মালদা, 29 নভেম্বর: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘দুর্যোধন ও দুঃশাসন’ বলে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক কেন্দ্রের তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক সাবিত্রী মিত্রের (Sabitri Mitra) বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি ৷ সাবিত্রী মিত্রের ওই মন্তব্যের বিরুদ্ধে আজ সন্ধেয় রতুয়া থানার সামনে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা ৷ বিক্ষোভের নেতৃত্ব দেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতা সুকান্ত সিংহ, অর্ধেন্দুশেখর রায়-সহ আরও অনেকে ৷ বিক্ষোভ চলাকালীন বিজেপি (BJP) কর্মীরা সাবিত্রীদেবীর কুশপুতুলও দাহ করেন ৷
খগেনবাবু বলেন, “27 নভেম্বর রতুয়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক যে ভাষায় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেছেন, তা মেনে নেওয়া যায় না ৷ শুধু তাই নয়, তিনি গুজরাত সম্পর্কেও কুমন্তব্য করেছেন ৷ ওই গুজরাতেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম ৷ সারা বিশ্বের কাছে তিনি লৌহপুরুষ হিসাবে খ্যাত ৷ গুজরাত থেকে নাকি ইংরেজদের অস্ত্র সরবরাহ করা হত ৷ এসব তথ্য তিনি কোথায় থেকে পেলেন ?’’
তিনি আরও বলেন, ‘‘আসলে এখন তৃণমূলের সঙ্গে যাঁরা রয়েছেন, তাঁদের মাথাটাই গিয়েছে ৷ তাঁরা দেশ, রাজ্য, সমাজ সম্পর্কে কিছু জানেন না ৷ এমনকি যে এলাকায় তাঁরা বাস করেন, সেই এলাকাকেও জানেন না ৷ এখন যেভাবে মানুষ তৃণমূলকে ঘৃণা করতে শুরু করেছেন, তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তাতে তাঁরা পাগল হয়ে গিয়েছেন ৷ একসময় যিনি চড়াম চড়াম, নকুলদানা নিয়ে এসেছিলেন, তিনি এখন জেলে রয়েছেন ৷ গোটা মন্ত্রিসভাটাই জেলখানায় ৷ আরও কিছুদিন অপেক্ষা শুধু ৷ তৃণমূলের সবাই জেলখানায় যাবে ৷’’
তাঁর দাবি, ‘‘এরা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমন তৃণমূল দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না ৷ যিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, তাঁর বিরুদ্ধে আজ আমরা দলের তরফে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছি ৷ প্রয়োজনে আমরা এর থেকেও বড় লড়াইয়ের দিকে যাব ৷”
সাবিত্রীদেবীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁদের দলের রাজ্য মুখপাত্র সজল ঘোষের কুমন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি উত্তর মালদার বিজেপি সাংসদ ৷ এনিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান ৷
আরও পড়ুন: ‘ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হলে কালীঘাটে বোমা পড়বে’, বিতর্কি মন্তব্য সৌমিত্র'র