মালদা, 3 ফেব্রুয়ারি: NRC, CAA, NPR-এর বিরুদ্ধে মিছিল মালদা শহর ৷ কেন্দ্রের এই তিন নীতির প্রতিবাদে আজ মালদা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে মানবাধিকার সংগঠন APDR ও আঞ্জুমানা আটকোশি নামে এক সংখ্যালঘু সংগঠন ৷ আজকের মিছিলে কেন্দ্রীয় তিন নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর হয় মিছিলে অংশ নেওয়া সাত থেকে সত্তর ৷
CAA, NRC ও NPR-এর বিরুদ্ধে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ ৷ এই ইশু নিয়ে দেশজুড়ে আন্দোলনে নেমেছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল৷ আন্দোলন সামাল দিতে পথে নামতে হয়েছে গেরুয়া শিবিরকেও ৷ বিরোধীরা সাধারণ মানুষকে এই তিন নীতির বিরুদ্ধে বোঝাচ্ছে ৷ ডিটেনশন ক্যাম্পের লাল চোখের আতঙ্ক দেখাচ্ছে ৷ তখন অন্যদিকে CAA-এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা ৷ কিন্তু আজ কেন্দ্রের তিন নীতির বিরুদ্ধে মানুষের বিক্ষোভ মিছিল নজর কেড়েছে সবার ৷
আজ দুপুরে মালদার বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল ৷ প্রায় ৫০ হাজার মানুষ মিছিলে অংশ নেয়৷ সবার মুখে এক আওয়াজ, আমরা আজাদি চাই৷ এই প্রসঙ্গে APDR-এর জেলা সম্পাদক প্রদীপকুমার বাগচি বলেন, "এই মিছিল মালদার সাধারণ মানুষের মিছিল ৷ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকার NRC, NPR ও CAA চালু করতে চলেছে ৷ এই তিন নীতি বাতিলের দাবিতে মালদার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ আজ এই মিছিলে হাঁটছে ৷ আজকের মিছিলের মধ্যে দিয়ে কেন্দ্রের তিন নীতির বিরুদ্ধে মালদার মানুষের যুদ্ধ শুরু হল ৷ এই যুদ্ধ লাগাতার চলবে ৷ এই মিছিলে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, জাতি নির্বিশেষে মানুষ যোগ দিয়েছে৷ এই মিছিলে ৫০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছে ৷"