ETV Bharat / state

উত্তপ্ত মালদার ভালুকা রোড স্টেশন, রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

author img

By

Published : Dec 15, 2019, 1:46 PM IST

Updated : Dec 15, 2019, 3:22 PM IST

NRC ও CAA এর প্রতিবাদে আজ দুপুরে ভালুকা রোড স্টেশনে শুরু হয়েছে বিক্ষোভ । এরপর রেল লাইনের উপর আগুন জ্বালায় তাঁরা ।

image
ভালুকা রোড স্টেশনে আগুন

মালদা, ১৫ ডিসেম্বর : হরিশচন্দ্রপুরের পরে ভালুকা রোড স্টেশন ৷ নাগরিকপঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর প্রতিবাদে রেললাইনে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ । ঘটনাস্থানে পৌঁছেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ৷

NRC ও CAA বিরোধিতায় অশান্ত রাজ্য ৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশচন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে বিরোধিতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের ৷ এদিন দুপুরে ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদকারীরা ৷ এরপর রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ ।

দেখুন ভিডিয়ো

যদিও গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি ।

মালদা, ১৫ ডিসেম্বর : হরিশচন্দ্রপুরের পরে ভালুকা রোড স্টেশন ৷ নাগরিকপঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর প্রতিবাদে রেললাইনে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ । ঘটনাস্থানে পৌঁছেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ৷

NRC ও CAA বিরোধিতায় অশান্ত রাজ্য ৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশচন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে বিরোধিতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের ৷ এদিন দুপুরে ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদকারীরা ৷ এরপর রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ ।

দেখুন ভিডিয়ো

যদিও গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি ।

Intro:মালদা, ১৫ ডিসেম্বরঃ হরিশ্চন্দ্রপুরের পরে ভালুকা রোড স্টেশন৷ এনআরসি ও সিএএ’র প্রতিবাদে রবিবার ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে প্রতিবাদকারীরা৷ রেললাইনে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ৷ ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷ রেল সূত্রে জানা গেছে, সকালে ভালুকা রোড থেকে কাটিহার-মালদা প্যাসেঞ্জার ট্রেনের পর ভালুকা রোড থেকে আর কোনও ট্রেন নেই৷ Body:এনআরসি ও সিএএ বিরোধিতায় অশান্ত রাজ্য৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশ্চন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে এনআরসি ও সিএএ’র বিরোধীতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের৷ এদিন দুপুরে এই দুই আইনের বিরোধীতায় ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদকারীরা৷ রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ৷ ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷Conclusion:গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি৷ তবে রেল সূত্রে জানা গেছে, এদিন সকালে কাটিহার-মালদা প্যাসেঞ্জার ট্রেনের পর ভালুকা রোড স্টেশন থেকে আর কোনও ট্রেন নেই৷
Last Updated : Dec 15, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.