ETV Bharat / state

মালদায় বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় ধৃত দলেরই নেতা - বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা

গত 18 এপ্রিল রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা । এনিয়ে তোলপাড় শুরু হয় জেলায় ।

ধৃত নিতাই মণ্ডল
ধৃত নিতাই মণ্ডল
author img

By

Published : May 1, 2021, 11:30 AM IST

মালদা, 1 মে : মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় দলেরই নেতাকে গ্রেফতার করল পুলিশ । ধৃত নেতা গেরুয়া শিবিরের পুরাতন মালদা গ্রামীণ মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা । গতকাল রাতে নিজের বাড়ি থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হবে ।

18 এপ্রিল রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা । এনিয়ে তোলপাড় শুরু হয় জেলায় । তদন্তে নেমে মালদা থানার পুলিশ জানতে পারে, এটা সুপারি কিলারদের কাজ । পুলিশ ইতিমধ্যে সাতজন সুপারি কিলার গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে । গোপালবাবুকে খুনের জন্য কে সুপারি দিয়েছিল, সেটাই জানার চেষ্টা করছিল পুলিশ । অবশেষে ধৃতদের জেরা করে উঠে আসে সাহাপুর এলাকার বিজেপি নেতা নিতাই মণ্ডলের নাম । গোপালবাবুকে দলীয় প্রার্থী করার ঘটনায় নিতাই মণ্ডলই ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । যদিও অনেক নাটকের পর তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন ।

এই সংক্রান্ত খবর : বিজেপি প্রার্থীকে গুলিকাণ্ডে ছয় সুপারি কিলার গ্রেফতার

গোপালবাবুকে গুলি করার ঘটনায় তৃণমূল প্রথম থেকেই নিতাই মণ্ডলকে সন্দেহ করেছিল । গত 19 তারিখ নিতাইবাবু সাহাপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল করেন । সেদিন তিনি ইটিভি ভারতকে জানিয়েছিলেন, এই ঘটনায় তিনি কোনওভাবেই জড়িত নন । রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল তাঁর নাম জড়াচ্ছে । এই ঘটনায় সেই নিতাই মণ্ডলকেই পুলিশ গ্রেপ্তার করায় শাসকদলের অভিযোগই সত্যি বলে আপাতভাবে প্রমাণিত হল ।

আরও পড়ুন : মালদায় সরকারি হাসপাতালই যেন করোনা সংক্রমণের চারণভূমি

মালদা, 1 মে : মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় দলেরই নেতাকে গ্রেফতার করল পুলিশ । ধৃত নেতা গেরুয়া শিবিরের পুরাতন মালদা গ্রামীণ মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা । গতকাল রাতে নিজের বাড়ি থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হবে ।

18 এপ্রিল রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা । এনিয়ে তোলপাড় শুরু হয় জেলায় । তদন্তে নেমে মালদা থানার পুলিশ জানতে পারে, এটা সুপারি কিলারদের কাজ । পুলিশ ইতিমধ্যে সাতজন সুপারি কিলার গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে । গোপালবাবুকে খুনের জন্য কে সুপারি দিয়েছিল, সেটাই জানার চেষ্টা করছিল পুলিশ । অবশেষে ধৃতদের জেরা করে উঠে আসে সাহাপুর এলাকার বিজেপি নেতা নিতাই মণ্ডলের নাম । গোপালবাবুকে দলীয় প্রার্থী করার ঘটনায় নিতাই মণ্ডলই ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । যদিও অনেক নাটকের পর তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন ।

এই সংক্রান্ত খবর : বিজেপি প্রার্থীকে গুলিকাণ্ডে ছয় সুপারি কিলার গ্রেফতার

গোপালবাবুকে গুলি করার ঘটনায় তৃণমূল প্রথম থেকেই নিতাই মণ্ডলকে সন্দেহ করেছিল । গত 19 তারিখ নিতাইবাবু সাহাপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল করেন । সেদিন তিনি ইটিভি ভারতকে জানিয়েছিলেন, এই ঘটনায় তিনি কোনওভাবেই জড়িত নন । রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল তাঁর নাম জড়াচ্ছে । এই ঘটনায় সেই নিতাই মণ্ডলকেই পুলিশ গ্রেপ্তার করায় শাসকদলের অভিযোগই সত্যি বলে আপাতভাবে প্রমাণিত হল ।

আরও পড়ুন : মালদায় সরকারি হাসপাতালই যেন করোনা সংক্রমণের চারণভূমি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.