ETV Bharat / state

Adhir Ranjan Chawdhury: অনন্ত মহারাজকে এখনই গ্রেফতার করা উচিত, পৃথক রাজ্য ইস্যুতে দাবি অধীরের - Bengal partition issue

গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের মুখে শোনা গিয়েছে পৃথক রাজ্যের কথা (Bengal partition issue) ৷ রাজ্য ভাগের বিরোধিতা করে এবার তাঁর গ্রেফতারির দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chawdhury demands arrest of Ananta Maharaj) ৷

ETV Bharat
Adhir Ranjan Chawdhury
author img

By

Published : Nov 5, 2022, 5:02 PM IST

Updated : Nov 5, 2022, 6:18 PM IST

মালদা, 5 নভেম্বর: "শুধু অনন্ত মহারাজ কেন, যারাই বাংলা ভাগ চাইবে, তাদের গ্রেফতার করা উচিত" ৷ শনিবার মালদায় এসে একথাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এদিন রতুয়ার শ্রীপুরে দলীয় সভায় অংশ নিতে যাওয়ার আগে কোতওয়ালির খান চৌধুরি ভবনে এই মন্তব্য করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর (Adhir Chawdhury speaks on Bengal partition issue) ৷

সম্প্রতি রাজ্য রাজনীতিতে ফের উঠে এসেছে বাংলা ভাগ ইস্যু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর সঙ্গে বৈঠকের পর একদিন আগেই গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ জানিয়েছিলেন, বাংলা ভাগ হচ্ছেই ৷ উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে ৷ এর আগেও গত মাসে মুখ্যমন্ত্রীর সভার পর তাঁর মুখে শোনা গিয়েছিল পৃথক কোচবিহার রাজ্যের কথা ৷ যদিও এই ইস্যুতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অন্য মত পোষণ করেছেন ৷ শনিবার তিনি উত্তবঙ্গের জেলাগুলিকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

এই প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন অধীর চৌধুরী (Adhir Chawdhury) ৷ তিনি বলেন, “নির্বাচন এগিয়ে আসছে ৷ তাই বাজার গরম করতে বাংলা ভাগের কথা উঠছে ৷ এসব দিল্লি আর কলকাতা মিলেমিশে করে ৷ দিদি আর মোদি মিলেমিশে করে ৷ এরা সব ইস্যু ভাগাভাগি করে নিতে চায় ৷ তাই নাগরিক আইন নিয়ে আবারও হাওয়া গরম করা হচ্ছে ৷ অথচ এই আইন 1955 সালের ৷ কিন্তু এমনভাবে হাওয়া তৈরি করা হচ্ছে যাতে মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে আবার বিপ্লব হবে ৷ এভাবে রাজ্যের সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে ৷ এই সরকার 2019 সালে নাগরিকত্ব আইন পাশ করেছে ৷ অথচ আজও তা চালু হল না ৷ কারণ, ওরা জানে এভাবে নাগরিকত্ব আইন চালু করা যাবে না৷ শুধু বাজার গরম করা হচ্ছে ৷ আর মোদির বিরুদ্ধে দিদি কোনও কথা বলবেন না ৷"

অনন্ত মহারাজকে এখনই গ্রেফতার করা উচিত, পৃথক রাজ্য ইস্যুতে দাবি অধীরের

যাঁরা রাজ্য ভাগের কথা বলছেন তাঁদের গ্রেফতার করা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Chawdhury demands arrest of Ananta Maharaj) ৷ তিনি বলেন,"আর এই অনন্ত মহারাজদের মতো যারা বাংলা ভাগের কথা বলবে, তাদের এখনই গ্রেফতার করা উচিত ৷ সেটা সাধুই হোক কিংবা মৌলবিই হোক৷ এর পিছনে বিজেপি কিংবা তৃণমূলের মদত রয়েছে ৷ বিজেপি বা তৃণমূল, কারও রাজনৈতিক সততা নেই ৷ দিদি চুরি করতে আর চোরকে বাঁচাতে ব্যস্ত ৷ মোদি সিবিআই আর ইডিকে কাজে লাগাচ্ছেন ৷ তাই দিদির মুখে মোদির কথা নেই ৷ আমরা কিছুতেই বাংলা ভাগ মেনে নেব না ৷”

