ETV Bharat / state

মালদায় উদ্ধার 900 গ্রাম ব্রাউন সুগার, গ্রেপ্তার 2

author img

By

Published : Feb 5, 2021, 3:34 PM IST

মালদা থেকে 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হল। গ্রেপ্তার করা হয়েছে দু জন পাচারকারীকে। তাদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

900 grams brown sugar recovered from malda, 2 arrested
মালদায় উদ্ধার 900 গ্রাম ব্রাউন সুগার

মালদা, 5 ফেব্রুয়ারি: ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায়। 900 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই কারবারিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তাদের সাত দিনের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মালদা থানার পুলিশের সহযোগিতায় স্পেশাল টাস্কফোর্সের একটি দল বুলবুলি মোড় এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 900 গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই দুই কারবারীকে।

আরও পড়ুন: 2 হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 3 মাদক পাচারকারী

মালদা থানার পুলিশ জানিয়েছে, গতকাল ব্রাউন সুগার-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মতিকুল শেখ ও মহম্মদ সুলেমান খান। ধৃতরা কালিয়াচকের দুই এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21 (সি)/29 এমডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেপাজতের রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।

মালদা, 5 ফেব্রুয়ারি: ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায়। 900 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই কারবারিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তাদের সাত দিনের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মালদা থানার পুলিশের সহযোগিতায় স্পেশাল টাস্কফোর্সের একটি দল বুলবুলি মোড় এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 900 গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই দুই কারবারীকে।

আরও পড়ুন: 2 হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 3 মাদক পাচারকারী

মালদা থানার পুলিশ জানিয়েছে, গতকাল ব্রাউন সুগার-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মতিকুল শেখ ও মহম্মদ সুলেমান খান। ধৃতরা কালিয়াচকের দুই এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21 (সি)/29 এমডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেপাজতের রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.