ETV Bharat / state

Asha Karmi Strike: দাবি পূরণে উদাসীন প্রশাসন ! রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু আশাকর্মীদের

একগুচ্ছ দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলেন আশাকর্মীরা (Asha Karmi) ৷ বুধবার থেকে রাজ্যজুড়ে কর্মবিরতি (Strike) শুরু করলেন তাঁরা ৷

Asha Karmi Strike for indefinite time in various demands
Asha Karmi Strike: দাবি পূরণে উদাসীন প্রশাসন ! রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু আশাকর্মীদের
author img

By

Published : Aug 3, 2022, 7:20 PM IST

চাঁচল, 3 অগস্ট: অযথা হয়রানি বন্ধ করা, স্বাস্থ্যকর্মীদের সমতুল্য মর্যাদা দেওয়া এবং সাম্মানিক ও ভাতা বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি (Strike) শুরু করলেন আশাকর্মীরা (Asha Karmi)। রাজ্যজুড়ে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷ এদিন মালাদার (Malda) চাঁচলে অবস্থান বিক্ষোভে শামিল হন 200 জনেরও বেশি আশাকর্মী ৷ কর্মবিরতির প্রথম দিনে তাঁরা চাঁচল স্টেডিয়াম থেকে একটি মিছিল বের করেন ৷ সেই মিছিল সমগ্র চাঁচল প্রদক্ষিণ করে ৷

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের মালদা শাখার জেলা সম্পাদক মেহবুবা খাতুন বলেন, "আমরা বেতন পাই না ৷ বদলে আমাদের শর্তসাপেক্ষে 'ইনসেনটিভ' দেওয়া হয় ৷ কিন্তু সেটাও ঠিকমতো পাই না ৷ আটটি কিস্তিতে আমাদের টাকা দেওয়া হয় ৷ কোনও দিন 150 টাকা, কোনও দিন 50 টাকা, আবার কোনও দিন 30 টাকা দেওয়া হয় ৷ কেন এমন করা হচ্ছে, সেটাও আমরা জানি না। আমাদের দাবি, সমস্ত ইনসেনটিভ একসঙ্গে দিতে হবে ৷ মাসে ন্যূনতম 21 হাজার টাকা বেতন দিতে হবে, স্বাস্থ্যকর্মীর সমতুল্য মর্যাদা দিতে হবে ৷ নানা কারণে আশাকর্মীদের হেনস্থা করা হয় ৷ তা বন্ধ করতে হবে ৷ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৷ আমরা আমাদের দাবি বহুবার জানিয়েছি ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়েই আজ থেকে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করলাম আমরা ৷ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ৷"

দাবি আদায়ে অনড় আশাকর্মীরা ৷

আরও পড়ুন: Asha worker faces harassment : ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা খোঁজ নিতে গিয়ে হেনস্থার মুখে আশা কর্মী

এদিকে, আশাকর্মীদের এই কর্মবিরতির জেরে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

চাঁচল, 3 অগস্ট: অযথা হয়রানি বন্ধ করা, স্বাস্থ্যকর্মীদের সমতুল্য মর্যাদা দেওয়া এবং সাম্মানিক ও ভাতা বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি (Strike) শুরু করলেন আশাকর্মীরা (Asha Karmi)। রাজ্যজুড়ে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷ এদিন মালাদার (Malda) চাঁচলে অবস্থান বিক্ষোভে শামিল হন 200 জনেরও বেশি আশাকর্মী ৷ কর্মবিরতির প্রথম দিনে তাঁরা চাঁচল স্টেডিয়াম থেকে একটি মিছিল বের করেন ৷ সেই মিছিল সমগ্র চাঁচল প্রদক্ষিণ করে ৷

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের মালদা শাখার জেলা সম্পাদক মেহবুবা খাতুন বলেন, "আমরা বেতন পাই না ৷ বদলে আমাদের শর্তসাপেক্ষে 'ইনসেনটিভ' দেওয়া হয় ৷ কিন্তু সেটাও ঠিকমতো পাই না ৷ আটটি কিস্তিতে আমাদের টাকা দেওয়া হয় ৷ কোনও দিন 150 টাকা, কোনও দিন 50 টাকা, আবার কোনও দিন 30 টাকা দেওয়া হয় ৷ কেন এমন করা হচ্ছে, সেটাও আমরা জানি না। আমাদের দাবি, সমস্ত ইনসেনটিভ একসঙ্গে দিতে হবে ৷ মাসে ন্যূনতম 21 হাজার টাকা বেতন দিতে হবে, স্বাস্থ্যকর্মীর সমতুল্য মর্যাদা দিতে হবে ৷ নানা কারণে আশাকর্মীদের হেনস্থা করা হয় ৷ তা বন্ধ করতে হবে ৷ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৷ আমরা আমাদের দাবি বহুবার জানিয়েছি ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়েই আজ থেকে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করলাম আমরা ৷ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ৷"

দাবি আদায়ে অনড় আশাকর্মীরা ৷

আরও পড়ুন: Asha worker faces harassment : ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা খোঁজ নিতে গিয়ে হেনস্থার মুখে আশা কর্মী

এদিকে, আশাকর্মীদের এই কর্মবিরতির জেরে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.