ETV Bharat / state

Malda Old Man Murder : টিকা নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ - সিভিক ভলান্টিয়ার

টিকাকরণ কেন্দ্রে সিভিক ভলান্টিয়ার নিজের আত্মীয়দের আগে টিকা নিতে পাঠাচ্ছিলেন ৷ তা দেখেই প্রতিবাদ করেছিলেন বছর ঊনসত্তরের বৃদ্ধ আরজাউল হক ৷ তার জেরে সিভিক ভলান্টিয়ার বৃদ্ধকে মারধর করে ৷ ফলে ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷

সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত চাঁচল
সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত চাঁচল
author img

By

Published : Oct 8, 2021, 3:01 PM IST

মালদা, 8 অক্টোবর : টিকা নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মারে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল । বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া-বিষণপুর হাই মাদ্রাসায় । এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান মৃত ব্যক্তির পরিবার পরিজন-সহ এলাকার বাসিন্দারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁচল থানার পুলিশ আধিকারিক সেখানে পৌঁছলে ক্ষিপ্ত গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেন ৷ এই ঘটনায় আজ সকালে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা ।

মৃত বৃদ্ধের নাম আরজাউল হক (69) । বাড়ি ধানগাড়া-বিষণপুর গ্রাম পঞ্চায়েতের এলাঙ্গি গ্রামে । তাঁর পাঁচ ছেলে, এক মেয়ে । দু’ বিঘা কৃষি জমি রয়েছে তাঁর ৷ এছাড়া পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন তিনি ।

বৃহস্পতিবার স্থানীয় ধানগাড়া-বিষণপুর হাইমাদ্রাসায় করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় । আরজাউল সাহেবও সেখানে টিকা নিতে যান । দুপুরে লাইনে দাঁড়ালেও বিকেল পর্যন্ত টিকা পাননি তিনি । স্থানীয়রা জানান, সেখানে দায়িত্বে থাকা এক সিভিক ভলান্টিয়ার নিজের আত্মীয়স্বজনকে ডেকে এনে টিকা পাইয়ে দিচ্ছিলেন । আবার টাকার বিনিময়েও তিনি বেশ কিছু গ্রামবাসীকে তাড়াতাড়ি টিকা পাইয়ে দেন । এই ঘটনার প্রতিবাদ করায় আরজাউল সাহেব সিভিক ভলান্টিয়ারদের হাতে আক্রান্ত হন । এরপর ঘটনাস্থলেই সংজ্ঞা হারান তিনি । স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে মশালদহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে শুরু হয় গণবিক্ষোভ ।

আরও পড়ুন : Murder : জমি বিবাদের জেরে যুবক খুন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের বিরুদ্ধে


ওই শিবিরে স্ত্রীকে নিয়ে টিকা নিতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা বাবর আলি । তিনি বলেন, "আমি ক্যাম্পে গিয়ে দেখি, সেখানে এক সিভিক ভলান্টিয়ার নিজের আত্মীয়স্বজনদের ডেকে নিয়ে ভিতরে ঢোকাচ্ছে । পরে এলেও সে নিজের লোকজনকে টিকা পাইয়ে দিচ্ছে । এর প্রতিবাদ করেন আরজাউল হক । প্রতিবাদ করায় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে । আমরা চাই, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করুক পুলিশ ।"


এই বিষয়ে আরজাউল সাহেবের বড় ছেলে তারিকুল শেখ বলেন, "ক্যাম্পে 10-12 জন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ছিল । তাঁরা টাকা নিয়ে পিছন থেকে লোকজন ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল । বাবা তার প্রতিবাদ করে । তখনই সিভিক ও ভিলেজ পুলিশরা বাবাকে পেটাতে শুরু করে । ঘরে ঢুকিয়েও পেটায় । এরপর বাবাকে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় । আমরা অভিযুক্তদের ফাঁসি চাই ।"


