ETV Bharat / state

ব্যবস্থা সম্পূর্ণ হলেও জেলাশাসকের নির্দেশে প্রশাসনিক ভবনে বন্ধ স্যানিটাইজ়েশন টানেল

মালদায় জেলা প্রশাসনিক ভবনের সামনে বসেছিল স্যানিটাইজ়েশন টানেল । কিন্তু খবর পাওয়ার পর সেটি বন্ধ করে দেন জেলাশাসক । কেন বন্ধ করে দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি ।

author img

By

Published : Apr 30, 2020, 4:44 PM IST

aa
স্যানিটাইজ়েশন টানেল

মালদা, 30 এপ্রিল : সকাল 10টা ৷ প্রতিদিনের মতো জেলা প্রশাসনিক ভবনে ঢুকতে শুরু করেছেন কর্মীরা ৷ সবার নজরে প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে তৈরি স্যানিটাইজ়েশন টানেল ৷ এর আগে কলকাতাসহ কিছু জেলায় এই ব্যবস্থা চালু হলেও মালদায় প্রথম ৷ কোরোনা আবহে অফিসে ঢোকার সময় এই ব্যবস্থা এখানে চালু হলে তা ভালোই হবে বলে আলোচনাও চলছিল কর্মীদের মধ্যে ৷ তাল কাটে কিছুক্ষণ পরেই ৷ অফিসে ঢোকার মুখে এই ব্যবস্থা নজরে পড়ে জেলাশাসকের ৷ তিনি সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দেন সেখানে থাকা কর্মীদের ৷ প্রশাসনিক প্রধানের নির্দেশ পেয়ে বন্ধ করে দেওয়া হয় স্য়ানিটাইজ়েশন টানেল ৷ এনিয়ে প্রশাসনের অন্দরমহলে প্রশ্ন উঠলেও জেলাশাসক কোনও মন্তব্য করেননি ৷ তবে জানা যাচ্ছে, কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তিনি আপাতত এই ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ৷

কোরোনা মোকাবিলায় কলকাতার বাজারে স্যানিটাইজ়েশন টানেল চালু করেছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এই ব্যবস্থা চালু হয়েছে রাজ্যের আরও কিছু জেলায় ৷ কিন্তু মালদায় তা এখনও চালু হয়নি ৷ প্রশাসনিক ভবনসহ অন্য সরকারি দপ্তরগুলিতে ঢোকার সময় তাঁর হাতে হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে ৷ এই কাজের জন্য কর্মীও নিয়োগ করা হয়েছে ৷ এই অবস্থায় গতকাল সন্ধেয় প্রশাসনিক ভবনের সামনে তৈরি করা হয় এমনই একটি টানেল ৷ কথা ছিল, আজ থেকে কর্মী কিংবা প্রয়োজনে আসা লোকজন এই টানেলের মধ্যে দিয়ে যাবেন ৷ সেখানে সবার দেহ বিশেষ জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ় করা হবে ৷ কিন্তু জেলাশাসকের নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি এই প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন ৷

জেলাশাসক কেন এই নির্দেশ দিলেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে প্রশাসনিক ভবনের অন্দরে ৷ তবে জানা যাচ্ছে, এই টানেলে কী ধরনের স্যানিটাইজ়ার ব্যবহার করা হচ্ছে তা এখনও জেলাশাসককে জানানো হয়নি ৷ টানেলের গায়ে লেখা রয়েছে কিছু নিয়মবিধিও ৷ সেখানে বলা হয়েছে, মুখে মাস্ক ছাড়া এই টানেলে ঢোকা যাবে না ৷ টানেলের 20 মিটারের মধ্যে কোনও দাহ্য পদার্থ রাখা যাবে না ৷ উপস্থিত বিশেষজ্ঞ কর্মীদের নজরদারিতেই এই টানেলে ঢুকতে হবে ৷ এতেই হয়ত জেলাশাসকের ধারণা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইড জাতীয় কোনও জীবাণুনাশক এখানে ব্যবহার করা হতে পারে ৷ সম্প্রতি বৈজ্ঞানিকদের একাংশ জানিয়েছেন, সোডিয়াম হাইপোক্লোরাইড ভালো জীবাণুনাশক হলেও তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ৷ এমনকী তা থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ প্রশাসনের একাংশের অনুমান, সেই কারণেই জেলাশাসক আপাতত এই টানেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ পরবর্তীতে সব কিছু জেনে তিনি টানেল চালু করার অনুমতি দিতে পারেন ৷

