মালদা, 16 সেপ্টেম্বর : ডেপুটি পুলিশের সুপারের পর এবার পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ধরা পড়ল মালদায় । বিষয়টি নিয়ে নিজে সাধারণ মানুষকে সতর্ক করেছেন পুলিশ সুপার । ইতিমধ্যে ওই অ্যাকাউন্ট ডিলিট করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ । তোলা আদায়ের জন্য এমন ঘটনা ঘটছে বলে অনুমান পুলিশের ।
কয়েকদিন আগে মালদার ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) শুভতোষ সরকারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট দেখা যায় । বিষয়টি নিয়ে নিজেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান শুভতোষবাবু । সেই ঘটনার কিনারা না হতেই ফের আরও এক পুলিশ আধিকারিকের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ সামনে এল । এবার শিকার খোদ পুলিশ সুপার অলোক রাজোরিয়া । এর আগে ডেপুটি পুলিশ সুপার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন , সম্ভবত তোলা আদায়ের জন্যই কেউ বা কারা এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে । শুধু মালদা জেলাতেই নয় , এমন ঘটনা দেখা গিয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
পুলিশ সুপার জানান , “ সোমবার আমার নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে জানতে পেরেছি । সেই অ্যাকাউন্টে আমার কিছু ছবিও দেওয়া হয়েছিল । ইতিমধ্যে অ্যাকাউন্টটি ডিলিট করা হয়েছে । বিষয়টি সাইবার থানাকে জানানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”