গতকাল গভীর রাতে মৃত বৃ্দ্ধের ভাই নাসিউল হোদা বলেন, ‘‘দাদা দুপুরের পর ক্যাম্পে ভ্যাকসিন নিতে গিয়েছিল । সেখানে দাদা দেখতে পান, সিভিক ভলান্টিয়ার আর ভিলেজ পুলিশরা নিজেদের আত্মীয়দের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে । আমার দাদা তার প্রতিবাদ করাতেই এক সিভিক ভলান্টিয়ার ও কয়েকজন ভিলেজ পুলিশ ও তাঁদের আত্মীয়রা দাদাকে পিটিয়ে মেরে ফেলেছে । তাঁদের সবার নাম আমার কাছে আছে । তারা মোট আটজন এই কাজ করেছে । আমরা চাঁচল থানায় এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব ।"

আরও পড়ুন : Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত


ধানগাড়া-বিষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এনামুল হকও এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে আজ সকালে ফোনে তিনি বলেন, "ঘটনার সময় আমি টিকাকরণ কেন্দ্রেই ছিলাম । সাইদুর নামে এক সিভিক ভলান্টিয়ার লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে উপেক্ষা করে নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছিল । আরজাউল সাহেব বেশ কয়েকবার সাইদুরকে সতর্কও করেন । কিন্তু তাঁর কথায় সাইদুর কর্ণপাত করেনি । একসময় সে আরজাউল সাহেবকে একটি চড় কষায় । তখনই বাকি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা ওই বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে । অনেক চেষ্টা করেও তাদের নিরস্ত করতে পারিনি ।"

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত মশালদহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে সেখানে যান চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল । গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন । পরে তিনি জানান, তিনি যতদূর জানতে পেরেছেন তাতে টিকার লাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । তবু তাঁরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন ।

গ্রামবাসীদের সামনে আরজাউল সাহেবকে সিভিক ভলান্টিয়াররা পেটালেও পুলিশকর্তা এখানে হৃদরোগের তত্ত্ব খাড়া করেছেন । আরজাউল সাহেবের দেহের ময়নাতদন্তের আগেই তিনি মৃত্যুর কারণ কীভাবে জানলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় । তবে কি এক্ষেত্রেও মোথাবাড়ির বিজয় মণ্ডলের মৃত্যুর মতো পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করবে ? এনিয়েও প্রশ্ন রয়েছে । সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একের পর এক পিটিয়ে মারার অভিযোগ তাদের উপর পুলিশি নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে ।

আরও পড়ুন : Malda Gang Rape : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

মালদা, 8 অক্টোবর : টিকা নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মারে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল । বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া-বিষণপুর হাই মাদ্রাসায় । এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান মৃত ব্যক্তির পরিবার পরিজন-সহ এলাকার বাসিন্দারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁচল থানার পুলিশ আধিকারিক সেখানে পৌঁছলে ক্ষিপ্ত গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেন ৷ এই ঘটনায় আজ সকালে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা ।

মৃত বৃদ্ধের নাম আরজাউল হক (69) । বাড়ি ধানগাড়া-বিষণপুর গ্রাম পঞ্চায়েতের এলাঙ্গি গ্রামে । তাঁর পাঁচ ছেলে, এক মেয়ে । দু’ বিঘা কৃষি জমি রয়েছে তাঁর ৷ এছাড়া পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন তিনি ।

বৃহস্পতিবার স্থানীয় ধানগাড়া-বিষণপুর হাইমাদ্রাসায় করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় । আরজাউল সাহেবও সেখানে টিকা নিতে যান । দুপুরে লাইনে দাঁড়ালেও বিকেল পর্যন্ত টিকা পাননি তিনি । স্থানীয়রা জানান, সেখানে দায়িত্বে থাকা এক সিভিক ভলান্টিয়ার নিজের আত্মীয়স্বজনকে ডেকে এনে টিকা পাইয়ে দিচ্ছিলেন । আবার টাকার বিনিময়েও তিনি বেশ কিছু গ্রামবাসীকে তাড়াতাড়ি টিকা পাইয়ে দেন । এই ঘটনার প্রতিবাদ করায় আরজাউল সাহেব সিভিক ভলান্টিয়ারদের হাতে আক্রান্ত হন । এরপর ঘটনাস্থলেই সংজ্ঞা হারান তিনি । স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে মশালদহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে শুরু হয় গণবিক্ষোভ ।

