ETV Bharat / state

রাতভর গুলির লড়াই, সীমান্ত দিয়ে JMB-র আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল - জঙ্গি

মালদা সীমান্তে BGB-র সঙ্গে গুলির লড়াই JMB জঙ্গিদের। উদ্ধার প্রচুর অস্ত্র।

উদ্ধার হওয়া অস্ত্র
author img

By

Published : Jul 7, 2019, 4:57 PM IST

মালদা, 7 জুলাই : সীমান্তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা রুখল BGB(বর্ডার গার্ড অফ বাংলাদেশ) । BSF সূত্রে খবর, রাতভর গুলির লড়াইয়ে খতম হয়েছে এক JMB জঙ্গি । আরও এক জঙ্গি জখম হয়েছে। তার খোঁজে গঙ্গার দু'পাড়ে নজর রেখেছে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী ।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের একাধিক মাদ্রাসায় JMB জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় তাদের ঘাঁটি গড়ে উঠেছে । সেই চেনা ছকেই কাজ চলছে বর্ধমান, মুর্শিদাবাদের কয়েকটি মাদ্রাসায় । আর এরই মাঝে গতকাল সীমান্ত দিয়ে এদেশে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করেছিল JMB জঙ্গিরা। যা বানচাল করে দেয় BGB।

এই সংক্রান্ত খবর : বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি ! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট

কালিয়াচক 3 নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতটি একেবারে গঙ্গা লাগোয়া । নদী পেরোলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা ৷ নবাবগঞ্জের বাখের আলি গ্রামে সেদেশের সবচেয়ে বড়ো চোরাই গোরুর হাট বসে ৷ বর্ষার সময় এই নদীপথ ব্যবহার করেই চলে গোরু পাচার । BSF ও বৈষ্ণবনগর থানার পুলিশ মাঝেমধ্যেই চোরাই গোরু উদ্ধার করে ।

JMB
উদ্ধার হওয়া অস্ত্র

এই সংক্রান্ত খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি

BSF সূত্রে খবর, সেই রুট ব্যবহার করেই গতরাতে এদেশে প্রচুর অস্ত্রশস্ত্র পাচারের চেষ্টা করছিল JMB জঙ্গিরা । গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে গঙ্গার ঘাটে অভিযান চালান BGB জওয়ানরা । শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ৷ BGB-র গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির । জখম হয় আরও এক জঙ্গি । পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় বাকি জঙ্গিরা । তবে একটি নৌকা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে রয়েছে সাতটি পিস্তল, তিনটি পাইপগান, আটটি ম্যাগাজ়িন ও 36 রাউন্ড কার্তুজ ৷ অনুমান, এদেশে নাশকতার উদ্দেশেই ওই অস্ত্রশস্ত্র পাচার করা হচ্ছিল ৷

এই সংক্রান্ত খবর : কাজ আছে বলে ছেলেকে নিয়ে গিয়েছিল, বলছেন ধৃত রবিউলের বাবা

এরপরই মালদা, মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে । নজর রাখা হয়েছে গঙ্গার চরগুলিতেও ৷

এই সংক্রান্ত খবর : ফেরিওয়ালার ছদ্মবেশে উলুবেড়িয়ায় ঘাঁটি গেড়েছিল নব্য জামাত জঙ্গিরা !

এর আগে 24 ও 25 জুন, শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে চার নব্য জামাত জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের STF(স্পেশাল টাস্ক ফোর্স) । এখানেই শেষ নয় । জানা যায়, হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িভাড়া নিয়ে থাকছিল এরা । সেখান থেকেই চালানো হচ্ছিল অপারেশন ।

মালদা, 7 জুলাই : সীমান্তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা রুখল BGB(বর্ডার গার্ড অফ বাংলাদেশ) । BSF সূত্রে খবর, রাতভর গুলির লড়াইয়ে খতম হয়েছে এক JMB জঙ্গি । আরও এক জঙ্গি জখম হয়েছে। তার খোঁজে গঙ্গার দু'পাড়ে নজর রেখেছে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী ।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের একাধিক মাদ্রাসায় JMB জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় তাদের ঘাঁটি গড়ে উঠেছে । সেই চেনা ছকেই কাজ চলছে বর্ধমান, মুর্শিদাবাদের কয়েকটি মাদ্রাসায় । আর এরই মাঝে গতকাল সীমান্ত দিয়ে এদেশে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করেছিল JMB জঙ্গিরা। যা বানচাল করে দেয় BGB।

এই সংক্রান্ত খবর : বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি ! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট

কালিয়াচক 3 নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতটি একেবারে গঙ্গা লাগোয়া । নদী পেরোলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা ৷ নবাবগঞ্জের বাখের আলি গ্রামে সেদেশের সবচেয়ে বড়ো চোরাই গোরুর হাট বসে ৷ বর্ষার সময় এই নদীপথ ব্যবহার করেই চলে গোরু পাচার । BSF ও বৈষ্ণবনগর থানার পুলিশ মাঝেমধ্যেই চোরাই গোরু উদ্ধার করে ।

JMB
উদ্ধার হওয়া অস্ত্র

এই সংক্রান্ত খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি

BSF সূত্রে খবর, সেই রুট ব্যবহার করেই গতরাতে এদেশে প্রচুর অস্ত্রশস্ত্র পাচারের চেষ্টা করছিল JMB জঙ্গিরা । গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে গঙ্গার ঘাটে অভিযান চালান BGB জওয়ানরা । শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ৷ BGB-র গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির । জখম হয় আরও এক জঙ্গি । পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় বাকি জঙ্গিরা । তবে একটি নৌকা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে রয়েছে সাতটি পিস্তল, তিনটি পাইপগান, আটটি ম্যাগাজ়িন ও 36 রাউন্ড কার্তুজ ৷ অনুমান, এদেশে নাশকতার উদ্দেশেই ওই অস্ত্রশস্ত্র পাচার করা হচ্ছিল ৷

এই সংক্রান্ত খবর : কাজ আছে বলে ছেলেকে নিয়ে গিয়েছিল, বলছেন ধৃত রবিউলের বাবা

এরপরই মালদা, মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে । নজর রাখা হয়েছে গঙ্গার চরগুলিতেও ৷

এই সংক্রান্ত খবর : ফেরিওয়ালার ছদ্মবেশে উলুবেড়িয়ায় ঘাঁটি গেড়েছিল নব্য জামাত জঙ্গিরা !

এর আগে 24 ও 25 জুন, শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে চার নব্য জামাত জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের STF(স্পেশাল টাস্ক ফোর্স) । এখানেই শেষ নয় । জানা যায়, হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িভাড়া নিয়ে থাকছিল এরা । সেখান থেকেই চালানো হচ্ছিল অপারেশন ।

Intro:মালদা, ৭ জুলাই : ফের জঙ্গিহানার আতঙ্ক পশ্চিমবঙ্গে৷ গতকাল গঙ্গা পেরিয়ে ভারতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করে বাংলাদেশি দুষ্কৃতীরা৷ সূত্রের খবর, এই দুষ্কৃতীরা জেএমবি জঙ্গিগোষ্ঠীর সদস্য৷ যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের জওয়ানরা৷ বিএসএফ সূত্রে এই খবর পাওয়া গেছে৷ জানা গেছে, গতকাল কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর এলাকার ওপারে, বাংলাদেশ ভূখণ্ডে সারা রাত ধরে বিজিবি জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে৷ এতে এক জঙ্গির মৃত্যু হয়৷ আহত হয় আরও এক জঙ্গি৷ আহত সেই জঙ্গির খোঁজে এখনও গঙ্গার দুপারে তীক্ষ্ণ নজর রেখেছে বিএসএফ ও বিজিবি৷ নজর রাখা হয়েছে গঙ্গার চরগুলিতেও৷ এদিকে এই ঘটনার পর মালদা, মুর্শিদাবাদ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে৷ যদিও এই ঘটনা নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি৷ Body:         কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতটি একেবারে গঙ্গা লাগোয়া৷ গঙ্গা পেরোলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা৷ সেখানকার বাখের আলি গ্রামে সেদেশের সবচেয়ে বড়ো চোরাই গোরুর হাট বসে৷ বর্ষার সময় এই নদীপথ ব্যবহার করেই ওপারে গোরু পাচার করে দুষ্কৃতীরা৷ বিএসএফ ও বৈষ্ণবনগর থানার পুলিশ মাঝেমধ্যেই চোরাই গোরু উদ্ধার করে৷ বিএসএফ সূত্রে জানা গেছে, সেই রুট ব্যবহার করেই গত রাতে এদেশে প্রচুর অস্ত্রশস্ত্র পাচারের চেষ্টা করছিল জেএমবি জঙ্গিরা৷ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গার ঘাটে হানা দেয় বিজিবি জওয়ানরা৷ শুরু হয় পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই৷ বিজিবির গুলিতে এক জঙ্গির মৃ্ত্যু হয় বলে খবর৷ আহত হয় আরও একজন৷ পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যায় বাকিরা৷ একটি নৌকা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে বিজিবি৷ তার মধ্যে রয়েছে ৭টি পিস্তল, ৩টি পাইপগান, ৮টি ম্যাগাজিন ও বিভিন্ন মাপের ৩৬ রাউন্ড কার্তুজ৷ অনুমান করা হচ্ছে, এদেশে নাশকতার উদ্দেশ্যেই ওই অস্ত্রশস্ত্র পাচার করা হচ্ছিল৷ Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.