ETV Bharat / state

নির্দলদের টাকার টোপ, মনোনয়ন প্রত্যাহারের আর্জি বিজেপির; ভাইরাল অডিয়ো - নির্দলদের টাকার টোপ বিজেপি

মানিকচক কেন্দ্রে দলীয় প্রার্থীকে পছন্দ না হওয়ায় নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির বিক্ষুব্ধ দুই নেতা ৷ এরই মধ্যে ভাইরাল হল ফোনালাপ ৷ তাতে শোনা যাচ্ছে, বিক্ষুব্ধ নেতাদের মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য মোটা টাকার টোপ দিচ্ছেন এক বিজেপি নেতা ৷

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Apr 15, 2021, 4:48 PM IST

মানিকচক, 15 এপ্রিল : দলের প্রতীকে টিকিট পাননি ৷ আর তাই বেশ কিছু এলাকায় নির্দল প্রার্থী হয়ে ভোটে নেমে পড়েছেন একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতা ৷ আর তাতেই চাপ বাড়ছে পদ্মশিবিরে ৷ বিক্ষুব্ধ নেতারা নির্বাচনী লড়াইয়ে নেমে পড়ায় ভোট ব্যাঙ্ক চাপ বাড়ার আশঙ্কা করছে বিজেপি ৷ মাঝে মাঝেই এমন কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ সেই কারণেই কি এবার সেই নির্দলদের টাকার টোপ দিয়ে আবেদন করা হচ্ছে মনোনয়ন তুলে নিতে ? ভাইরাল দু'টি অডিয়ো টেপ ফের একবার সেই কানাঘুষোকেই উস্কে দিল ৷

যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, দাবি করা হচ্ছে সেটি মালদার মানিকচকের ৷ মানিকচক কেন্দ্রে দলীয় প্রার্থীকে পছন্দ না হওয়ায় নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির বিক্ষুব্ধ দুই নেতা ৷ এই দুই গোঁজ প্রার্থী এবারের ভোটে বিজেপির জয়ের রাস্তায় কাঁটা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এরই মধ্যে এক প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য ফোনে দু’তিন লাখ টাকা অফার করছেন বিজেপির স্থানীয় এক নেতা ৷

শুধু তাই নয়, তিনি আর এক গোঁজ প্রার্থীকেও ফোনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন ৷ এমনই দুটি অডিয়ো ক্লিপ ভোটের মুখে শোরগোল ফেলেছে জেলায় ৷ যদিও ইটিভি ভারত সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ৷

ভাইরাল হওয়া ফোনালাপে নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আর্জি জানাচ্ছেন বিজেপি নেতা

আরও পড়ুন : টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কসবায়

অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ মিশ্র ওই কেন্দ্রের নির্দল প্রার্থী ডালিম মণ্ডলকে ফোন করছেন ৷ ফোনে তিনি বলছেন, প্রার্থীপদ প্রত্যাহার করা হলে তিনি ডালিমবাবুকে দু’তিন লাখ টাকা দেবেন ৷ যদিও ডালিমবাবু ও তাঁর সহযোগীরা টাকার অফার প্রত্যাখ্যান করেছেন ৷ উল্টে তাঁরা অভিজিতবাবুকে প্রশ্ন করছেন, তিনি কত টাকা ঘুষ নিয়েছেন ৷ তাঁরা দু’জনেই ফোনে বলছেন, মানিকচকের দলীয় প্রার্থী কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত ৷ তাঁকে হারাতেই তাঁরা ভোটে প্রার্থী হয়েছেন ৷

এনিয়ে মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, এসব ব্যাপারে তাঁর কিছু জানা নেই ৷ দল তাঁকে প্রার্থী করেছে ৷ তিনি জয়ের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছেন ৷ অনিলবাবু জানিয়েছেন, তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী৷ দলকে বাঁচাতেই তিনি ভোটে প্রার্থী হয়েছেন ৷ তিনি গৌরবাবুকে কিছুতেই জিততে দেবেন না ৷ একই বক্তব্য এলাকার কিষান জাতির প্রতিনিধি ডালিমবাবুরও ৷ এদিকে অভিজিৎবাবু জানিয়েছেন, এই অডিয়ো ক্লিপ ভুয়ো ৷ এখানে যাঁর গলা শোনা যাচ্ছে, তা তিনি নন ৷ তাঁর স্বর নকল করে অন্য কেউ ফোনে কথা বলেছে ৷ যদিও মনোনয়ন পর্বের শেষেও মানিকচক কেন্দ্রে প্রার্থী হিসাবে বহাল রয়েছেন অনিলচন্দ্র মণ্ডল ও ডালিম মণ্ডল ৷

