ETV Bharat / state

কটূক্তি সহ্য করতে না পেরে দলবল নিয়ে মহিলাকে পেটানোর অভিযোগ

ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এক যুবক। ধরা পড়ার পর শুনতে হয় কটূক্তি। সেই কটূক্তি সহ্য করতে না পেরে সে দলবল নিয়ে এক মহিলা ও পরিবারের লোকজনকে মারধর করে বলে অভিযোগ।

woman beaten
author img

By

Published : Feb 19, 2019, 2:52 PM IST

মালদা, ১৯ ফেব্রুয়ারি : ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এক যুবক। ধরা পড়ার পর শুনতে হয় কটূক্তি। সেই কটূক্তি সহ্য করতে না পেরে সে দলবল নিয়ে এক মহিলা ও পরিবারের লোকজনকে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ইংরেজবাজারের ঝলঝলিয়ার হরিজনপাড়ার গতরাতের ঘটনা।

আক্রান্ত মহিলার নাম গীতা হরিজন (৩৭)। স্বামী মনোজ হরিজন পেশায় টোটো চালক। অভিযোগ, মাস দুয়েকের মধ্যে গীতাদেবীর ৪টি ছাগল চুরি হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় বিকাশ হরিজন নামে এক যুবককে ছাগল চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন গীতাদেবী। রাগে গালিগালাজ করেন গীতাদেবী। সেই কটূক্তি সহ্য করতে না পেরে সন্ধেয় মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গীতাদেবীর বাড়িতে চড়াও হয় বিকাশ। বাঁশ দিয়ে গীতাদেবীর মাথায় মারে সে। গীতাদেবীকে বাঁচাতে এগিয়ে যান তাঁর ছেলে কুন্দন হরিজন ও বোনের ছেলে আনন্দ হরিজন। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কুন্দন ও আনন্দকে ছেড়ে দেওয়া হয়। গীতাদেবী এখনও সেখানে চিকিৎসাধীন।

undefined

গীতাদেবী জানান, তাঁরা হাতেনাতে ছাগল চুরি করার সময় ধরে ফেলেন বিকাশ হরিজনকে। প্রতিবাদ করায় বিকাশ হরিজন, বাপন হরিজন, সীতারাম হরিজন, পিঙ্কি হরিজন সহ ৬ জন মিলে তাঁদের মারধর করে। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

মালদা, ১৯ ফেব্রুয়ারি : ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এক যুবক। ধরা পড়ার পর শুনতে হয় কটূক্তি। সেই কটূক্তি সহ্য করতে না পেরে সে দলবল নিয়ে এক মহিলা ও পরিবারের লোকজনকে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ইংরেজবাজারের ঝলঝলিয়ার হরিজনপাড়ার গতরাতের ঘটনা।

আক্রান্ত মহিলার নাম গীতা হরিজন (৩৭)। স্বামী মনোজ হরিজন পেশায় টোটো চালক। অভিযোগ, মাস দুয়েকের মধ্যে গীতাদেবীর ৪টি ছাগল চুরি হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় বিকাশ হরিজন নামে এক যুবককে ছাগল চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন গীতাদেবী। রাগে গালিগালাজ করেন গীতাদেবী। সেই কটূক্তি সহ্য করতে না পেরে সন্ধেয় মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গীতাদেবীর বাড়িতে চড়াও হয় বিকাশ। বাঁশ দিয়ে গীতাদেবীর মাথায় মারে সে। গীতাদেবীকে বাঁচাতে এগিয়ে যান তাঁর ছেলে কুন্দন হরিজন ও বোনের ছেলে আনন্দ হরিজন। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কুন্দন ও আনন্দকে ছেড়ে দেওয়া হয়। গীতাদেবী এখনও সেখানে চিকিৎসাধীন।

undefined

গীতাদেবী জানান, তাঁরা হাতেনাতে ছাগল চুরি করার সময় ধরে ফেলেন বিকাশ হরিজনকে। প্রতিবাদ করায় বিকাশ হরিজন, বাপন হরিজন, সীতারাম হরিজন, পিঙ্কি হরিজন সহ ৬ জন মিলে তাঁদের মারধর করে। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Intro:মালদা, ১৯ ফেব্রুয়ারিঃ ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক যুবক৷ চুরি করতে গিয়ে ধরা পড়ে শুনতে হয় কটূক্তি৷ সেই কটূক্তি সহ্য করতে না পেলে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে এক মহিলা সহ পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷ আক্রান্ত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের ঝলঝলিয়ার হরিজন পাড়ায়৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি৷Body:আক্রান্ত মহিলার নাম গীতা হরিজন৷ বয়স ৩৭৷ স্বামী মনোজ হরিজন পেশায় টোটো চালক৷ অভিযোগ, মাস দুয়েকের মধ্যে গীতাদেবীর ৪টি ছাগল চুরি হয়৷ ছাগল চোরদের ধরতে মরিয়া হয়ে পড়েছিলেন তাঁরা৷ গতকাল বিকেলে স্থানীয় বিকাশ হরিজন নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন গীতাদেবী৷ রাগে গালিগালাজ করেন গীতাদেবী৷ সেই কটূক্তি সহ্য করতে না পেরে সন্ধেয় মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গীতাদেবীর বাড়িতে চড়াও হয় বিকাশ হরিজন৷ বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় গীতাদেবীর৷ গীতাদেবীকে বাঁচাতে এগিয়ে যান তাঁর ছেলে কুন্দন হরিজন ও বোনের ছেলে আনন্দ হরিজন৷ তাঁদেরও মারধর করা হয় বলেও অভিযোগ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন৷ প্রাথমিক চিকিৎসার পর কুন্দন ও আনন্দকে ছেড়ে দেওয়া হয়৷ গীতাদেবী বর্তমানে সেখানেই চিকিৎসাধীন৷Conclusion:গীতাদেবী জানান, তাঁরা হাতেনাতে ছাগল চুরি করতে ধরে ফেলেন বিকাশ হরিজনকে৷ প্রতিবাদ করায় বিকাশ হরিজন, বাপন হরিজন, সীতারাম হরিজন, পিঙ্কি হরিজন সহ ৬ মিলে তাঁদের মারধর করে৷ রাতেই তাঁরা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশকর্মীরা তাঁদের চিকিৎসার পরামর্শ দেন৷ আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.