মালদা, 7 মে : ইটিভি ভারতের খবরের জেরে নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন । আজ অভিযানে নেমে মালদা শহরের বেশ কিছু শপিং মল বন্ধ করল ইংরেজবাজার থানার পুলিশ । পাশাপাশি শপিং মল কর্তৃপক্ষগুলিকে সরকারি নির্দেশিকা মেনে চলতে বলে পুলিশ প্রশাসন ।
বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে শপিং মল, বার, রেস্তরাঁ, পার্লার, জিম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । বাজার-হাটসহ অন্যান্য দোকানের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । তবে গতকাল সরকারি নির্দেশ অমান্য করেই শপিং মল খোলা রাখার ছবি ধরা পড়েছিল মালদা শহরে । শুধু তাই নয়, সামাজিক দূরত্ব না মেনেই একসঙ্গে বাজার করতে দেখা গিয়েছিল ক্রেতাদের । সংবাদ মাধ্যমকে ছবি করতে দেখে ক্রেতাদের ভেতরে রেখেই তড়িঘড়ি বন্ধ করা হয়েছিল শপিং মল ।
আরও পড়ুন : 3 দিনে মালদা মেডিকেলে মৃত 10 করোনা আক্রান্ত, পথে নামল পুলিশ
ইটিভি ভারতের সেই খবর প্রকাষ হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । অভিযান চালায় পুলিশ । বন্ধ করে দেওয়া হয় মালদা শহরের বেশ কয়েকটি শপিং মল । সরকারি নির্দেশিকা মেনে চলার জন্যে শপিং মল কর্তৃপক্ষদের সতর্কও করা হয়েছে । পাশাপাশি শহরের মানুষকে মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি কাজ করার জন্য মাইকিং করা হয় ।