ETV Bharat / state

Fake Turmeric Factory: প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে ভেজাল হলুদ তৈরি ! রাসায়নিকে বিপন্ন স্বাস্থ্য

হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এমন ভেজাল হলুদ তৈরির বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে (Fake Turmeric Factory) ৷ গ্রামগঞ্জের হাটগুলিতে সেই হলুদ বিক্রি হচ্ছে ৷ প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে দোকানেও ৷ কারখানার পিছনে রাজনৈতিক যোগ নিয়ে উঠছে প্রশ্ন ৷ ভেজাল হলুদ কারখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ক্রেতা সুরক্ষা দফতর ৷

Allegation of Fake Turmeric production in Malda Factory
Allegation of Fake Turmeric production in Malda Factory
author img

By

Published : Sep 24, 2022, 7:36 PM IST

মালদা, 24 সেপ্টেম্বর: প্রশাসনের লোকজন হানা দিলে বন্ধ হয় ৷ কিছুদিন পর ফের খুলে যায় কারখানা ৷ তৈরি হয় ভেজাল হলুদ ৷ পুজোর মুখে সেই ভেজাল হলুদের কারবার চলছে রমরমিয়ে ৷ গ্রামগঞ্জের হাটগুলিতে সেই হলুদ বিক্রি হচ্ছে ৷ প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে দোকানেও ৷ এই ঘটনা হরিশ্চন্দ্রপুরের (Allegation of Fake Turmeric production in Malda) ৷

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে ভেজাল হলুদের রমরমা কারবার চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায় ৷ এর পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কি না, প্রশ্ন তা নিয়েও ৷ যদিও এসব ভেজাল হলুদ কারখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ক্রেতা সুরক্ষা দফতর ৷

Allegation of Fake Turmeric production in Malda Factory
গ্রামগঞ্জের হাটগুলিতে সেই হলুদ বিক্রি হচ্ছে

হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এমন ভেজাল হলুদ তৈরির বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে ৷ এমনই একটি কারখানা রয়েছে রামপুর গ্রামে ৷ গ্রামের বাসিন্দা জাকির আলি বলেন, "বছর দশেক ধরে গ্রামে ভেজাল হলুদ তৈরির কারখানা দেখে আসছি ৷ প্রশাসনের হানায় একবার কারখানাটি বন্ধ হয়ে গিয়েছিল ৷ অবশ্য কিছুদিন পর ফের চালু হয়েছে ৷ সব জায়গায় এই ভেজাল হলুদ বিক্রি হচ্ছে ৷ গরিব মানুষই এই ভেজাল হলুদ খেয়ে মরছে ৷ এতে নেতারা মদত করছে কি না জানি না ৷"

Allegation of Fake Turmeric production in Malda Factory
ভেজাল হলুদ তৈরির বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ছোটন মণ্ডল বলেন, "এ নিয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি ৷ তবে আমরা বিষয়টি শুনেছি ৷ এর আগে সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়েছিল ৷ ভেজাল হলুদ তৈরিতে কী কী উপকরণ মেশানো হয় জানি না ৷ তবে নিশ্চিতভাবেই বিভিন্ন রাসায়নিক এবং রং ব্যবহার করা হয় ৷ অনেক রাসায়নিক কিংবা রংয়ে পেটের গণ্ডগোল থেকে লিভার খারাপ হতে পারে ৷ ক্যানসারের মতো রোগও হতে পারে ৷" (Fake Turmeric Factory)

প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমিয়ে ভেজাল হলুদ তৈরির কারখানা

আরও পড়ুন: পুজোর আগে বাড়ি ফেরার তাড়া, ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু রেলকর্মীর স্ত্রীর

চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুলকুমার মণ্ডল বলেন, "এখানে আমি কিছুদিন আগে কাজে যোগ দিয়েছি ৷ এরই মধ্যে হরিশ্চন্দ্রপুরে ভেজাল হলুদ তৈরির রিপোর্ট আমার কাছে এসেছে ৷ শুধু হলুদই নয়, এই মহকুমায় বোতলজাত পানীয় জল এবং রেস্টুরেন্টের খাবার নিয়েও রিপোর্ট এসেছে ৷ জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা ভেজাল হলুদ তৈরির কারখানাগুলিতে অভিযান চালাব ৷ সেখানে ভেজাল হলুদ তৈরির প্রমাণ মিললে কারখানা মালিকদের সব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে ৷ তারপরেও ভেজাল হলুদ তৈরি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"

মালদা, 24 সেপ্টেম্বর: প্রশাসনের লোকজন হানা দিলে বন্ধ হয় ৷ কিছুদিন পর ফের খুলে যায় কারখানা ৷ তৈরি হয় ভেজাল হলুদ ৷ পুজোর মুখে সেই ভেজাল হলুদের কারবার চলছে রমরমিয়ে ৷ গ্রামগঞ্জের হাটগুলিতে সেই হলুদ বিক্রি হচ্ছে ৷ প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে দোকানেও ৷ এই ঘটনা হরিশ্চন্দ্রপুরের (Allegation of Fake Turmeric production in Malda) ৷

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে ভেজাল হলুদের রমরমা কারবার চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায় ৷ এর পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কি না, প্রশ্ন তা নিয়েও ৷ যদিও এসব ভেজাল হলুদ কারখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ক্রেতা সুরক্ষা দফতর ৷

Allegation of Fake Turmeric production in Malda Factory
গ্রামগঞ্জের হাটগুলিতে সেই হলুদ বিক্রি হচ্ছে

হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এমন ভেজাল হলুদ তৈরির বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে ৷ এমনই একটি কারখানা রয়েছে রামপুর গ্রামে ৷ গ্রামের বাসিন্দা জাকির আলি বলেন, "বছর দশেক ধরে গ্রামে ভেজাল হলুদ তৈরির কারখানা দেখে আসছি ৷ প্রশাসনের হানায় একবার কারখানাটি বন্ধ হয়ে গিয়েছিল ৷ অবশ্য কিছুদিন পর ফের চালু হয়েছে ৷ সব জায়গায় এই ভেজাল হলুদ বিক্রি হচ্ছে ৷ গরিব মানুষই এই ভেজাল হলুদ খেয়ে মরছে ৷ এতে নেতারা মদত করছে কি না জানি না ৷"

Allegation of Fake Turmeric production in Malda Factory
ভেজাল হলুদ তৈরির বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ছোটন মণ্ডল বলেন, "এ নিয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি ৷ তবে আমরা বিষয়টি শুনেছি ৷ এর আগে সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়েছিল ৷ ভেজাল হলুদ তৈরিতে কী কী উপকরণ মেশানো হয় জানি না ৷ তবে নিশ্চিতভাবেই বিভিন্ন রাসায়নিক এবং রং ব্যবহার করা হয় ৷ অনেক রাসায়নিক কিংবা রংয়ে পেটের গণ্ডগোল থেকে লিভার খারাপ হতে পারে ৷ ক্যানসারের মতো রোগও হতে পারে ৷" (Fake Turmeric Factory)

প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমিয়ে ভেজাল হলুদ তৈরির কারখানা

আরও পড়ুন: পুজোর আগে বাড়ি ফেরার তাড়া, ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু রেলকর্মীর স্ত্রীর

চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুলকুমার মণ্ডল বলেন, "এখানে আমি কিছুদিন আগে কাজে যোগ দিয়েছি ৷ এরই মধ্যে হরিশ্চন্দ্রপুরে ভেজাল হলুদ তৈরির রিপোর্ট আমার কাছে এসেছে ৷ শুধু হলুদই নয়, এই মহকুমায় বোতলজাত পানীয় জল এবং রেস্টুরেন্টের খাবার নিয়েও রিপোর্ট এসেছে ৷ জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা ভেজাল হলুদ তৈরির কারখানাগুলিতে অভিযান চালাব ৷ সেখানে ভেজাল হলুদ তৈরির প্রমাণ মিললে কারখানা মালিকদের সব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে ৷ তারপরেও ভেজাল হলুদ তৈরি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.