মালদা, 26 এপ্রিল : ভোটের আগের রাতে প্রার্থীর বুথ এজেন্টদের আটক করল পুলিশ ৷ প্রতিবাদে গভীর রাতে থানার সামনে ধর্নায় বসলেন রতুয়া কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন ৷ তাঁর অভিযোগ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়ের কথাতেই পুলিশ তাঁর 7-8 জন বুথ এজেন্টকে আটক করেছে ৷
এবার রতুয়া কেন্দ্রের ভোটে নির্দল প্রার্থী পায়েল খাতুনই প্রধান নিয়ন্ত্রক ৷ সেকথা মেনে নিয়েছে রাজনৈতিক মহল ৷ ভোট ময়দানে তাঁর উপস্থিতিতে স্বস্তিতে নেই কংগ্রেস ও তৃণমূল ৷ ফুটবল প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এই অবস্থায় গতকাল রাতে রতুয়া থানার পুলিশ পায়েলের 7-8 জন বুথ এজেন্টকে থানায় তুলে নিয়ে আসে বলে অভিযোগ ৷ প্রতিবাদে রাত 12টা নাগাদ রতুয়া থানার সামনে ধর্নায় বসেন পায়েল খাতুন ৷
আরও পড়ুন: নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়
নির্দল প্রার্থী পায়েল খাতুনের অভিযোগ, “সমর মুখোপাধ্যায়ের থেকে টাকা খেয়ে রতুয়া থানার আইসি পাড়ায় পাড়ায় গিয়ে চমকাচ্ছে ৷ বলা হচ্ছে নির্দল প্রার্থীকে ভোট দেবেন না ৷ সন্ধেবেলা আমার অফিস ভাঙচুর করেছে পুলিশ ৷ সেই সময় আমার বুথ এজেন্টরা অফিসে ছিলেন ৷ তাঁদের থানায় তুলে নিয়ে এসেছে ৷ কী কারণে তাঁদের ধরা হয়েছে জানতে পারিনি ৷ হার নিশ্চিত জেনে সমর মুখোপাধ্যায়ই এসব করাচ্ছে ৷ প্রতিবাদে ধর্নায় বসেছি ৷ এরপর আমার ভোটারদেরও ধর্নায় নিয়ে আসব ৷”
এই বিষয়ে রতুয়া থানার আইসি সুবীর কর্মকার সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি ৷ ফোন তোলেননি পুলিশ সুপার অলোক রাজোরিয়াও ৷