মালদা, 29 অক্টোবর: 20 কেজি 600 গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ । একটি ছোটো গাড়িতে ব্রাউন সুগার কিংবা গাঁজা পাচার করা হচ্ছে বলে ইংরেজবাজার থানার কাছে খবর আসে । সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ ৷
ইংরেজবাজার থানার পুলিশ অফিসার অনুপ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল বাধাপুকুর এলাকায় হানা দিয়ে গাড়িটিকে আটক করে । গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি গাঁজার বস্তা । গ্রেপ্তার করা হয় উত্তম মণ্ডল নামে এক ব্যক্তিকে । ধৃতের বাড়ি গাজোল থানার চিতকুল বড়োকোনা এলাকায় ।
ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, “গতরাতে আমাদের থানার পুলিশ অফিসার ও কর্মীরা নিরঞ্জনের ডিউটিতে ছিলেন । সেই সময় আমাদের কাছে তথ্য আসে গাজোল থেকে WB 65 B 1128 নম্বরের একটি ছোটো গাড়িতে ব্রাউন সুগার কিংবা গাঁজার মতো কিছু মাদক পাচারের ছক কষছে । সেই তথ্যের ভিত্তিতে আমাদের অফিসার অনুপ সিংয়ের নেতৃত্বে পুলিশকর্মীরা ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে 10 কেজি 100 গ্রাম ও 10 কেজি 500 গ্রামের দুটি গাঁজার বস্তা উদ্ধার করেন । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় 2 লাখ টাকা । এই ঘটনায় গাজোলের চিতপুর এলাকার উত্তম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাজোল থেকে উদ্ধার হওয়া গাঁজা কালিয়াচকের কারও হাতে তুলে দেওয়ার কথা ছিল ।”