মালদা, 17 নভেম্বর : শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল । পুরাতন মালদার মোরগ্রাম এলাকার ঘটনা ৷ খবর পেয়ে রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ ৷ এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে ৷ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷
মৃত ব্যক্তির নাম সরজু চৌধুরি(47) ৷ বাড়ি মালদা শহরের নিউ গয়েশপুর এলাকায় ৷ বেশ কয়েক বছর আগে মোরগ্রাম এলাকার এক যুবতির সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের পর তাঁরা মোরগ্রামেই থাকতেন ৷ তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে জানা গিয়েছে ৷ আজ সকালে শ্বশুরবাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে রাস্তার উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ৷
খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে সুরজবাবুর বাড়ির লোকজন ৷ আসে মালদা থানার পুলিশও ৷ পরিবারের সদস্যরা পুলিশকে জানান, দোকান বন্ধের পর গতকাল রাতে আর বাড়িতে ফেরেননি সুরজবাবু ৷ রাতে দোকানে খোঁজখবর নেওয়া হলেও তাঁর কোনও সন্ধান মেলেনি ৷ কোনও বন্ধুবান্ধবও তাঁর সন্ধান দিতে পারেনি ৷ পরিবারের লোকজনের দাবি, পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন ৷ এই ঘটনায় তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ৷
সুরজবাবুর ভাই রঞ্জিৎ চৌধুরি বলেন, “আগে দাদা নিজের পরিবার নিয়েই থাকত ৷ কিন্তু ওর পরিবার দাদাকে মেনে নিতে পারেনি ৷ ওকে কেউ দেখতে পারত না ৷ তাই ও মায়ের কাছে চলে গিয়েছিল ৷ গতকালও দাদা বাড়ি থেকে স্নান করে, খাবার খেয়ে বেরিয়েছিল ৷ দেখে মনে হচ্ছে, ওকে মেরে ফেলা হয়েছে ৷ এই ঘটনায় ওর পরিবারই জড়িত ৷ তবে সাংসারিক ঝামেলায় দাদা মদ্যপান করত ৷ আমি এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করছি ৷”
এদিকে সুরজবাবুর স্ত্রী ববিতা চৌধুরি বলেন, “আগে ও এখানেই থাকত ৷ বছর তিনেক আমাদের সঙ্গে ছিল ৷ তবে গত দু’আড়াই মাস ধরে ও আমাদের এখানে থাকত না ৷ নিউ গয়েশপুরে আমার শ্বশুরবাড়িতে থাকত কিনা সেটাও জানি না ৷ গতকাল ও কখন এলাকায় এসেছে সেটাও আমাদের জানা নেই ৷ আজ সকালে এসে দেখি, রাস্তায় পড়ে রয়েছে ৷ ও খুব নেশা করত ৷ সংসারের কোনও দায়িত্ব পালন করত না ৷ আমার উপর অত্যাচার করত ৷ গালিগালাজ ও মারধর ছিল প্রতিদিনের বিষয় ৷ আজ দেখে মনে হচ্ছে, নেশায় পড়ে গিয়ে ওর মৃত্যু হয়েছে ৷”
অন্যদিকে মালদা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ আজ মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