ETV Bharat / state

কলের জল নিয়ে বচসার জেরে যুবতিকে হাঁসুয়ার কোপ - water problem

জল ভরাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। এই ঘটনায় রূপালি বিবি নামে এক যুবতি আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত যুবতি রূপালি বিবি
author img

By

Published : Mar 26, 2019, 12:29 PM IST

Updated : Mar 26, 2019, 12:49 PM IST

মালদা, ২৬ মার্চ : কলের জল নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে যুবতিকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আক্রান্ত যুবতির নাম রূপালি বিবি (২০)। ঘটনাটি ঘটেছে মানিকচকের ধরমপুরের সালাবাদগঞ্জ গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

ভিড়িয়োয় শুনুন বক্তব্য

তিন বছর আগে শেখ আইজ়ুলের সঙ্গে রূপালি বিবির নিকাহ হয়। তাঁদের ২ বছরের এক ছেলে আছে। শেখ আইজ়ুলের বাড়িতে একটি জলের কল আছে। সেই কল থেকেই পরিবারের সবাই জল নেন। অভিযোগ, গতকাল সন্ধ্যায় রূপালি বিবি বাড়ির কলে জল নিতে গেলে তাঁকে বাধা দেয় ননদ সেবি খাতুন। প্রতিবাদ করায় শাশুড়ি তাবরুন বিবি, দেওর শেখ সইয়ুর সহ দুই ননদ সেবি খাতুন ও রেবি খাতুন হাঁসুয়া ও বাঁশ নিয়ে রূপালির উপর চড়াও হয়। হাঁসুয়ার কোপে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। গতরাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে রূপালি বিবি সেখানেই চিকিৎসাধীন।

রূপালি বিবির আম্মা মঞ্জুরা বেওয়া জানান, "আমার মেয়ে জল নিতে গেছিল। সেই সময় রূপালির ননদ জল নিতে দেবে না বলে তাঁকে ধাক্কা মারে। কিছুক্ষণ বচসার পর জামাই বাজারে চলে যায়। তারপর রূপালির শাশুড়ি হাঁসুয়া নিয়ে তাঁর মাথায় কোপ মারে। মেয়ের দেওর ও ননদরা বাঁশ দিয়ে তাঁকে মারধর করে।"

মালদা, ২৬ মার্চ : কলের জল নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে যুবতিকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আক্রান্ত যুবতির নাম রূপালি বিবি (২০)। ঘটনাটি ঘটেছে মানিকচকের ধরমপুরের সালাবাদগঞ্জ গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

ভিড়িয়োয় শুনুন বক্তব্য

তিন বছর আগে শেখ আইজ়ুলের সঙ্গে রূপালি বিবির নিকাহ হয়। তাঁদের ২ বছরের এক ছেলে আছে। শেখ আইজ়ুলের বাড়িতে একটি জলের কল আছে। সেই কল থেকেই পরিবারের সবাই জল নেন। অভিযোগ, গতকাল সন্ধ্যায় রূপালি বিবি বাড়ির কলে জল নিতে গেলে তাঁকে বাধা দেয় ননদ সেবি খাতুন। প্রতিবাদ করায় শাশুড়ি তাবরুন বিবি, দেওর শেখ সইয়ুর সহ দুই ননদ সেবি খাতুন ও রেবি খাতুন হাঁসুয়া ও বাঁশ নিয়ে রূপালির উপর চড়াও হয়। হাঁসুয়ার কোপে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। গতরাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে রূপালি বিবি সেখানেই চিকিৎসাধীন।

রূপালি বিবির আম্মা মঞ্জুরা বেওয়া জানান, "আমার মেয়ে জল নিতে গেছিল। সেই সময় রূপালির ননদ জল নিতে দেবে না বলে তাঁকে ধাক্কা মারে। কিছুক্ষণ বচসার পর জামাই বাজারে চলে যায়। তারপর রূপালির শাশুড়ি হাঁসুয়া নিয়ে তাঁর মাথায় কোপ মারে। মেয়ের দেওর ও ননদরা বাঁশ দিয়ে তাঁকে মারধর করে।"

Intro:মালদা, ৫ মার্চঃ মদ্যপানের প্রতিবাদ করায় স্বামীর হাতে আক্রান্ত হলেন স্ত্রী৷ গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুরের মঙ্গলপুরা এলাকায়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি৷Body:১২ বছর আগে হবিবপুরের মঙ্গলপুরা গ্রামের অরুণ সিংয়ের সঙ্গে বিয়ে হয় সৌরভি সিংহের৷ তাঁদের দুই মেয়ে৷ অরুণ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে৷ পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে অরুণ৷ অভিযোগ, গতকাল রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে অরুণ৷ বাড়ি ফিরে স্ত্রী ও মেয়েদের গালিগালাজ শুরু করে অরুণ৷ প্রতিবাদ করতেই পাশে থাকা লাঠি নিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে অরুণ৷ পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ শারীরিক অবস্থার অবণতি হওয়ায় সৌরভিদেবীকে রাতেই মালদা মেডিকেলে ভর্তি করা হয়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি৷Conclusion:সৌরভিদেবীর শাশুড়ি উলাসি সিং জানান, গতরাতে মদ্যপ অবস্থায় তাঁর ছেলে বাড়ি ফেরে৷ সেই সময় সৌরভি ছেলেকে মদ্যপান করতে নিষেধ করে৷ নেশার ঝোঁকে পাশে থাকা লাঠি তুলে সৌরভির মাথায় আঘাত করে অরুণ৷ সৌরভি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷
Last Updated : Mar 26, 2019, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.