মালদা, 5 নভেম্বর: "শুধু অনন্ত মহারাজ কেন, যারাই বাংলা ভাগ চাইবে, তাদের গ্রেফতার করা উচিত" ৷ শনিবার মালদায় এসে একথাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এদিন রতুয়ার শ্রীপুরে দলীয় সভায় অংশ নিতে যাওয়ার আগে কোতওয়ালির খান চৌধুরি ভবনে এই মন্তব্য করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর (Adhir Chawdhury speaks on Bengal partition issue) ৷

সম্প্রতি রাজ্য রাজনীতিতে ফের উঠে এসেছে বাংলা ভাগ ইস্যু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর সঙ্গে বৈঠকের পর একদিন আগেই গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ জানিয়েছিলেন, বাংলা ভাগ হচ্ছেই ৷ উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে ৷ এর আগেও গত মাসে মুখ্যমন্ত্রীর সভার পর তাঁর মুখে শোনা গিয়েছিল পৃথক কোচবিহার রাজ্যের কথা ৷ যদিও এই ইস্যুতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অন্য মত পোষণ করেছেন ৷ শনিবার তিনি উত্তবঙ্গের জেলাগুলিকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

এই প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন অধীর চৌধুরী (Adhir Chawdhury) ৷ তিনি বলেন, “নির্বাচন এগিয়ে আসছে ৷ তাই বাজার গরম করতে বাংলা ভাগের কথা উঠছে ৷ এসব দিল্লি আর কলকাতা মিলেমিশে করে ৷ দিদি আর মোদি মিলেমিশে করে ৷ এরা সব ইস্যু ভাগাভাগি করে নিতে চায় ৷ তাই নাগরিক আইন নিয়ে আবারও হাওয়া গরম করা হচ্ছে ৷ অথচ এই আইন 1955 সালের ৷ কিন্তু এমনভাবে হাওয়া তৈরি করা হচ্ছে যাতে মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে আবার বিপ্লব হবে ৷ এভাবে রাজ্যের সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে ৷ এই সরকার 2019 সালে নাগরিকত্ব আইন পাশ করেছে ৷ অথচ আজও তা চালু হল না ৷ কারণ, ওরা জানে এভাবে নাগরিকত্ব আইন চালু করা যাবে না৷ শুধু বাজার গরম করা হচ্ছে ৷ আর মোদির বিরুদ্ধে দিদি কোনও কথা বলবেন না ৷"

অনন্ত মহারাজকে এখনই গ্রেফতার করা উচিত, পৃথক রাজ্য ইস্যুতে দাবি অধীরের

যাঁরা রাজ্য ভাগের কথা বলছেন তাঁদের গ্রেফতার করা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Chawdhury demands arrest of Ananta Maharaj) ৷ তিনি বলেন,"আর এই অনন্ত মহারাজদের মতো যারা বাংলা ভাগের কথা বলবে, তাদের এখনই গ্রেফতার করা উচিত ৷ সেটা সাধুই হোক কিংবা মৌলবিই হোক৷ এর পিছনে বিজেপি কিংবা তৃণমূলের মদত রয়েছে ৷ বিজেপি বা তৃণমূল, কারও রাজনৈতিক সততা নেই ৷ দিদি চুরি করতে আর চোরকে বাঁচাতে ব্যস্ত ৷ মোদি সিবিআই আর ইডিকে কাজে লাগাচ্ছেন ৷ তাই দিদির মুখে মোদির কথা নেই ৷ আমরা কিছুতেই বাংলা ভাগ মেনে নেব না ৷”

Last Updated : Nov 5, 2022, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.