মালদা, 4 মে: স্লোগান এক, অভিযোগ এক, এমনকী যে দলের বিরুদ্ধে স্লোগান ছুঁড়ে দেওয়া হচ্ছে সেই দলও এক ৷ শুধু বদলে গিয়েছে পাত্র ৷ এতদিন যে 'চোর' স্লোগান শুনতে হয়েছিল তৃণমূলের পার্থ চট্টোপাধ্য়ায় অথবা অনুব্রত মণ্ডলকে, এবার সেই স্লোগানেই বিদ্ধ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী বিক্ষোভের মুখেও পড়তে হল তাঁকে ৷ তবে বৃহস্পতিবার অভিষেককে ঘিরে যে বিক্ষোভ দেখানো হল, তার পিছনে ছিল গ্রামবাসীদের অভিযোগের ফিরিস্তি ৷
জেলায় দ্বিতীয় দিনেই তাল কাটল নবজোয়ারের ৷ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধি ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ৷ উঠল 'চোর' স্লোগান ৷ বৃহস্পতিবারের বারবেলায় এমন ঘটনার সাক্ষী থাকল ইংরেজবাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাটটারি এলাকা ৷ গ্রামবাসীদের বিক্ষোভ এমন মারাত্মক আকার ধারণ করে যে, গাড়ি থেকে নেমে এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে দেখা যায় অভিষেককেও ৷ বেশ কিছুক্ষণ উত্তেজিত গ্রামবাসীদের বোঝানোর চেষ্টার পর শেষে ফের গাড়িতে উঠে যান অভিষেক ৷ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক চলাকালীন এই ঘটনা শোরগোল ফেলেছে জেলার রাজনৈতিক মহলে ৷ যদিও এবিষয়ে এখনও জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ ঘটনার জেরে যে যথেষ্ট চাপে রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব তা তাদের মুখে কুলুপ আঁটা থেকেই স্পষ্ট ৷
জেলায় জনসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে রতুয়া থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক ৷ মানিকচকের এনায়েতপুরে তিনি জনসভায় বক্তব্যও রাখেন ৷ সেখান থেকে চলে আসেন ইংরেজবাজারে ৷ মিলকি হয়ে তিনি মোথাবাড়ির দিকে যাত্রা শুরু করেন ৷ পথে বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাটটারিতে তাঁর কনভয় আটতে দেন গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, অভিষেককে গ্রামবাসীদের কথা শুনতে হবে ৷ গ্রামবাসীদের সরাতে পুলিশ প্রাথমিকভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয় ৷ গ্রামবাসীরা মূলত ওই পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান-সহ ইংরেজবাজার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরকারের কোটি কোটি টাকা তছরুপ করার অভিযোগে এদিন অভিষেকের সামনেই সরব হয়েছেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি থেকে নেমে আসতে হয় অভিষেককে ৷ গ্রামবাসীদের কাছে সব শুনে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন ৷ এরপরেই ক্ষোভ কমে গ্রামবাসীদের ৷ অভিষেকের কনভয় ফের মোথাবাড়ির দিকে চলতে শুরু করে ৷
বিক্ষোভকারী এক গ্রামবাসী সালাম শেখ বলেন, “আমরা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছি না ৷ সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লুঠপাট হচ্ছে ৷ এখানে ছয় কোটি টাকা দিয়ে ক্যানাল সংস্কারের কাজ আমরা করেছি ৷ অথচ এক টাকাও এখনও পাইনি ৷ পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সব টাকা আত্মসাৎ করেছে ৷" গ্রামবাসীদের অভিযোগ, এই টাকা লুঠপাটের সঙ্গে জড়িত রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি প্রতিভা সিংহও ৷ পাশাপাশি এই বিষয়ে সরব হলে গ্রামবাসীদের পুলিশের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ৷ এদিন সালাম শেখ বলেন, "আমরা অভিষেককে সাফ জানিয়েছি, প্রতিভা সিংহকে পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া যাবে না ৷ ওকে সাসপেন্ড করতে হবে ৷ অভিষেকদা আমাদের কথা শুনেছেন ৷ তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন ৷”
আরও বলুন: ময়নার বিজেপি নেতাকে পুলিশের নেতৃত্বে খুন করা হয়েছে, দাবি এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের