মালদা, 29 অক্টোবর : পুরাতন মালদার একটি পেট্রল পাম্পে হামলা চালাল এক দুষ্কৃতী ৷ অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট ওই দুষ্কৃতী 50 হাজার টাকা দাবি করে ৷ তা দিতে অস্বীকার করায় পেট্রল পাম্পে হামলা চালানো হয় ৷ এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷
অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট অঞ্জন হালদার নামে এক দুষ্কৃতী পুরাতন মালদার একটি পেট্রল পাম্পের মালিকের থেকে 50 হাজার টাকা তোলা দাবি করে ৷ তা দিতে অস্বীকার করায় সে পেট্রল পাম্পে হামলা চালায় ৷ পাম্পের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ পরে লোহার রড দিয়ে পাম্পে ভাঙচুর করে ৷ থানায় অভিযোগ জানালে প্রাণে মারার হুমকিও দেয় অঞ্জন ৷ পাম্পের মালিক মালদা থানায় অভিযোগ দায়ের করেন ৷
উজ্জ্বল সাহা নামে মালদা জেলার এক ব্যবসায়ী এবিষয়ে বলেন, "আজ পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি পেট্রল পাম্পে এক দুষ্কৃতী হামলা চালায় ৷ মালদা জেলার কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুষ্কৃতী হামলা আমরা বরদাস্ত করব না ৷ আমরা জেলা পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হচ্ছি ৷ এধরনের দুষ্কৃতী হামলার প্রতিবাদে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি ৷"
মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