ETV Bharat / state

BJP নেতার উপর হামলায় অভিযুক্ত তৃণমূল, পালটা অভিযোগ

author img

By

Published : Apr 21, 2019, 8:26 PM IST

Updated : Apr 22, 2019, 12:02 AM IST

BJP-র সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক ইমরান খানের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দলীয় কর্মীকে মারধরের পালটা অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব । উভয়পক্ষই মানিকচক থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

মালদা, 21 এপ্রিল : BJP-র সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক ইমরান খানের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দলীয় কর্মীকে মারধরের পালটা অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচকের বড়বাগান এলাকায় । এই ঘটনায় উভয়পক্ষ মানিকচক থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

প্রচারের শেষ দিনে ইমরান খান মানিকচকের BJP-র দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান । অভিযোগ, বড়বাগান এলাকার কুরবানিটোলাতে তৃণমূলের বাইকবাহিনী তাঁদের পথ আটকায় । তৃণমূলের কর্মীরা ইমরান খানকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ । ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতেও । অপরদিকে, BJP-র বিরুদ্ধে দলীয় কর্মীকে পালটা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব । উভয়পক্ষ মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে ।

শুনুন BJP নেতার বক্তব্য

মানিকচকের BJP নেতা সুভাষ যাদব বলেন, "আজ দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে মানিকচকের কুরবানিটোলা যান মালদা জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক ইমরান খান । তৃণমূল আশ্রিত স্থানীয় দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করে । তাঁকে লোহার রড দিয়ে মারধর করে । কোনওরকমে ইমরান খান মানিকচক থানায় পালিয়ে আসেন । দক্ষিণ মালদা কেন্দ্রে BJP-র পাল্লা ভারী । BJP-কে যেকোনও প্রকারে হারানোর জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । এই ঘটনায় আমরা মানিকচক থানায় সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি ।"

শুনুন তৃণমূল কর্মীর বক্তব্য

মানিকচকের তৃণমূল কর্মী আবদুল আলিম বলেন, "আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে BJP-র একটি গাড়ি আমার মোটরবাইকের সামনে দাঁড়ায় । লোহার রড, হাঁসুয়া নিয়ে আমাকে আক্রমণ করে । হাঁসুয়ার কোপ থেকে কোনওমতে আমি বেঁচে যাই । তারা আমার গলা চেপে ধরে । আমাকে লক্ষ্য করে একটি বোতল ছোড়ে । আমি চিৎকার করায় স্থানীয় মানুষজন এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে । তারা গাড়ি থেকে একটি পিস্তল বের করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । আমি মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি । আমি তৃণমূলের কর্মী হওয়ায় আমার উপরে এই হামলা চালানো হয়েছে । গ্রামবাসী বা আমি কোনও গাড়ি ভাঙচুর হতে দেখিনি । BJP কর্মীরা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে ।" মানিকচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

মালদা, 21 এপ্রিল : BJP-র সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক ইমরান খানের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দলীয় কর্মীকে মারধরের পালটা অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচকের বড়বাগান এলাকায় । এই ঘটনায় উভয়পক্ষ মানিকচক থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

প্রচারের শেষ দিনে ইমরান খান মানিকচকের BJP-র দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান । অভিযোগ, বড়বাগান এলাকার কুরবানিটোলাতে তৃণমূলের বাইকবাহিনী তাঁদের পথ আটকায় । তৃণমূলের কর্মীরা ইমরান খানকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ । ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতেও । অপরদিকে, BJP-র বিরুদ্ধে দলীয় কর্মীকে পালটা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব । উভয়পক্ষ মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে ।

শুনুন BJP নেতার বক্তব্য

মানিকচকের BJP নেতা সুভাষ যাদব বলেন, "আজ দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে মানিকচকের কুরবানিটোলা যান মালদা জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক ইমরান খান । তৃণমূল আশ্রিত স্থানীয় দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করে । তাঁকে লোহার রড দিয়ে মারধর করে । কোনওরকমে ইমরান খান মানিকচক থানায় পালিয়ে আসেন । দক্ষিণ মালদা কেন্দ্রে BJP-র পাল্লা ভারী । BJP-কে যেকোনও প্রকারে হারানোর জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । এই ঘটনায় আমরা মানিকচক থানায় সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি ।"

শুনুন তৃণমূল কর্মীর বক্তব্য

মানিকচকের তৃণমূল কর্মী আবদুল আলিম বলেন, "আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে BJP-র একটি গাড়ি আমার মোটরবাইকের সামনে দাঁড়ায় । লোহার রড, হাঁসুয়া নিয়ে আমাকে আক্রমণ করে । হাঁসুয়ার কোপ থেকে কোনওমতে আমি বেঁচে যাই । তারা আমার গলা চেপে ধরে । আমাকে লক্ষ্য করে একটি বোতল ছোড়ে । আমি চিৎকার করায় স্থানীয় মানুষজন এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে । তারা গাড়ি থেকে একটি পিস্তল বের করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । আমি মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি । আমি তৃণমূলের কর্মী হওয়ায় আমার উপরে এই হামলা চালানো হয়েছে । গ্রামবাসী বা আমি কোনও গাড়ি ভাঙচুর হতে দেখিনি । BJP কর্মীরা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে ।" মানিকচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

রায়গঞ্জ, ২০ এপ্রিল, প্রসুন মৈত্র : ভোটের দিন গোয়ালপোখরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই দুস্কৃতীকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতরা হল সাকির আলম ও অজয়৷ ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ১৮ ই এপ্রিল রায়গঞ্জ লোকসভার ভোটগ্রহনের দিন গোয়ালপোখরের লোহাগাছি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের বুথে দুস্কৃতীরা ভোটারদের হাতে কালি লাগিয়ে স্লিপ ও এপিক কার্ড নিয়ে নিচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। এই খবর পেয়ে এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে একটি বৈদ্যুতীন মাধ্যমের সাংবাদিককে ব্যাপক মারধর করার পাশাপাশি তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালপোখর থানার পুলিশ ভেন্ডাবাড়ি এলাকার মিলিক ফুলবাড়ি গ্রাম থেকে সাকির ও অজয় নামে দুই দুস্কৃতীকে গ্রেপ্তার করে। আজ তাদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
Last Updated : Apr 22, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.