেই টাকা চলে আসবে ৷ সারা দেশে এভাবে কাজ হচ্ছে ৷ শুধু এই রাজ্যে হয় না ৷"

তিনি বলেন, "বিডিও শনিবার লিখিতভাবে জানিয়েছেন, তিন মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে ৷ কিন্তু কোন ফান্ড থেকে সেই কাজ করা হবে, তা তিনি বলতে পারছেন না ৷ আসলে এসব আই ওয়াশ ৷ মানুষকে ধোঁকা দেওয়া ৷ এখানে পাঁচ কিলোমিটার রাস্তার কাজে দু'কোটি টাকা লাগবে ৷ আমি আমার সাংসদ কোটা থেকে 13 লক্ষ দিয়েছি ৷ বাকি এক কোটি 87 লক্ষ টাকা রাজ্য অনুমোদন করুক ৷ প্রশাসন যেদিন কাজ শুরু করবে, আমি সেদিন গ্রামবাসীদের সঙ্গে ডালি-কোদাল নিয়ে কাজে নামব ৷ আর প্রশাসন রাস্তার কাজ না করলে বলে দিক ৷ আমরাই সবাই মিলে সেই কাজ করব ৷"

আরও পড়ুন:

  1. বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়
  2. অমিল অ্যাম্বুল্যান্স, বাইকে দেহ নিয়ে হাসপাতালে পরিজন
  3. শববাহী গাড়ি ভাড়ার টাকা নেই, হাসপাতাল থেকে কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল ছেলে

বধূর মৃত্যুর জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে দুষলেন বিজেপি সাংসদ

মালদা, 19 নভেম্বর: বেহাল রাস্তায় খাটিয়ায় চাপিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মালদায় মৃত্যু হয় এক বধূর ৷ সেই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ৷ রবিবার মৃতের বাড়িতে গিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন, "যা ভাবা হয়েছিল, সেটাই ঘটল ৷" ওই রাস্তা সংস্কারে তিনি নিজের সাংসদ কোটার 13 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এ দিন ৷ সাংসদ জানান, যেদিন রাস্তার কাজ শুরু হবে, গ্রামবাসীদের সঙ্গে তিনি নিজেও ডালি-কোদাল নিয়ে সেই কাজে হাত লাগাবেন ৷ যদিও সাংসদের এই বক্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া তৃণমূলের তরফে পাওয়া যায়নি ৷

বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন 19 বছরের মামনি রায় ৷ বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার দুপুরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে ৷ তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বামী কার্তিক রায়-সহ পরিবারের লোকজন ৷ কিন্তু বেহাল রাস্তার জন্য গ্রামে কোনও গাড়ি ঢোকে না ৷ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কার্তিক এক টোটোচালককে ফোন করেন ৷ কিন্তু খারাপ রাস্তার জন্য ওই টোটোচালকও গ্রামে আসতে পারবেন না বলে জানিয়ে দেন ৷ অগত্যা মামনিকে খাটিয়ায় চাপিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও তাতে কাজ হয়নি ৷ রাস্তাতেই মারা যান মামনি ৷

এই ঘটনার ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই টনক নড়ে সবার ৷ রাজ্য সরকারের পথশ্রীর যুগেও যে এমন ঘটনা ঘটতে পারে, তা ভাবতে পারেননি কেউ ৷ রবিবার স্থানীয় বিধায়ক জয়েল মুর্মুকে সঙ্গে নিয়ে মামনির বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান সাংসদ খগেন মুর্মু ৷ রাস্তার বিষয় নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেন তিনি ৷

সাংসদের কথায়, "এই রাস্তা নিয়ে আমি এখনই বিডিওর সঙ্গে কথা বললাম ৷ তিনি বলছেন, কাজের প্রস্তাব উপরে পাঠানো হয়েছে ৷ কিন্তু কবে কাজ শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই ৷ কারণ, এদের 18 মাসে বছর ৷ তবে রাজ্য সরকার এখানে রাস্তা করবে বলে আমার মনে হয় না ৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তা করা যেতে পারে ৷ কিন্তু তার জন্য জেলাশাসককে দিশা কমিটির বৈঠক ডাকা প্রয়োজন ৷ সাংসদ হওয়ার সূত্রে আমি ওই কমিটির চেয়ারম্যান ৷ কিন্তু জেলাশাসক ওই কমিটির বৈঠক ডাকেন না ৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠালেই টাকা চলে আসবে ৷ সারা দেশে এভাবে কাজ হচ্ছে ৷ শুধু এই রাজ্যে হয় না ৷"

তিনি বলেন, "বিডিও শনিবার লিখিতভাবে জানিয়েছেন, তিন মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে ৷ কিন্তু কোন ফান্ড থেকে সেই কাজ করা হবে, তা তিনি বলতে পারছেন না ৷ আসলে এসব আই ওয়াশ ৷ মানুষকে ধোঁকা দেওয়া ৷ এখানে পাঁচ কিলোমিটার রাস্তার কাজে দু'কোটি টাকা লাগবে ৷ আমি আমার সাংসদ কোটা থেকে 13 লক্ষ দিয়েছি ৷ বাকি এক কোটি 87 লক্ষ টাকা রাজ্য অনুমোদন করুক ৷ প্রশাসন যেদিন কাজ শুরু করবে, আমি সেদিন গ্রামবাসীদের সঙ্গে ডালি-কোদাল নিয়ে কাজে নামব ৷ আর প্রশাসন রাস্তার কাজ না করলে বলে দিক ৷ আমরাই সবাই মিলে সেই কাজ করব ৷"

আরও পড়ুন:

  1. বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়
  2. অমিল অ্যাম্বুল্যান্স, বাইকে দেহ নিয়ে হাসপাতালে পরিজন
  3. শববাহী গাড়ি ভাড়ার টাকা নেই, হাসপাতাল থেকে কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল ছেলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.