ETV Bharat / state

Ancient Idols in Malda: মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা ! - প্রাচীন জোড়া মূর্তি উদ্ধার

দুর্গাপুজোর আজ সপ্তমী ৷ মাতৃপক্ষে পুকুর কাটতে গিয়ে মাটির তলা থেকে পাওয়া গেল জোড়া মূর্তি ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর এলাকার একটি গ্রামে (Two ancient idols recovered while digging) ৷

Ancient Idols in Malda Habibpur
ETV Bharat
author img

By

Published : Oct 2, 2022, 12:44 PM IST

মালদা, 2 অক্টোবর: দেবীর আরাধনার মধ্যেই মাটির নীচ থেকে উদ্ধার হল জোড়া মূর্তি ৷ আর সেই মূর্তি নিয়ে শুরু হয়েছে পূজার্চনা ৷ খবর পেয়ে সেই মূর্তি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ কর্তারা ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের শ্রীরামপুর পঞ্চায়েতের বানপুর এলাকায় (Ancient Idol recovered in Malda ) ৷

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বানপুর ৷ আদিবাসী অধ্যুষিত ৷ এলাকার এখন শুধু জোড়া মূর্তি কথাই ভাসছে ৷ ওই গ্রামের বাসিন্দা মুন্সি বেসরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে নিজের জায়গাতে একটি পুকুর কেটেছিলেন মুন্সিবাবু ৷ গতকাল সেই পুকুর সংস্কারের কাজ চলছিল ৷ সেই সময় কোদালের কোপে বেরিয়ে আসে কালো শক্ত পাথর ৷ মাটি সরাতেই উদ্ধার হয় এক জোড়া মূর্তি ৷ এলাকাবাসীর দাবি মূর্তি দু'টি বিষ্ণু ও বজরংবলীর ৷ তড়িঘড়ি ওই মূর্তি দু'টিকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো শুরু করেন মুন্সিবাবু ৷

আরও পড়ুন: সপ্তমীর সকালে কলাবউ স্নান গঙ্গার ঘাটে ঘাটে

ততক্ষণে এলাকায় এই খবর চাউর হয়ে গিয়েছে ৷ দেবীপক্ষে মাটি থেকে উঠে আসা দুই মূর্তিকে পুজো দিতে মুন্সিবাবুর বাড়িতে ছোটেন গ্রামের সকলে ৷ খবর পৌঁছয় প্রশাসনের কানেও ৷ হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলেন, "বানপুর এলাকায় মাটি কাটতে গিয়ে দু'টি মূর্তি উদ্ধার হয়েছে ৷ সেই মূর্তি দু'টি আপাতত একটি আদিবাসী পরিবারের হেফাজতে আছে ৷ সেই মূর্তি দু'টি উদ্ধারের চেষ্টা চলছে ৷ এলাকাবাসীর দাবি, মূর্তি দু'টি কষ্টি পাথরের ৷ তবে এনিয়ে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন ৷ মূর্তি দু'টি কতদিনের পুরনো, তা যাচাই করার পরই সব জানা যাবে ৷"

মালদা, 2 অক্টোবর: দেবীর আরাধনার মধ্যেই মাটির নীচ থেকে উদ্ধার হল জোড়া মূর্তি ৷ আর সেই মূর্তি নিয়ে শুরু হয়েছে পূজার্চনা ৷ খবর পেয়ে সেই মূর্তি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ কর্তারা ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের শ্রীরামপুর পঞ্চায়েতের বানপুর এলাকায় (Ancient Idol recovered in Malda ) ৷

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বানপুর ৷ আদিবাসী অধ্যুষিত ৷ এলাকার এখন শুধু জোড়া মূর্তি কথাই ভাসছে ৷ ওই গ্রামের বাসিন্দা মুন্সি বেসরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে নিজের জায়গাতে একটি পুকুর কেটেছিলেন মুন্সিবাবু ৷ গতকাল সেই পুকুর সংস্কারের কাজ চলছিল ৷ সেই সময় কোদালের কোপে বেরিয়ে আসে কালো শক্ত পাথর ৷ মাটি সরাতেই উদ্ধার হয় এক জোড়া মূর্তি ৷ এলাকাবাসীর দাবি মূর্তি দু'টি বিষ্ণু ও বজরংবলীর ৷ তড়িঘড়ি ওই মূর্তি দু'টিকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো শুরু করেন মুন্সিবাবু ৷

আরও পড়ুন: সপ্তমীর সকালে কলাবউ স্নান গঙ্গার ঘাটে ঘাটে

ততক্ষণে এলাকায় এই খবর চাউর হয়ে গিয়েছে ৷ দেবীপক্ষে মাটি থেকে উঠে আসা দুই মূর্তিকে পুজো দিতে মুন্সিবাবুর বাড়িতে ছোটেন গ্রামের সকলে ৷ খবর পৌঁছয় প্রশাসনের কানেও ৷ হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলেন, "বানপুর এলাকায় মাটি কাটতে গিয়ে দু'টি মূর্তি উদ্ধার হয়েছে ৷ সেই মূর্তি দু'টি আপাতত একটি আদিবাসী পরিবারের হেফাজতে আছে ৷ সেই মূর্তি দু'টি উদ্ধারের চেষ্টা চলছে ৷ এলাকাবাসীর দাবি, মূর্তি দু'টি কষ্টি পাথরের ৷ তবে এনিয়ে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন ৷ মূর্তি দু'টি কতদিনের পুরনো, তা যাচাই করার পরই সব জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.