মালদা, 5 নভেম্বর: "শুধু অনন্ত মহারাজ কেন, যারাই বাংলা ভাগ চাইবে, তাদের গ্রেফতার করা উচিত" ৷ শনিবার মালদায় এসে একথাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এদিন রতুয়ার শ্রীপুরে দলীয় সভায় অংশ নিতে যাওয়ার আগে কোতওয়ালির খান চৌধুরি ভবনে এই মন্তব্য করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর (Adhir Chawdhury speaks on Bengal partition issue) ৷
সম্প্রতি রাজ্য রাজনীতিতে ফের উঠে এসেছে বাংলা ভাগ ইস্যু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর সঙ্গে বৈঠকের পর একদিন আগেই গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ জানিয়েছিলেন, বাংলা ভাগ হচ্ছেই ৷ উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে ৷ এর আগেও গত মাসে মুখ্যমন্ত্রীর সভার পর তাঁর মুখে শোনা গিয়েছিল পৃথক কোচবিহার রাজ্যের কথা ৷ যদিও এই ইস্যুতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অন্য মত পোষণ করেছেন ৷ শনিবার তিনি উত্তবঙ্গের জেলাগুলিকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি খারিজ করে দিয়েছেন ৷
আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই
এই প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন অধীর চৌধুরী (Adhir Chawdhury) ৷ তিনি বলেন, “নির্বাচন এগিয়ে আসছে ৷ তাই বাজার গরম করতে বাংলা ভাগের কথা উঠছে ৷ এসব দিল্লি আর কলকাতা মিলেমিশে করে ৷ দিদি আর মোদি মিলেমিশে করে ৷ এরা সব ইস্যু ভাগাভাগি করে নিতে চায় ৷ তাই নাগরিক আইন নিয়ে আবারও হাওয়া গরম করা হচ্ছে ৷ অথচ এই আইন 1955 সালের ৷ কিন্তু এমনভাবে হাওয়া তৈরি করা হচ্ছে যাতে মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে আবার বিপ্লব হবে ৷ এভাবে রাজ্যের সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে ৷ এই সরকার 2019 সালে নাগরিকত্ব আইন পাশ করেছে ৷ অথচ আজও তা চালু হল না ৷ কারণ, ওরা জানে এভাবে নাগরিকত্ব আইন চালু করা যাবে না৷ শুধু বাজার গরম করা হচ্ছে ৷ আর মোদির বিরুদ্ধে দিদি কোনও কথা বলবেন না ৷"
যাঁরা রাজ্য ভাগের কথা বলছেন তাঁদের গ্রেফতার করা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Chawdhury demands arrest of Ananta Maharaj) ৷ তিনি বলেন,"আর এই অনন্ত মহারাজদের মতো যারা বাংলা ভাগের কথা বলবে, তাদের এখনই গ্রেফতার করা উচিত ৷ সেটা সাধুই হোক কিংবা মৌলবিই হোক৷ এর পিছনে বিজেপি কিংবা তৃণমূলের মদত রয়েছে ৷ বিজেপি বা তৃণমূল, কারও রাজনৈতিক সততা নেই ৷ দিদি চুরি করতে আর চোরকে বাঁচাতে ব্যস্ত ৷ মোদি সিবিআই আর ইডিকে কাজে লাগাচ্ছেন ৷ তাই দিদির মুখে মোদির কথা নেই ৷ আমরা কিছুতেই বাংলা ভাগ মেনে নেব না ৷”