ETV Bharat / state

বেধড়ক মারে হাত ভাঙল কিশোরের, কাঠগড়ায় পুলিশ - রশিদপুর

পুলিশের মারে যুবকের হাত ভাঙার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের ভালুকার গোবরাঘাট এলাকায় ৷ যদিও গোটা বিষয়টি অস্বীকার করার পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷

বেধড়ক মারধরে হাত ভাঙল কিশোরের, কাঠগড়ায় পুলিশ
বেধড়ক মারধরে হাত ভাঙল কিশোরের, কাঠগড়ায় পুলিশ
author img

By

Published : May 19, 2021, 1:50 PM IST

হরিশ্চন্দ্রপুর, 19 মে : কার্যত লকডাউনে বাড়ির বাইরে থাকায় মারধর করে কিশোরের হাত ভাঙার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভালুকার গোবরাঘাট এলাকায় ৷ আহত কিশোর শেখ বেলাল (15) বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে পুলিশ ৷

আহতের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রশিদপুর গ্রামে ৷ তার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাবা বাড়িতে খেতে গেলে ঘাটে একাই নৌকা পাহারা দিচ্ছিল বেলাল ৷ সেই সময় ভালুকা ফাঁড়ির ওসি ঘাটে এসে বেলালকে জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর না মেলায় বেলালকে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : মৃত্যুতে ফের রেকর্ড, তবে কমছে সংক্রমণ

আহত বেলাল জানায়, "বাবা আমাকে ঘাটে নৌকা পাহারা দিতে বলেছিল ৷ সেই মত ঘাটে নৌকা পাহারা দিতে যাই ৷ সেই সময় এক পুলিশ অফিসার এসে আমাকে জিজ্ঞেস করেন নৌকার মালিক কোথায় ৷ আমি তাঁকে বলি বাবা বাড়িতে রয়েছেন ৷ এমনকি ওই অফিসার বাবার সঙ্গে ফোনে কথাও বলেন ৷ তারপরই আমাকে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ মারধর করার ফলে আমার হাত ভেঙে যায় ৷”

যদিও এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ তবে মৌখিকভাবে বিষয়টি জানান হয়েছে ৷ যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে সেই এলাকা বিহার সংলগ্ন ৷ লকডাউনে বিহার থেকে নদী পথে দুষ্কৃতীদের প্রবেশ রুখতে অতি সক্রিয় রয়েছে পুলিশ ৷ লকডাউন থাকার পরেও ওই এলাকায় নৌকা চলাচল চলছিল তা বন্ধ করার সময় হয়ত এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

হরিশ্চন্দ্রপুর, 19 মে : কার্যত লকডাউনে বাড়ির বাইরে থাকায় মারধর করে কিশোরের হাত ভাঙার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভালুকার গোবরাঘাট এলাকায় ৷ আহত কিশোর শেখ বেলাল (15) বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে পুলিশ ৷

আহতের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রশিদপুর গ্রামে ৷ তার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাবা বাড়িতে খেতে গেলে ঘাটে একাই নৌকা পাহারা দিচ্ছিল বেলাল ৷ সেই সময় ভালুকা ফাঁড়ির ওসি ঘাটে এসে বেলালকে জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর না মেলায় বেলালকে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : মৃত্যুতে ফের রেকর্ড, তবে কমছে সংক্রমণ

আহত বেলাল জানায়, "বাবা আমাকে ঘাটে নৌকা পাহারা দিতে বলেছিল ৷ সেই মত ঘাটে নৌকা পাহারা দিতে যাই ৷ সেই সময় এক পুলিশ অফিসার এসে আমাকে জিজ্ঞেস করেন নৌকার মালিক কোথায় ৷ আমি তাঁকে বলি বাবা বাড়িতে রয়েছেন ৷ এমনকি ওই অফিসার বাবার সঙ্গে ফোনে কথাও বলেন ৷ তারপরই আমাকে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ মারধর করার ফলে আমার হাত ভেঙে যায় ৷”

যদিও এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ তবে মৌখিকভাবে বিষয়টি জানান হয়েছে ৷ যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে সেই এলাকা বিহার সংলগ্ন ৷ লকডাউনে বিহার থেকে নদী পথে দুষ্কৃতীদের প্রবেশ রুখতে অতি সক্রিয় রয়েছে পুলিশ ৷ লকডাউন থাকার পরেও ওই এলাকায় নৌকা চলাচল চলছিল তা বন্ধ করার সময় হয়ত এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.