মালদা, 19 এপ্রিল : আহত দলীয় প্রার্থীর সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ আজ সন্ধ্যার সময় তিনি মালদা মেডিক্যাল কলেজে গিয়ে মালদা কেন্দ্রের আহত প্রার্থী গোপালচন্দ্র সাহার সঙ্গে দেখা করেন ৷ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, আপাতত সুস্থ রয়েছেন গোপালবাবু ৷
মেডিক্যাল থেকে বেরিয়ে সায়ন্তন বলেন, “গোপালদা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৷ তিনি জানিয়েছেন, গতকাল রাতে তিনি যখন ওই পার্টি অফিসে বসেছিলেন, তখন বাইরে থেকে তাঁকে কেউ গুলি করে ৷ প্রথমে তিনি বুঝতেও পারেননি ৷ খানিক পর গায়ে রক্ত ঝরতে শুরু করায় তিনি বিষয়টি বুঝতে পারেন ৷ আগামী কয়েকদিনে মধ্যেই তিনি প্রচারে নামতে পারবেন ৷”
সায়ন্তন আরও বলেন, “পুলিশ নিজের কাজ করছে ৷ সত্য বেরিয়ে আসবেই ৷ হয়তো খানিক অপেক্ষা করতে হবে ৷ গোটা বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে ৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ আমি আজ তাঁকে দেখতে মেডিক্যালে এসেছি ৷ এখানে কোনও রাজনৈতিক বার্তা কিংবা প্রচার করতে আসিনি ৷ তাঁর সুস্থতা কামনা করতে এসেছি ৷”
আরও পড়ুন : করোনা আক্রান্ত তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, গতকাল আক্রান্ত হন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ প্রার্থীর কানের নীচ গুলি লাগে ৷ ঘটনায় গেরুয়া শিবিরের তরফে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ৷