ETV Bharat / state

"খেতে বেরিয়ে যাচ্ছেন প্রিজ়াইডিং অফিসার, বুথ জ্যাম করছে দুষ্কৃতীরা"

রতুয়ার বাহারাল এলাকার একাধিক বুথে প্রিজ়াইডিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আনলেন উত্তর মালদার CPI(M) প্রার্থী বিশ্বনাথ ঘোষ।

বিশ্বনাথ ঘোষ
author img

By

Published : Apr 23, 2019, 1:19 PM IST

Updated : Apr 23, 2019, 2:01 PM IST

মালদা, ২৩ এপ্রিল : রতুয়ার বাহারাল এলাকার একাধিক বুথে প্রিজ়াইডিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আনলেন উত্তর মালদার CPI(M) প্রার্থী বিশ্বনাথ ঘোষ। আজ এলাকার ৭৩ থেকে ৮২ নম্বর বুথ ঘুরে দেখেন তিনি।

ভিডিয়োয় শুনুন বিশ্বনাথ ঘোষের বক্তব্য

পরে বিশ্বনাথ ঘোষ বলেন, "বিশেষত ৭৮ ও ৮১ নম্বর বুথে প্রিজ়াইডিং অফিসাররা খাবার নাম করে, প্রস্রাবের নাম করে বুথের বাইরে বেরিয়ে যাচ্ছেন। বুথ জ্যাম হয়ে যাচ্ছে। বিষয়টি কমিশনকে জানিয়েছি।"

অভিযোগ পাওয়ার পরেই ওই বুথগুলি পরিদর্শন করেন পুলিশ অবজ়ারভার। যদিও এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

মালদা, ২৩ এপ্রিল : রতুয়ার বাহারাল এলাকার একাধিক বুথে প্রিজ়াইডিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আনলেন উত্তর মালদার CPI(M) প্রার্থী বিশ্বনাথ ঘোষ। আজ এলাকার ৭৩ থেকে ৮২ নম্বর বুথ ঘুরে দেখেন তিনি।

ভিডিয়োয় শুনুন বিশ্বনাথ ঘোষের বক্তব্য

পরে বিশ্বনাথ ঘোষ বলেন, "বিশেষত ৭৮ ও ৮১ নম্বর বুথে প্রিজ়াইডিং অফিসাররা খাবার নাম করে, প্রস্রাবের নাম করে বুথের বাইরে বেরিয়ে যাচ্ছেন। বুথ জ্যাম হয়ে যাচ্ছে। বিষয়টি কমিশনকে জানিয়েছি।"

অভিযোগ পাওয়ার পরেই ওই বুথগুলি পরিদর্শন করেন পুলিশ অবজ়ারভার। যদিও এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Intro:মালদা, ২২ এপ্রিল : ভোটের আগে কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদা জেলার দুই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী৷ তাঁদের অভিযোগ, গতকাল রাত থেকেই বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কার্যকলাপ৷ একই অভিযোগ এনে জেলা নির্বাচন আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএমও৷ যদিও তৃণমূলের দাবি, ভোটে হার নিশ্চিত জেনে বিরোধীরা এসব অভিযোগ আনতে শুরু করেছে৷ Body:আজ কোতওয়ালিতে ইশা খান জানান, "আমাদের দাবি অনুযায়ী এই জেলার পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে৷ প্রায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীও নিয়োগ করা হচ্ছে৷ এতে আমরা খুশি৷ এতে মানুষের কাছে ভালো বার্তা গিয়েছে৷ মানুষ এবার সাহস করে ভোট দিতে পারবে৷ আগামীকাল নির্বাচন পরিচালনার জন্য আমরা মালদা শহরে দুটি আইটি সেল খুলছি৷ কারোর কোনও সমস্যা হলে তাঁরা যেন ভিডিয়ো রেকর্ডিং করে আমাদের কাছে পাঠান৷ আমরা দ্রুত ব্যবস্থা নেব৷ তবে আমাদের আরও একটি দাবি রয়েছে৷ বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতীকে এখনও গ্রেপ্তার করা হয়নি৷ ভোটের আগে তাদের গ্রেপ্তার করার জন্য গতকাল আমরা বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে আবেদন জানিয়েছি৷ তাঁকে প্রতিটি দুষ্কৃতীর ক্রিমিনাল রেকর্ড দেওয়া হয়েছে৷ মালদার দুই কেন্দ্রের ক্ষেত্রেই সেই নামের তালিকা তাঁকে দেওয়া হয়েছে৷ আমরা শুনতে পাচ্ছি, গতকাল রাতে তালিকায় নাম থাকা এক দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে৷ আজ আমরা পুলিশ সুপারের সঙ্গেও এই দাবি নিয়ে দেখা করছি৷ আমরা চাইছি, মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিক৷ গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল শাসকদল৷ এই নির্বাচনে মানুষ যেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে৷"
         পুলিশ সুপারের দপ্তরে উপস্থিত হয়ে আবু হাসেম খান চৌধুরি বলেন, "গতকাল রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জেলার বিভিন্ন এলাকায় মানুষকে ভয় দেখাতে শুরু করেছে৷ মানুষকে তারা হুমকি দিচ্ছে৷ এই জেলায় নতুন পুলিশ সুপার এসেছেন৷ তাঁকে সেই বিষয়গুলি জানাতে এসেছি৷ তবে কমিশনের নির্বাচনি ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হব আগামীকালের পর৷ ফরাক্কা ও সামশেরগঞ্জের ওসি ও আইসিকে অপসারণ করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলাম৷ আজ আমাদের সেই দাবি মেনে নেওয়া হয়েছে৷"
         এদিকে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র আজ অভিযোগ করেন, "গতকাল রাত থেকেই আমরা খবর পাচ্ছি রতুয়া, মালতিপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের বাহারাল, চন্দ্রপাড়া, জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটারদের কাছ থেকে এপিক কার্ড নিয়ে নেওয়া হচ্ছে৷ যাতে তাঁরা ভোট দিতে যেতে না পারেন৷ মূলত তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটাচ্ছে৷ তারা নিজেরা যাতে ভোট দিয়ে দিতে পারে তার জন্যই এই কাণ্ড ঘটাচ্ছে৷ রিগিং করার এটা নতুন কৌশল৷ এই কৌশলেই আগামীকাল তারা বুথ দখল করতে চাইছে৷ আধা সামরিক বাহিনী থাকায় পঞ্চায়েতের কৌশলে তারা এবার আর ভোট লুট করতে পারবে না৷ তাই তাদের এই নতুন কৌশল৷ অবশ্য শুধু তৃণমূল নয়, কোথাও কোথাও বিজেপিও এই কৌশল নিয়েছে৷ রাজ্য পুলিশের উপর আমাদের কোনও ভরসা নেই৷ নির্বাচন কমিশনের কাছে আমরা এই ব্যাপারে অভিযোগ জানাচ্ছি৷ তবে রাজ্য প্রশাসন এই ব্যাপারে কোনও ব্যবস্থা নেবে বলে আমাদের মনে হয় না৷ গতকাল আমরা বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছ থেকে জেনেছি, জেলার ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ কিন্তু কোন কোন বুথে সেই বাহিনী থাকবে তা এখনও বুঝতে পারছি না৷ আমরা সেটা জানতে চেয়েছি৷"
Conclusion:         তবে কংগ্রেস ও সিপিএমের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা যুব তৃণমূল সভাপতি, উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নির্বাচনি এজেন্ট অম্লান ভাদুরি৷ তিনি বলেন, "কংগ্রেসের বুথ লেভেলে সংগঠন আর নেই৷ এখন কংগ্রেস-সিপিএম-বিজেপি একজোট হয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ এনে অবজারভার এবং নির্বাচনি কর্তাদের ব্যতিব্যস্ত করছে৷ ৭০ শতাংশ বুথে এদের পোলিং এজেন্ট দেওয়ারও ক্ষমতা নেই৷ শুধুমাত্র অভিযোগ করে বাজার ধরে রাখার চেষ্টা৷ সব ভিত্তিহীন অভিযোগ৷ লোকসভা নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত একটি ঝামেলার ঘটনাও আমাদের চোখে পড়েনি৷ উলটে আমরা শুনেছি, গতকাল রাতে রতুয়ায় কংগ্রেসের একজন নেতা বোমা বাঁধতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে৷ আর পঞ্চায়েত ভোটে মালদা জেলায় দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল৷ পঞ্চায়েত নির্বাচনেও মালদা জেলায় সন্ত্রাস কোথাও হয়নি৷ হেরে যাওয়ার ভয়ে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে৷"
Last Updated : Apr 23, 2019, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.