ETV Bharat / state

Abhishek Banerjee Silent ED Raids: আয়কর ও ইডি হানা নিয়ে মালদার জনসভায় নীরব অভিষেক, অবাক জেলা নেতৃত্ব - লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি সরকারের

মালদায় নবজোয়ার কর্মসূচিতে গিয়েও কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে নীরব থাকলেন অভিষেক ৷ সামসি কলেজ ময়দান থেকে পঞ্চায়েত এবং 24-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেও এজেন্সি হানা নিয়ে চুপ থাকলেন তিনি ৷

Etv Bharat
মালদার জনসভায় অভিষেক
author img

By

Published : May 3, 2023, 9:07 PM IST

মালদার জনসভায় অভিষেক

মালদা, 3 মে: মালদা জেলায় জনসংযোগ যাত্রা কর্মসূচির প্রথম দিনের সভায় কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যদিও জেলাতেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং দলীয় নেতার বাড়িতে ইডি বা আয়কর হানা নিয়ে মুখে কুলুপ এঁটে রইলেন অভিষেক ৷ এ বিষয়ে অবশ্য একটিও মন্তব্য শোনা গেল না অভিষেকের গলায় ৷

বুধবার বিকালে সামসি কলেজ ময়দানে গ্রাম জনসংযোগ এবং নবজোয়ার যাত্রার জনসভায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখান থেকেই সামনে রাজ্যের পঞ্চায়েত এবং 24-এর লোকসভা নির্বাচনের ডঙ্কা কার্যত বাজিয়ে দিলেন তিনি ৷ তবে এদিনের জনসভা থেকে তিনি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বা মালদার দলীয় নেতা হেমন্ত শর্মার বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর হানা নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না অভিষেক ৷ যার জেরে কিছুটা হলেও অবাক জেলা তৃণমূল নেতৃত্ব ৷ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিষেকের মুখ বন্ধ রাখা নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যেই কানাঘুষো শুরু হয়েছে ৷ আলোচনা শুরু হয়েছে সভায় মানুষের উপস্থিতি নিয়েও ৷ এই ইস্যুতে তাঁর মুখ বন্ধ রাখা নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যেই কানাঘুষো শুরু হয়েছে ৷

এদিন অভিষেক বলেন, "25 এপ্রিল থেকে আমি এই কর্মসূচি শুরু করেছি ৷ 60 দিন ধরে রাজ্য জুড়ে ঘুরব ৷ আমরা মানুষকে বলছি, আপনাদের প্রার্থী আপনারা নির্বাচিত করুন ৷ মানুষ যাকে মান্যতা দেবে, পঞ্চায়েত ভোটে তাঁকেই তৃণমূল প্রার্থী করবে ৷" এরপরই বিজেপির বৈমাতৃসুলভ আচরণ আর দিল্লির দাদাগিরির বিরুদ্ধে আগামীতে লড়াইয়ের ঝাঁঝ বাড়বে বলেও জানান অভিষেক ৷ তিনি বলেন, "মানুষের পঞ্চায়েত আমাদের গড়তে হবে ৷ কারণ, কেন্দ্রের বিজেপির সরকার বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে ৷ তার বিরুদ্ধে আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব ৷ মানুষ চাইলে সেই আন্দোলন সফল হবেই ৷" সেই সঙ্গে, একুশের ভোটে হেরে গিয়ে বিজেপি সরকার বাংলায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলেও এদিনের সভা থেকে ফের অভিযোগ করেছেন অভিষেক ৷

100 দিনের কাজ করেও মজুরি পাচ্ছে না রাজ্যের মানুষ ৷ পাশাপাশি দু'বছরে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য 10 পয়সাও বরাদ্দ করেনি বলেও দাবি করেন অভিষেক ৷ এদিন অভিষেক বলেন, "যে আপনার স্বার্থ দেখবে, তাকেই ভোট দেবেন ৷ বিজেপি-কংগ্রেস মানুষকে শুধু মিথ্যে কথা বলে ৷"

100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা হোক বা ভোটের রাজনীতি, সব জনসভাতেই সে বিষয়ে সরব হতে দেখা গিয়েছে অভিষেককে ৷ কিন্তু, এদিনই যখন কার্যত সারাদিন ধরে বিধায়ক এবং দলের জেলা নেতার বাড়িতে ইডি ও আয়কর দফতরের তল্লাশি অভিযান চলল, সে বিষয়ে কেন একটি শব্দও উচ্চারণ করলেন না অভিষেক, তা নিয়েই কানাঘুষো শুরু হয়েছে দলের অন্দরে ৷ অন্যদিকে, এদিন সামসি কলেজ ময়দানে মানুষের উপস্থিতি দেখে খুব একটা খুশি হতে পারেননি অভিষেক ৷ সেকথা তিনি দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন বলেও খবর মিলেছে ৷ পুলিশের একটি সূত্র বলছে, জনসভায় মেরেকেটে এদিন হাজার সাতেক মানুষ উপস্থিত হয়েছিলেন ৷

