ETV Bharat / state

Bhai Phonta: স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যৌনকর্মীদের ভাইফোঁটা পালন - মালদা শহরের নিষিদ্ধপল্লি হংসগিরি লেন

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে ভাইফোঁটা পালন যৌনকর্মীদের ৷

Bhai Phonta
bhai phonta celebrates at red light area of malda
author img

By

Published : Nov 6, 2021, 4:46 PM IST

মালদা, ৬ নভেম্বর: সমাজে থেকেও তাঁরা ব্রাত্য ৷ সমাজের তথাকথিত উঁচু মহলের লোকজন তাঁদের নাম শুনলে ভ্রু কোঁচকান ৷ বাঙালির ভাইফোঁটায় তাঁদের পাশে দাঁড়াল ভাইয়েরা ৷ এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার মালদা শহরের নিষিদ্ধপল্লি হিসাবে পরিচিত হংসগিরি লেনে অনুষ্ঠিত হল ভাইফোঁটা ৷ ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন যৌনকর্মীরা ৷

আজকের দিনে এই সম্মান পেয়ে খুশি এখানকার যৌনকর্মীরাও ৷ এক যৌনকর্মী বললেন, “বাঙালি জীবনের প্রাচীন এই রীতিতে অংশ নিতে পেরে খুব ভাল লাগছে ৷ ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা, তারা যেন সবসময় আমাদের পাশে এভাবেই এসে দাঁড়ায় ৷ আমাদের সাহস যোগায় ৷ সামনের বছর আবার যেন আমরা তাঁদের কপালে ফোঁটা দিতে পারি ৷ আজ সব ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেছি ৷” একই বক্তব্য আরেক যৌনকর্মীরও ৷ তিনি বলেন, “এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুব ভাল লাগছে ৷ গত কয়েক বছর ধরে এই ভাইরা আমাদের কাছ থেকে ফোঁটা নিচ্ছেন ৷ আজও আমি সবাইকে ফোঁটা দেব ৷”

আরও পড়ুন : Bhai Phonta Special Misti : ডাব মালাই থেকে কাজুবাবু, ভাইফোঁটা উপলক্ষ্যে চাহিদা বিশেষ মিষ্টির

এই অনুষ্ঠানের উদ্যোক্তা তমালকৃষ্ণ বসাক বললেন, “এই মহিলারা সমাজের কাছে আজ ব্রাত্য ৷ কেউ তাঁদের দিকে তাকায় না ৷ সেই বোন-দিদিদের আজ আমরা কাছে টেনে নিয়েছি ৷ তাঁরা যে সমাজে অবহেলিত নন, তাঁরাও যে সমাজেরই একটি অঙ্গ, যৌনকর্মীদের তা বুঝিয়ে দিতেই কয়েক বছর ধরে আমরা তাঁদের কাছ থেকে ফোঁটা নিচ্ছি ৷ আমাদের মনে হয়, এঁদের কাছে টেনে নিলে তাঁদের কাছ থেকে আসল ভালবাসা পাওয়া যাবে ৷”

মালদা, ৬ নভেম্বর: সমাজে থেকেও তাঁরা ব্রাত্য ৷ সমাজের তথাকথিত উঁচু মহলের লোকজন তাঁদের নাম শুনলে ভ্রু কোঁচকান ৷ বাঙালির ভাইফোঁটায় তাঁদের পাশে দাঁড়াল ভাইয়েরা ৷ এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার মালদা শহরের নিষিদ্ধপল্লি হিসাবে পরিচিত হংসগিরি লেনে অনুষ্ঠিত হল ভাইফোঁটা ৷ ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন যৌনকর্মীরা ৷

আজকের দিনে এই সম্মান পেয়ে খুশি এখানকার যৌনকর্মীরাও ৷ এক যৌনকর্মী বললেন, “বাঙালি জীবনের প্রাচীন এই রীতিতে অংশ নিতে পেরে খুব ভাল লাগছে ৷ ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা, তারা যেন সবসময় আমাদের পাশে এভাবেই এসে দাঁড়ায় ৷ আমাদের সাহস যোগায় ৷ সামনের বছর আবার যেন আমরা তাঁদের কপালে ফোঁটা দিতে পারি ৷ আজ সব ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেছি ৷” একই বক্তব্য আরেক যৌনকর্মীরও ৷ তিনি বলেন, “এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুব ভাল লাগছে ৷ গত কয়েক বছর ধরে এই ভাইরা আমাদের কাছ থেকে ফোঁটা নিচ্ছেন ৷ আজও আমি সবাইকে ফোঁটা দেব ৷”

আরও পড়ুন : Bhai Phonta Special Misti : ডাব মালাই থেকে কাজুবাবু, ভাইফোঁটা উপলক্ষ্যে চাহিদা বিশেষ মিষ্টির

এই অনুষ্ঠানের উদ্যোক্তা তমালকৃষ্ণ বসাক বললেন, “এই মহিলারা সমাজের কাছে আজ ব্রাত্য ৷ কেউ তাঁদের দিকে তাকায় না ৷ সেই বোন-দিদিদের আজ আমরা কাছে টেনে নিয়েছি ৷ তাঁরা যে সমাজে অবহেলিত নন, তাঁরাও যে সমাজেরই একটি অঙ্গ, যৌনকর্মীদের তা বুঝিয়ে দিতেই কয়েক বছর ধরে আমরা তাঁদের কাছ থেকে ফোঁটা নিচ্ছি ৷ আমাদের মনে হয়, এঁদের কাছে টেনে নিলে তাঁদের কাছ থেকে আসল ভালবাসা পাওয়া যাবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.