ETV Bharat / state

মালদায় গ্রেপ্তার জালনোট পাচারচক্রের আরও এক পাণ্ডা

ধৃত ব্যক্তির নাম সেলিম শেখ ৷ বাড়ি বৈষ্ণবনগরের দেওনাপুরের ঘোষালটোলা এলাকায় ৷ সেলিম দীর্ঘদিন ধরে জালনোট পাচারচক্রের সঙ্গে যুক্ত ৷

Malda news
Malda news
author img

By

Published : Oct 7, 2020, 10:49 PM IST

মালদা, 7 অক্টোবর : জালনোট পাচারচক্রের আরও এক পাণ্ডাকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিকে ট্রানজ়িট রিমান্ডে পটনা নিয়ে যাচ্ছে NIA ৷ যদিও এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হননি NIA কর্তারা ৷

বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সেলিম শেখ ৷ বাড়ি বৈষ্ণবনগরের দেওনাপুরের ঘোষালটোলা এলাকায় ৷ সেলিম দীর্ঘদিন ধরে জালনোট পাচারচক্রের সঙ্গে যুক্ত ৷ ধৃত ব্যক্তি জালনোট পাচারচক্রের মোস্ট ওয়ান্টেড হিসেবে পুলিশের কাছে পরিচিত ছিল ৷ ধৃতের বিরুদ্ধে পটনা কোর্ট থেকে ওয়ারেন্টও জারি ছিল ৷ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে গোপন ডেরা থেকে সেলিমকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ আজ ধৃত ব্যক্তিকে ট্রানজ়িট রিমান্ডে পটনা নিয়ে যাচ্ছে NIA-র একটি দল ৷

ভৌগলিক অবস্থানের জন্য পাচারাকারীদের কাছে করিডর হয়ে উঠেছে মালদা জেলা ৷ জেলার এক সীমান্তে বাংলাদেশ, অন্যদিকে বিহার ৷ পাশাপাশি জেলার বেশ কিছু সীমান্ত এলাকায় কাঁটাতার নেই ৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা মাদক ও জালনোট পাচারের জন্য ব্যবহার করে মালদা জেলাকেই ৷

মালদা, 7 অক্টোবর : জালনোট পাচারচক্রের আরও এক পাণ্ডাকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিকে ট্রানজ়িট রিমান্ডে পটনা নিয়ে যাচ্ছে NIA ৷ যদিও এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হননি NIA কর্তারা ৷

বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সেলিম শেখ ৷ বাড়ি বৈষ্ণবনগরের দেওনাপুরের ঘোষালটোলা এলাকায় ৷ সেলিম দীর্ঘদিন ধরে জালনোট পাচারচক্রের সঙ্গে যুক্ত ৷ ধৃত ব্যক্তি জালনোট পাচারচক্রের মোস্ট ওয়ান্টেড হিসেবে পুলিশের কাছে পরিচিত ছিল ৷ ধৃতের বিরুদ্ধে পটনা কোর্ট থেকে ওয়ারেন্টও জারি ছিল ৷ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে গোপন ডেরা থেকে সেলিমকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ আজ ধৃত ব্যক্তিকে ট্রানজ়িট রিমান্ডে পটনা নিয়ে যাচ্ছে NIA-র একটি দল ৷

ভৌগলিক অবস্থানের জন্য পাচারাকারীদের কাছে করিডর হয়ে উঠেছে মালদা জেলা ৷ জেলার এক সীমান্তে বাংলাদেশ, অন্যদিকে বিহার ৷ পাশাপাশি জেলার বেশ কিছু সীমান্ত এলাকায় কাঁটাতার নেই ৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা মাদক ও জালনোট পাচারের জন্য ব্যবহার করে মালদা জেলাকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.