শিলিগুড়ি, 24 ফেব্রুয়ারি : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজ্য সরকার । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে ৷ ইতিমধ্যে গঠন করা হয়েছে সার্চ কমিটি । প্রক্রিয়াও শুরু হয়েছে । কয়েক মাস আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন পদত্যাগ করেন । তাঁর পদত্যাগপত্র গৃহীত না হলেও তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি ।
আজ উত্তরকন্যায় উত্তরবঙ্গের 74টি কলেজ, 8টি সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাওয়া হলে পার্থবাবু জানান, "বৈঠকে উত্তরবঙ্গের একাধিক কলেজের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । সেই সঙ্গে সমস্যা সমাধানের ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে । উত্তরবঙ্গের যে সব কলেজে স্থায়ী অধ্যক্ষ নেই সেখানে অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে । পাশাপাশি কলেজের পঠন-পাঠনের মান উন্নত করতেও বিশেষ নজর দেওয়া হবে ।"
উত্তরববঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "রাজভবনের সঙ্গে একটি সমস্যা তৈরি হয়েছিল । সেই সমস্যার সমাধান হয়েছে ৷ আশা করছি কয়েকদিনের মধ্যেই একজন অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ সার্চ কমিটি কাজ শুরু করেছে ৷" উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা তো আমার ব্যাপার ৷ সংবাদমাধ্যমের বিষয় নয় ৷ কী হবে কী হবে না সেটা আমরা ঠিক করব ৷ যা আইনে আছে তাই হবে ৷"