আরও পড়ুন: অনুব্রতর গড়ে ট্রেন থামতেই মমতার হাতে চপ-মুড়ি তুলে দিলেন কর্মীরা

মালদার জনসভায় অভিষেক

মালদা, 3 মে: মালদা জেলায় জনসংযোগ যাত্রা কর্মসূচির প্রথম দিনের সভায় কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যদিও জেলাতেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং দলীয় নেতার বাড়িতে ইডি বা আয়কর হানা নিয়ে মুখে কুলুপ এঁটে রইলেন অভিষেক ৷ এ বিষয়ে অবশ্য একটিও মন্তব্য শোনা গেল না অভিষেকের গলায় ৷

বুধবার বিকালে সামসি কলেজ ময়দানে গ্রাম জনসংযোগ এবং নবজোয়ার যাত্রার জনসভায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখান থেকেই সামনে রাজ্যের পঞ্চায়েত এবং 24-এর লোকসভা নির্বাচনের ডঙ্কা কার্যত বাজিয়ে দিলেন তিনি ৷ তবে এদিনের জনসভা থেকে তিনি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বা মালদার দলীয় নেতা হেমন্ত শর্মার বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর হানা নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না অভিষেক ৷ যার জেরে কিছুটা হলেও অবাক জেলা তৃণমূল নেতৃত্ব ৷ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিষেকের মুখ বন্ধ রাখা নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যেই কানাঘুষো শুরু হয়েছে ৷ আলোচনা শুরু হয়েছে সভায় মানুষের উপস্থিতি নিয়েও ৷ এই ইস্যুতে তাঁর মুখ বন্ধ রাখা নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যেই কানাঘুষো শুরু হয়েছে ৷

এদিন অভিষেক বলেন, "25 এপ্রিল থেকে আমি এই কর্মসূচি শুরু করেছি ৷ 60 দিন ধরে রাজ্য জুড়ে ঘুরব ৷ আমরা মানুষকে বলছি, আপনাদের প্রার্থী আপনারা নির্বাচিত করুন ৷ মানুষ যাকে মান্যতা দেবে, পঞ্চায়েত ভোটে তাঁকেই তৃণমূল প্রার্থী করবে ৷" এরপরই বিজেপির বৈমাতৃসুলভ আচরণ আর দিল্লির দাদাগিরির বিরুদ্ধে আগামীতে লড়াইয়ের ঝাঁঝ বাড়বে বলেও জানান অভিষেক ৷ তিনি বলেন, "মানুষের পঞ্চায়েত আমাদের গড়তে হবে ৷ কারণ, কেন্দ্রের বিজেপির সরকার বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে ৷ তার বিরুদ্ধে আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব ৷ মানুষ চাইলে সেই আন্দোলন সফল হবেই ৷" সেই সঙ্গে, একুশের ভোটে হেরে গিয়ে বিজেপি সরকার বাংলায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলেও এদিনের সভা থেকে ফের অভিযোগ করেছেন অভিষেক ৷

100 দিনের কাজ করেও মজুরি পাচ্ছে না রাজ্যের মানুষ ৷ পাশাপাশি দু'বছরে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য 10 পয়সাও বরাদ্দ করেনি বলেও দাবি করেন অভিষেক ৷ এদিন অভিষেক বলেন, "যে আপনার স্বার্থ দেখবে, তাকেই ভোট দেবেন ৷ বিজেপি-কংগ্রেস মানুষকে শুধু মিথ্যে কথা বলে ৷"

100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা হোক বা ভোটের রাজনীতি, সব জনসভাতেই সে বিষয়ে সরব হতে দেখা গিয়েছে অভিষেককে ৷ কিন্তু, এদিনই যখন কার্যত সারাদিন ধরে বিধায়ক এবং দলের জেলা নেতার বাড়িতে ইডি ও আয়কর দফতরের তল্লাশি অভিযান চলল, সে বিষয়ে কেন একটি শব্দও উচ্চারণ করলেন না অভিষেক, তা নিয়েই কানাঘুষো শুরু হয়েছে দলের অন্দরে ৷ অন্যদিকে, এদিন সামসি কলেজ ময়দানে মানুষের উপস্থিতি দেখে খুব একটা খুশি হতে পারেননি অভিষেক ৷ সেকথা তিনি দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন বলেও খবর মিলেছে ৷ পুলিশের একটি সূত্র বলছে, জনসভায় মেরেকেটে এদিন হাজার সাতেক মানুষ উপস্থিত হয়েছিলেন ৷

আরও পড়ুন: অনুব্রতর গড়ে ট্রেন থামতেই মমতার হাতে চপ-মুড়ি তুলে দিলেন কর্মীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.