যদিও এনিয়ে জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ সংবাদমাধ্যমকে তিনি এনিয়ে কিছু বলতেও চাননি ৷

মালদা, 30 এপ্রিল : সকাল 10টা ৷ প্রতিদিনের মতো জেলা প্রশাসনিক ভবনে ঢুকতে শুরু করেছেন কর্মীরা ৷ সবার নজরে প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে তৈরি স্যানিটাইজ়েশন টানেল ৷ এর আগে কলকাতাসহ কিছু জেলায় এই ব্যবস্থা চালু হলেও মালদায় প্রথম ৷ কোরোনা আবহে অফিসে ঢোকার সময় এই ব্যবস্থা এখানে চালু হলে তা ভালোই হবে বলে আলোচনাও চলছিল কর্মীদের মধ্যে ৷ তাল কাটে কিছুক্ষণ পরেই ৷ অফিসে ঢোকার মুখে এই ব্যবস্থা নজরে পড়ে জেলাশাসকের ৷ তিনি সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দেন সেখানে থাকা কর্মীদের ৷ প্রশাসনিক প্রধানের নির্দেশ পেয়ে বন্ধ করে দেওয়া হয় স্য়ানিটাইজ়েশন টানেল ৷ এনিয়ে প্রশাসনের অন্দরমহলে প্রশ্ন উঠলেও জেলাশাসক কোনও মন্তব্য করেননি ৷ তবে জানা যাচ্ছে, কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তিনি আপাতত এই ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ৷

কোরোনা মোকাবিলায় কলকাতার বাজারে স্যানিটাইজ়েশন টানেল চালু করেছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এই ব্যবস্থা চালু হয়েছে রাজ্যের আরও কিছু জেলায় ৷ কিন্তু মালদায় তা এখনও চালু হয়নি ৷ প্রশাসনিক ভবনসহ অন্য সরকারি দপ্তরগুলিতে ঢোকার সময় তাঁর হাতে হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে ৷ এই কাজের জন্য কর্মীও নিয়োগ করা হয়েছে ৷ এই অবস্থায় গতকাল সন্ধেয় প্রশাসনিক ভবনের সামনে তৈরি করা হয় এমনই একটি টানেল ৷ কথা ছিল, আজ থেকে কর্মী কিংবা প্রয়োজনে আসা লোকজন এই টানেলের মধ্যে দিয়ে যাবেন ৷ সেখানে সবার দেহ বিশেষ জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ় করা হবে ৷ কিন্তু জেলাশাসকের নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি এই প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন ৷

জেলাশাসক কেন এই নির্দেশ দিলেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে প্রশাসনিক ভবনের অন্দরে ৷ তবে জানা যাচ্ছে, এই টানেলে কী ধরনের স্যানিটাইজ়ার ব্যবহার করা হচ্ছে তা এখনও জেলাশাসককে জানানো হয়নি ৷ টানেলের গায়ে লেখা রয়েছে কিছু নিয়মবিধিও ৷ সেখানে বলা হয়েছে, মুখে মাস্ক ছাড়া এই টানেলে ঢোকা যাবে না ৷ টানেলের 20 মিটারের মধ্যে কোনও দাহ্য পদার্থ রাখা যাবে না ৷ উপস্থিত বিশেষজ্ঞ কর্মীদের নজরদারিতেই এই টানেলে ঢুকতে হবে ৷ এতেই হয়ত জেলাশাসকের ধারণা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইড জাতীয় কোনও জীবাণুনাশক এখানে ব্যবহার করা হতে পারে ৷ সম্প্রতি বৈজ্ঞানিকদের একাংশ জানিয়েছেন, সোডিয়াম হাইপোক্লোরাইড ভালো জীবাণুনাশক হলেও তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ৷ এমনকী তা থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ প্রশাসনের একাংশের অনুমান, সেই কারণেই জেলাশাসক আপাতত এই টানেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ পরবর্তীতে সব কিছু জেনে তিনি টানেল চালু করার অনুমতি দিতে পারেন ৷

যদিও এনিয়ে জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ সংবাদমাধ্যমকে তিনি এনিয়ে কিছু বলতেও চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.