মালদা, 19 ডিসেম্বর : নেশার টাকা চেয়েও না পাওয়ায় বিবিকে আগুনে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহেশপুর এলাকায়৷ এই ঘটনায় শওহরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতের আব্বার বাড়ির লোকজন ৷ অভিযোগের ভিত্তিতে শওহরকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ আজ মালদা মেডিকেলে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে ৷
নিহত বধূর নাম সাবিনা ইয়াসমিন ৷ বয়স 22 বছর ৷ বছর চারেক আগে তাঁর বিয়ে হয় মহেশপুর গ্রামের বাবুয়া শেখের সঙ্গে ৷ বাবুয়া পেশায় দিনমজুর ৷ কিন্তু সম্প্রতি সে কোনও কাজকর্ম করত না বলে অভিযোগ ৷ ইদানিং সে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছিল ৷ জুয়াও খেলত ৷ এনিয়ে বছরখানেক ধরেই শওহর-বিবির মধ্যে ঝামেলা চলছিল ৷ অভিযোগ, গত পরশু রাতে বিবি সাবিনার কাছে গাঁজা কেনার টাকা চেয়েছিল বাবুয়া । না পেয়ে সে সাবিনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় ৷ গুরুতর অগ্নিদ্বগ্ধ অবস্থায় সাবিনাকে মালদা মেডিকেলে ভরতি করা হলে গতকাল মাঝরাতে মারা যান তিনি ৷ এই ঘটনায় আজ ইংরেজবাজার থানায় বাবুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবিনার আব্বা ৷ অভিযোগ পেয়েই বাবুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
সাবিনার জা জুলেখা বিবি বলেন,"ওদের মধ্যে প্রতিদিনই অশান্তি হত ৷ নেশা করার জন্য ভাসুর জায়ের কাছে টাকা চাইত । টাকা না দিলেই শুরু হত অশান্তি ৷ গত পরশু রাতেও নেশা করে বাড়ি ফিরে ভাসুর জায়ের কাছে ফের নেশা করার টাকা চায় ৷ টাকা না দেওয়ায় ভাসুর, জায়ের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷ টের পেয়ে আমিই জাকে উদ্ধার করি ৷ তাঁকে মালদা মেডিকেলে ভরতি করি ৷ গতকাল রাতে সে মারা গিয়েছে ৷ আজ আমরা ভাসুরের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় এসেছি ।" সাবিনার আব্বা একরাজুল শেখ বলেন, "চার বছর আগে দেখাশোনা করে মেয়ের নিকাহ্ দিয়েছিলাম ৷ নিকাহের পর থেকেই ওর সংসারে অশান্তি ৷ জামাই কোনও কাজ করত না ৷ আমিই টাকা দিয়ে আসতাম ৷ গত পরশু রাতেও আমি 500 টাকা দিয়ে এসেছিলাম ৷ নেশা করার জন্য জামাই মেয়ের কাছে সেই টাকা দাবি করে ৷ টাকা না দেওয়ায় ও মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ গতকাল রাতে মেয়ে মারা গিয়েছে ৷ আজ আমি বাবুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ ওকে গ্রেপ্তার করেছে ৷ আমি ওর কঠোর শাস্তি দাবি করছি ৷”
আরও পড়ুন : পণের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ, গ্রেপ্তার শওহর ও শাশুড়ি
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শওহরকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে ৷ তার রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ৷ ধৃতকে আগামীকাল জেলা আদালতে পেশ করা হবে ৷