মালদা, 8 নভেম্বর : জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে আহত হলেন এক বৃদ্ধ ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদা মেডিকেলে ভরতি করা হয় ৷ মালদার বৈষ্ণবনগরের বেদরাবাদের দারিয়াপুর এলাকার ঘটনা ৷ ওই বৃদ্ধের নাম আশিস মণ্ডল (65) ৷ তিনি বৈষ্ণবনগরের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর এলাকার বাসিন্দা ।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বেগুনের জমিতে গোরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন আশিসবাবু । হাঁসুয়া দিয়ে ঘাস কাটতে গিয়ে কোপ লাগে বোমের উপর । বোমা ফেটে গুরুতর আহত হন তিনি ।
এরপর বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থানে আসে ৷ সেখান থেকে আশিসবাবুকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে রেফার করেন ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷ আশিস মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল জানিয়েছেন, " হাঁসুয়ার কোপে বোমা বিস্ফোরণ হয় ৷ গুরুতর আহত হন বাবা ৷ বোমার তীব্রতায় বাবার হাত ফেটে গিয়েছে ৷ চোখেও গুরুতর আঘাত পেয়েছেন ৷ বাবা এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৷ "
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযোগ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