মালদা, 10 ডিসেম্বর: দু'টি প্রাচীন মূর্তির সন্ধান পাওয়া গেল নদীর তীরে ৷ আজ সকালে মালদা শহরে মহানন্দা নদীর তীরে আবর্জনা স্থলের কাছ থেকে মিলল দু'টি প্রাচীন মূর্তি ৷ আপাতত প্রাচীন দু'টি মূর্তি ইংরেজবাজার থানার হেফাজতে রয়েছে (Idols found in Malda) । অনুমান, মূর্তি দু'টি 800 বছরের পুরনো ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল আটটা নাগাদ স্থানীয় বাচ্চারা মহানন্দা নদীর তীরে খেলছিল ৷ সেই সময় তারা মূর্তি দুটি দেখতে পায় । তড়িঘড়ি তারা আশপাশের লোকেদের বিষয়টি জানায় । স্থানীয়রা পুলিশে খবর দেন । দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ সেখান থেকে এই মূর্তি দুটি উদ্ধার করে তারা ।
আরও পড়ুন : Ancient Idol : কুশমণ্ডিতে পুকুর কাটতে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া মূর্তি দু'টির মধ্যে একটি দেবী দুর্গার, অন্যটি ভৈরবের । এখনও পর্যন্ত মূর্তির আকার, আয়তন নিয়ে কোনও মাপজোক করা হয়নি । তবে দেবী দুর্গার মূর্তিটি উচ্চতায় প্রায় 3 ফুট ও ভৈরবের মূর্তিটি 2 ফুটের কাছাকাছি হতে পারে ।
পুলিশের পক্ষ থেকে বিষয়টি মহকুমাশাসকের (সদর) দফতরে জানানো হবে । স্থানীয় এক বাসিন্দা বলেন, "আজ সকালে মিশনঘাট এলাকায় বাচ্চারা খেলছিল ৷ তাদের নজরে আসে মূর্তি দু'টি ।" মূর্তি দুটি পাথরের বলে মনে হচ্ছে, জানান বাসিন্দা । তবে কী ধরনের পাথর তা বলতে পারেননি তিনি । কীভাবে মূর্তি দু'টি নদীর তীরে এল, তাও জানা যায়নি ।
এই এলাকা থেকে এর আগে এরকম কোনও মূর্তির খোঁজ পাওয়া যায়নি । মালদা সংগ্রহশালার এক আধিকারিক জানান, দু'টি মূর্তি উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন । তবে সেগুলি তাঁদের হেফাজতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে তাঁরা কিছুই বলতে পারবেন না ।