ETV Bharat / state

রতুয়ায় ইয়াসিন ভোট লুট করতে এলে আটকাব, হুঙ্কার সমরের - samar mukherjee

আগামী 26 তারিখ সপ্তম দফা নির্বাচনের আগে মালদার রতুয়ায় ভোট লুটের মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন সমর মুখোপাধ্যায় ৷ তিনি জানান, ইয়াসিন যদি ভোট লুট করার চেষ্টা করে তাহলে সর্বশক্তি দিয়ে তা তাঁরা রুখবেন ৷ এর পাল্টা তাঁকে কটাক্ষ করে অবশ্য শেখ ইয়াসিন বলেন, ‘‘চারবারের বিধায়ক হয়েও কোনও কাজ করেননি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিয়ে তিনি ভোটে দাঁড়িয়ে প্রচারে গেলে মানুষ তাঁর গলায় জুতোর মালা পরাবেন ৷ এবারও তাঁকে প্রচারে ঝাড়ু দেখতে হয়েছে ৷’’

নির্বাচনের আগে রতুয়ায় ইয়াসিনকে হুঁশিয়ারি সমরের ৷
নির্বাচনের আগে রতুয়ায় ইয়াসিনকে হুঁশিয়ারি সমরের ৷
author img

By

Published : Apr 24, 2021, 6:32 PM IST

মালদা, 24 এপ্রিল: সপ্তম দফার নির্বাচনী প্রচার শেষ ৷ ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে ৷ ঠিক সেই সময়ই রতুয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রণহুঙ্কার দিয়ে রাখলেন স্থানীয় বিজেপি নেতা শেখ ইয়াসিনকে ৷ জানিয়ে দিলেন, ইয়াসিন ভোট লুট করতে এলে প্রয়োজনে তাঁর দলের লোকজনই ব্যবস্থা নেবেন ৷ এই মন্তব্য করে নির্বাচনকে কার্যত তাতিয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় ৷ এনিয়ে কমিশন কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার ৷

এবার মালদা জেলায় বর্ণময় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রতুয়া কেন্দ্রে ৷ ত্রিমুখী নয়, এই কেন্দ্রে এবার লড়াই চতুর্মুখী ৷ তৃণমূলের সমর মুখোপাধ্যায়, বিজেপির অভিষেক সিংহানিয়া, কংগ্রেসের নাজেমা খাতুনের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে লড়ছেন নির্দল প্রার্থী পায়েল খাতুন ৷ এই পায়েলই চারবারের বিধায়ক সমরবাবুর জয়ের পথে এবার সবচেয়ে বড় কাঁটা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, পায়েল এখনও মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য ৷ তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষও বটে ৷ তাঁর স্বামী শেখ ইয়াসিন একসময় রতুয়ায় তৃণমূল সংগঠন তৈরি করতে বড় ভূমিকা নিয়েছিলেন ৷ দলের টিকিট না পেয়ে তিনি সম্প্রতি বিজেপিতে যোগ দেন ৷ অবশ্য গেরুয়া শিবিরও তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেনি ৷ শেষ পর্যন্ত তাঁর স্ত্রী ফুটবল প্রতীকে এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ প্রতীক বাছাইয়ের ক্ষেত্রেও শেখ ইয়াসিনের মুন্সিয়ানার পরিচয় পাওয়া গিয়েছে বলেই মনে করছে সবাই ৷

নির্বাচনের আগে রতুয়ায় ইয়াসিনকে হুঁশিয়ারি সমরের ৷

সপ্তম দফায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর সমরবাবু অভিযোগ করেন, "মমতা দিদির কিছু অহিতাকাঙ্খী বিজেপিকে মদত দেওয়ার জন্য নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে ৷ শেখ ইয়াসিন একজন সমাজবিরোধী ৷ সে ভোটে প্রার্থী নয় ৷ স্ত্রীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে ৷ সে বাহারালে প্রকাশ্যে ভোট লুটের হুমকি দিয়েছে ৷ প্রশাসন ও কমিশনকে বিষয়টি জানানো সত্ত্বেও তাদের কোনও হেলদোল নেই ৷ আমরা ভোট লুট করতে দেব না ৷ তার জন্য যতরকম শক্তি প্রয়োগ করতে হয় আমরা করব ৷"