আরও পড়ুন : Murder : জমি বিবাদের জেরে যুবক খুন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের বিরুদ্ধে


ওই শিবিরে স্ত্রীকে নিয়ে টিকা নিতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা বাবর আলি । তিনি বলেন, "আমি ক্যাম্পে গিয়ে দেখি, সেখানে এক সিভিক ভলান্টিয়ার নিজের আত্মীয়স্বজনদের ডেকে নিয়ে ভিতরে ঢোকাচ্ছে । পরে এলেও সে নিজের লোকজনকে টিকা পাইয়ে দিচ্ছে । এর প্রতিবাদ করেন আরজাউল হক । প্রতিবাদ করায় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে । আমরা চাই, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করুক পুলিশ ।"


এই বিষয়ে আরজাউল সাহেবের বড় ছেলে তারিকুল শেখ বলেন, "ক্যাম্পে 10-12 জন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ছিল । তাঁরা টাকা নিয়ে পিছন থেকে লোকজন ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল । বাবা তার প্রতিবাদ করে । তখনই সিভিক ও ভিলেজ পুলিশরা বাবাকে পেটাতে শুরু করে । ঘরে ঢুকিয়েও পেটায় । এরপর বাবাকে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় । আমরা অভিযুক্তদের ফাঁসি চাই ।"


গতকাল গভীর রাতে মৃত বৃ্দ্ধের ভাই নাসিউল হোদা বলেন, ‘‘দাদা দুপুরের পর ক্যাম্পে ভ্যাকসিন নিতে গিয়েছিল । সেখানে দাদা দেখতে পান, সিভিক ভলান্টিয়ার আর ভিলেজ পুলিশরা নিজেদের আত্মীয়দের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে । আমার দাদা তার প্রতিবাদ করাতেই এক সিভিক ভলান্টিয়ার ও কয়েকজন ভিলেজ পুলিশ ও তাঁদের আত্মীয়রা দাদাকে পিটিয়ে মেরে ফেলেছে । তাঁদের সবার নাম আমার কাছে আছে । তারা মোট আটজন এই কাজ করেছে । আমরা চাঁচল থানায় এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব ।"

আরও পড়ুন : Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত


ধানগাড়া-বিষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এনামুল হকও এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে আজ সকালে ফোনে তিনি বলেন, "ঘটনার সময় আমি টিকাকরণ কেন্দ্রেই ছিলাম । সাইদুর নামে এক সিভিক ভলান্টিয়ার লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে উপেক্ষা করে নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছিল । আরজাউল সাহেব বেশ কয়েকবার সাইদুরকে সতর্কও করেন । কিন্তু তাঁর কথায় সাইদুর কর্ণপাত করেনি । একসময় সে আরজাউল সাহেবকে একটি চড় কষায় । তখনই বাকি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা ওই বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে । অনেক চেষ্টা করেও তাদের নিরস্ত করতে পারিনি ।"

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত মশালদহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে সেখানে যান চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল । গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন । পরে তিনি জানান, তিনি যতদূর জানতে পেরেছেন তাতে টিকার লাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । তবু তাঁরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন ।

গ্রামবাসীদের সামনে আরজাউল সাহেবকে সিভিক ভলান্টিয়াররা পেটালেও পুলিশকর্তা এখানে হৃদরোগের তত্ত্ব খাড়া করেছেন । আরজাউল সাহেবের দেহের ময়নাতদন্তের আগেই তিনি মৃত্যুর কারণ কীভাবে জানলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় । তবে কি এক্ষেত্রেও মোথাবাড়ির বিজয় মণ্ডলের মৃত্যুর মতো পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করবে ? এনিয়েও প্রশ্ন রয়েছে । সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একের পর এক পিটিয়ে মারার অভিযোগ তাদের উপর পুলিশি নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে ।

আরও পড়ুন : Malda Gang Rape : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.