মানিকচক, 15 এপ্রিল : দলের প্রতীকে টিকিট পাননি ৷ আর তাই বেশ কিছু এলাকায় নির্দল প্রার্থী হয়ে ভোটে নেমে পড়েছেন একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতা ৷ আর তাতেই চাপ বাড়ছে পদ্মশিবিরে ৷ বিক্ষুব্ধ নেতারা নির্বাচনী লড়াইয়ে নেমে পড়ায় ভোট ব্যাঙ্ক চাপ বাড়ার আশঙ্কা করছে বিজেপি ৷ মাঝে মাঝেই এমন কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ সেই কারণেই কি এবার সেই নির্দলদের টাকার টোপ দিয়ে আবেদন করা হচ্ছে মনোনয়ন তুলে নিতে ? ভাইরাল দু'টি অডিয়ো টেপ ফের একবার সেই কানাঘুষোকেই উস্কে দিল ৷

যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, দাবি করা হচ্ছে সেটি মালদার মানিকচকের ৷ মানিকচক কেন্দ্রে দলীয় প্রার্থীকে পছন্দ না হওয়ায় নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির বিক্ষুব্ধ দুই নেতা ৷ এই দুই গোঁজ প্রার্থী এবারের ভোটে বিজেপির জয়ের রাস্তায় কাঁটা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এরই মধ্যে এক প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য ফোনে দু’তিন লাখ টাকা অফার করছেন বিজেপির স্থানীয় এক নেতা ৷

শুধু তাই নয়, তিনি আর এক গোঁজ প্রার্থীকেও ফোনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন ৷ এমনই দুটি অডিয়ো ক্লিপ ভোটের মুখে শোরগোল ফেলেছে জেলায় ৷ যদিও ইটিভি ভারত সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ৷

ভাইরাল হওয়া ফোনালাপে নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আর্জি জানাচ্ছেন বিজেপি নেতা

আরও পড়ুন : টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কসবায়

অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ মিশ্র ওই কেন্দ্রের নির্দল প্রার্থী ডালিম মণ্ডলকে ফোন করছেন ৷ ফোনে তিনি বলছেন, প্রার্থীপদ প্রত্যাহার করা হলে তিনি ডালিমবাবুকে দু’তিন লাখ টাকা দেবেন ৷ যদিও ডালিমবাবু ও তাঁর সহযোগীরা টাকার অফার প্রত্যাখ্যান করেছেন ৷ উল্টে তাঁরা অভিজিতবাবুকে প্রশ্ন করছেন, তিনি কত টাকা ঘুষ নিয়েছেন ৷ তাঁরা দু’জনেই ফোনে বলছেন, মানিকচকের দলীয় প্রার্থী কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত ৷ তাঁকে হারাতেই তাঁরা ভোটে প্রার্থী হয়েছেন ৷

এনিয়ে মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, এসব ব্যাপারে তাঁর কিছু জানা নেই ৷ দল তাঁকে প্রার্থী করেছে ৷ তিনি জয়ের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছেন ৷ অনিলবাবু জানিয়েছেন, তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী৷ দলকে বাঁচাতেই তিনি ভোটে প্রার্থী হয়েছেন ৷ তিনি গৌরবাবুকে কিছুতেই জিততে দেবেন না ৷ একই বক্তব্য এলাকার কিষান জাতির প্রতিনিধি ডালিমবাবুরও ৷ এদিকে অভিজিৎবাবু জানিয়েছেন, এই অডিয়ো ক্লিপ ভুয়ো ৷ এখানে যাঁর গলা শোনা যাচ্ছে, তা তিনি নন ৷ তাঁর স্বর নকল করে অন্য কেউ ফোনে কথা বলেছে ৷ যদিও মনোনয়ন পর্বের শেষেও মানিকচক কেন্দ্রে প্রার্থী হিসাবে বহাল রয়েছেন অনিলচন্দ্র মণ্ডল ও ডালিম মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.