অন্যদিকে ইয়াসিন বলেন, "আসলে আমাদের বুড়ো দাদু হেরেই গিয়েছেন ৷ তিনি ভাবছেন, এসব বলে কিছু সহানুভূতি ভোট আদায় করবেন ৷ চারবারের বিধায়ক হয়েও কোনও কাজ করেননি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিয়ে তিনি ভোটে দাঁড়িয়ে প্রচারে গেলে মানুষ তাঁর গলায় জুতোর মালা পরাবেন ৷ এবারও তাঁকে প্রচারে ঝাড়ু দেখতে হয়েছে ৷"

আরও পড়ুন: ভোট মিটতেই চোপড়ায় বিজেপি কর্মীকে মার, কাঠগড়ায় তৃণমূল

মালদা, 24 এপ্রিল: সপ্তম দফার নির্বাচনী প্রচার শেষ ৷ ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে ৷ ঠিক সেই সময়ই রতুয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রণহুঙ্কার দিয়ে রাখলেন স্থানীয় বিজেপি নেতা শেখ ইয়াসিনকে ৷ জানিয়ে দিলেন, ইয়াসিন ভোট লুট করতে এলে প্রয়োজনে তাঁর দলের লোকজনই ব্যবস্থা নেবেন ৷ এই মন্তব্য করে নির্বাচনকে কার্যত তাতিয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় ৷ এনিয়ে কমিশন কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার ৷

এবার মালদা জেলায় বর্ণময় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রতুয়া কেন্দ্রে ৷ ত্রিমুখী নয়, এই কেন্দ্রে এবার লড়াই চতুর্মুখী ৷ তৃণমূলের সমর মুখোপাধ্যায়, বিজেপির অভিষেক সিংহানিয়া, কংগ্রেসের নাজেমা খাতুনের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে লড়ছেন নির্দল প্রার্থী পায়েল খাতুন ৷ এই পায়েলই চারবারের বিধায়ক সমরবাবুর জয়ের পথে এবার সবচেয়ে বড় কাঁটা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, পায়েল এখনও মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য ৷ তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষও বটে ৷ তাঁর স্বামী শেখ ইয়াসিন একসময় রতুয়ায় তৃণমূল সংগঠন তৈরি করতে বড় ভূমিকা নিয়েছিলেন ৷ দলের টিকিট না পেয়ে তিনি সম্প্রতি বিজেপিতে যোগ দেন ৷ অবশ্য গেরুয়া শিবিরও তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেনি ৷ শেষ পর্যন্ত তাঁর স্ত্রী ফুটবল প্রতীকে এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ প্রতীক বাছাইয়ের ক্ষেত্রেও শেখ ইয়াসিনের মুন্সিয়ানার পরিচয় পাওয়া গিয়েছে বলেই মনে করছে সবাই ৷

নির্বাচনের আগে রতুয়ায় ইয়াসিনকে হুঁশিয়ারি সমরের ৷

সপ্তম দফায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর সমরবাবু অভিযোগ করেন, "মমতা দিদির কিছু অহিতাকাঙ্খী বিজেপিকে মদত দেওয়ার জন্য নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে ৷ শেখ ইয়াসিন একজন সমাজবিরোধী ৷ সে ভোটে প্রার্থী নয় ৷ স্ত্রীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে ৷ সে বাহারালে প্রকাশ্যে ভোট লুটের হুমকি দিয়েছে ৷ প্রশাসন ও কমিশনকে বিষয়টি জানানো সত্ত্বেও তাদের কোনও হেলদোল নেই ৷ আমরা ভোট লুট করতে দেব না ৷ তার জন্য যতরকম শক্তি প্রয়োগ করতে হয় আমরা করব ৷"

অন্যদিকে ইয়াসিন বলেন, "আসলে আমাদের বুড়ো দাদু হেরেই গিয়েছেন ৷ তিনি ভাবছেন, এসব বলে কিছু সহানুভূতি ভোট আদায় করবেন ৷ চারবারের বিধায়ক হয়েও কোনও কাজ করেননি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিয়ে তিনি ভোটে দাঁড়িয়ে প্রচারে গেলে মানুষ তাঁর গলায় জুতোর মালা পরাবেন ৷ এবারও তাঁকে প্রচারে ঝাড়ু দেখতে হয়েছে ৷"

আরও পড়ুন: ভোট মিটতেই চোপড়ায় বিজেপি কর্মীকে মার, কাঠগড়ায় তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.