ETV Bharat / state

করোনা আবহে কাজ হারানো মানুষের সাহায্যে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগ মা কিচেন - Maa kitchen at old Malda municipality

গতকাল দুপুরে মা কিচেনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ ৷ তিনি জানান, এখানে কুপন সংগ্রহ করতে হবে ৷ কুপন দেখালেই মিলবে ভাত-ডাল-তরকারি-ডিম ইত্যদি খাবার ৷ মূল্য মাত্র পাঁচ টাকা ৷

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগ মা কিচেন
পুরাতন মালদা পৌরসভার উদ্যোগ মা কিচেন
author img

By

Published : Jun 10, 2021, 8:06 AM IST

মালদা, 10 জুন : করোনা সংক্রমণ রুখতে কড়া হাতে ময়দানে নেমেছে প্রশাসন ৷ বাজার-হাট-দোকান খোলা থাকছে মাত্র কয়েকঘণ্টা ৷ এই পরিস্থিতিতে সংসার চালানোর মতো মজুরি উপার্জন করতে পারছেন না বহু দিন আনা দিন খাওয়া শ্রমিক ৷ এবার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াল পুরাতন মালদা পৌরসভা ৷ তাদের জন্য স্থানীয় চৌরঙ্গি মোড়ে চালু করা হয়েছে মা কিচেন ৷ গতকাল থেকে এই রান্নাঘর চালু করা হয়েছে ৷ পাঁচ টাকার বিনিময়ে মা কিচেন থেকে মিলছে ভাত-ডাল-তরকারি-ডিম ৷

গতকাল দুপুরে মা কিচেনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ ৷ উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অসীম ঘোষ, পৌর প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য বৈশিষ্ঠ ত্রিবেদী, মঙ্গলবাড়ি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক হারাধন দেব সহ আরও অনেকে ৷

আরও পড়ুন, মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

কার্তিকবাবু বলেন,“রাজ্য সরকারের নির্দেশে ও পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে চৌরঙ্গি মোড়ে মা কিচেন চালু করা হল ৷ করোনা আবহে অনেকেই কাজ হারিয়েছেন ৷ কীভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছেন না ৷ এইসব মানুষের পাশে দাঁড়াতেই এই কিচেনের ব্যবস্থা ৷ এখানে এসে সবাই কুপন সংগ্রহ করবেন ৷ সেই কুপন দেখিয়ে এখান থেকে ভাত-ডাল-তরকারি-ডিম প্রভৃতি খাবার সংগ্রহ করবেন ৷ এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিদিন প্রায় 400 মানুষের রান্না করা হবে ৷ করোনা আবহে এই পরিষেবা চালানো হবে ৷”

মালদা, 10 জুন : করোনা সংক্রমণ রুখতে কড়া হাতে ময়দানে নেমেছে প্রশাসন ৷ বাজার-হাট-দোকান খোলা থাকছে মাত্র কয়েকঘণ্টা ৷ এই পরিস্থিতিতে সংসার চালানোর মতো মজুরি উপার্জন করতে পারছেন না বহু দিন আনা দিন খাওয়া শ্রমিক ৷ এবার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াল পুরাতন মালদা পৌরসভা ৷ তাদের জন্য স্থানীয় চৌরঙ্গি মোড়ে চালু করা হয়েছে মা কিচেন ৷ গতকাল থেকে এই রান্নাঘর চালু করা হয়েছে ৷ পাঁচ টাকার বিনিময়ে মা কিচেন থেকে মিলছে ভাত-ডাল-তরকারি-ডিম ৷

গতকাল দুপুরে মা কিচেনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ ৷ উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অসীম ঘোষ, পৌর প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য বৈশিষ্ঠ ত্রিবেদী, মঙ্গলবাড়ি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক হারাধন দেব সহ আরও অনেকে ৷

আরও পড়ুন, মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

কার্তিকবাবু বলেন,“রাজ্য সরকারের নির্দেশে ও পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে চৌরঙ্গি মোড়ে মা কিচেন চালু করা হল ৷ করোনা আবহে অনেকেই কাজ হারিয়েছেন ৷ কীভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছেন না ৷ এইসব মানুষের পাশে দাঁড়াতেই এই কিচেনের ব্যবস্থা ৷ এখানে এসে সবাই কুপন সংগ্রহ করবেন ৷ সেই কুপন দেখিয়ে এখান থেকে ভাত-ডাল-তরকারি-ডিম প্রভৃতি খাবার সংগ্রহ করবেন ৷ এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিদিন প্রায় 400 মানুষের রান্না করা হবে ৷ করোনা আবহে এই পরিষেবা চালানো হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.