মালদা, 8 এপ্রিল : নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে প্রথমবার পা রাখলেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ৷ আজ মালতিপুর কেন্দ্রের দলীয় প্রার্থী মতিউর রহমানের সমর্থনে তিনি জালালপুর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আজ মূলত তৃণমূলকেই আক্রমণের নিশানা করেন ৷ তবে বিজেপি ও বাম-কংগ্রেসের বিরুদ্ধেও আজ বক্তব্য রাখেন তিনি ৷
এবারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে ছ’টি আসনে প্রার্থী দিয়েছে মিম ৷ তার মধ্যে একটি মালতিপুর ৷ কথা থাকলেও রতুয়া কেন্দ্রে মিম প্রার্থী দেয়নি ৷ আজ বক্তব্য রাখতে গিয়ে ওয়েইসি বাংলার মুসলমানদের পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তোলেন ৷ উপস্থিত সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেন, “গত 60 বছর ধরে আপনারা কখনও কংগ্রেস, কখনও বাম, কখনও বা তৃণমূলকে ভোট দিয়েছেন ৷ তিন দলকেই দেখেছেন ৷ এরা আপনাদের সার্বিক উন্নয়ন, আপনাদের ছেলেমেয়েদের জন্য স্কুল-কলেজ, চাকরি, হাসপাতাল নির্মাণ সহ অনেক আশ্বাস দিয়েছে ৷ কিন্তু এসবের কিছুই হয়নি ৷ আর আজ যখন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এই রাজ্যের নির্বাচনে মাত্র ছ’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ব্যাথা, বাম-কংগ্রেসের পেটে ব্যাথা শুরু হয়েছে ৷ আর নরেন্দ্র মোদির ঘুম উড়ে গিয়েছে ৷ এই রাজ্যে মুসলমানদের সঙ্গে কখনও সঠিক আচরণ করা হয়নি ৷"
তিনি আরও বলেন, "ভারতের সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার পাওয়ার কথা ৷ কিন্তু দেখা যাচ্ছে, এই দেশে যারা মন্ত্রী হয়েছে, তাদেরই লাভ হয়েছে ৷ বাংলায় মুসলমানদের যা অধিকার পাওয়ার কথা, তা মেলেনি ৷ এই রাজ্যের 6 থেকে 14 বছরের 15 শতাংশ মুসলিম ছেলেমেয়ে স্কুল যেতে পারে না ৷ কারণ, কংগ্রেস কিংবা তৃণমূল আপনাদের ছেলেমেয়ের জন্য স্কুল বানায়নি ৷ রাজ্যের অন্য জেলাগুলির তুলনায় মালদা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সংখ্যা সবচেয়ে কম ৷ এই রাজ্যের 80 শতাংশ মুসলমান মাসে মাত্র পাঁচ হাজার টাকা রোজগার করে ৷ 39 শতাংশ মুসলমান মাসে আড়াই হাজার টাকা আর মাত্র তিন শতাংশ মুসলমান মাসে 15 হাজার টাকা রোজগার করে ৷ এখানে পর্যাপ্ত হাসপাতাল নে ই৷ এই অবস্থায় কোন মুখে কংগ্রেস কিংবা তৃণমূল আপনাদের কাছে ভোট চাইতে আসে ?”
মিম প্রধান আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷ বলেন, “আমরা নাকি ভোট কাটার রাজনীতি করি ৷ গত লোকসভা নির্বাচনে আমরা এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করিনি ৷ অথচ ওই ভোটে এই রাজ্যে বিজেপি 18 টি আসনে জিতেছে ৷ উত্তর মালদা কেন্দ্রে মৌসম নুরও হেরে গিয়েছেন ৷ কেন এখানে বিজেপি জিতল ? আমরা তো এখানে ছিলাম না ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকই মৌসমকে হারিয়েছে ৷ এখন মমতা বলছেন, ওয়াইসি রাজ্যে কেন আসছেন ? আমি এসেছি, আবার আসব ৷ আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, এবার এই কেন্দ্রে আপনারা আমাদের প্রার্থীকে জেতান ৷"
আজ মিমের সভায় বেশ কয়েক হাজার সংখ্যালঘু মানুষ অংশগ্রহণ করে ৷ এতে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস ও তৃণমূল ৷ কারণ, এই কেন্দ্রের মোট ভোটারের সিংহভাগই সংখ্যালঘু ৷ মিম ভোট কাটলে এই দুই দলেরই কাটবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