ETV Bharat / state

চাঁচলে খেলতে গিয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু - মৃত্যু দুই শিশুর

অভিজিৎ ও সোম বাড়ির সামনে খেলছিল । সেই সময় কোনওভাবে বাড়ির কাছের জলাশয়ে পড়ে যায় তারা । কিছু সময় পড়ে ওই জলাশয়ে সোমের মৃতদেহ ভেসে ওঠে । খানিক পরে ভেসে ওঠে অভিজিতের মৃতদেহ ।

at-chanchal-2-children-died-after-fell-into-a-pond-while-playing
at-chanchal-2-children-died-after-fell-into-a-pond-while-playing
author img

By

Published : Jun 27, 2021, 3:48 PM IST

মালদা, 27 জুন: বাড়ির সামনে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর । মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল 2 নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে ।

মৃত দুই শিশুর নাম অভিজিৎ ভুঁইয়া (3) ও সোম ঠাকুর (4) । অভিজিতের বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর পেশায় কৃষিজীবী । আজ সকালে অভিজিৎ ও সোম বাড়ির সামনে খেলছিল । সেই সময় কোনওভাবে বাড়ির কাছের জলাশয়ে পড়ে যায় তারা । কিছু সময় পড়ে ওই জলাশয়ে সোমের মৃতদেহ ভেসে ওঠে । খানিক পরে ভেসে ওঠে অভিজিতের মৃতদেহও । ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নামে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সি ।

স্থানীয় বাসিন্দা অজিত সিংহ বলেন, “মিল থেকে আসছিলাম । দেখি পুকুর পাড়ে ভিড় । এগিয়ে গিয়ে দেখি, একটি শিশুর মৃতদেহ ভেসে রয়েছে । 15-20 মিনিট পর আরও এক শিশুর দেহ ভেসে ওঠে জলে ।”

চাঁচলে জলাশয়ে পড়ে মৃত্যু দুই শিশুর

আরও পড়ুন: জলে ডুবে ছেলের মৃত্যু, খবর পেয়েই হৃদরোগে মৃত বাবা

বিধায়ক আবদুর রহিম বক্সি বলেন, “মর্মান্তিক ঘটনা । শ্যাম ঠাকুর ও বিপুল ভুঁইয়ার দুই সন্তানের জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে । আমরা ওই পরিবারের পাশে আছি । বিডিও, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে । দুই পরিবারকে সবরকম সরকারি সহযোগিতা দেওয়ার চেষ্টা করব ।”

মালদা, 27 জুন: বাড়ির সামনে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর । মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল 2 নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে ।

মৃত দুই শিশুর নাম অভিজিৎ ভুঁইয়া (3) ও সোম ঠাকুর (4) । অভিজিতের বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর পেশায় কৃষিজীবী । আজ সকালে অভিজিৎ ও সোম বাড়ির সামনে খেলছিল । সেই সময় কোনওভাবে বাড়ির কাছের জলাশয়ে পড়ে যায় তারা । কিছু সময় পড়ে ওই জলাশয়ে সোমের মৃতদেহ ভেসে ওঠে । খানিক পরে ভেসে ওঠে অভিজিতের মৃতদেহও । ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নামে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সি ।

স্থানীয় বাসিন্দা অজিত সিংহ বলেন, “মিল থেকে আসছিলাম । দেখি পুকুর পাড়ে ভিড় । এগিয়ে গিয়ে দেখি, একটি শিশুর মৃতদেহ ভেসে রয়েছে । 15-20 মিনিট পর আরও এক শিশুর দেহ ভেসে ওঠে জলে ।”

চাঁচলে জলাশয়ে পড়ে মৃত্যু দুই শিশুর

আরও পড়ুন: জলে ডুবে ছেলের মৃত্যু, খবর পেয়েই হৃদরোগে মৃত বাবা

বিধায়ক আবদুর রহিম বক্সি বলেন, “মর্মান্তিক ঘটনা । শ্যাম ঠাকুর ও বিপুল ভুঁইয়ার দুই সন্তানের জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে । আমরা ওই পরিবারের পাশে আছি । বিডিও, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে । দুই পরিবারকে সবরকম সরকারি সহযোগিতা দেওয়ার চেষ্টা করব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.