ETV Bharat / state

ভেলায় ভাসিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা, উদ্ধার 76 গোরু - cow

গতকাল রাতে কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে মোট 76টি গোরু উদ্ধার করা হয়েছে৷ তবে পাচারকারীদের ধরতে পারেননি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷

উদ্ধার 76 গোরু
author img

By

Published : Jul 27, 2019, 8:18 PM IST

মালদা, 27 জুলাই: বাংলাদেশে পাচারের আগে প্রচুর গোরু উদ্ধার করল BSF ৷ গতকাল রাতে কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে মোট 76টি গোরু উদ্ধার করা হয়েছে৷ তবে পাচারকারীদের ধরতে পারেননি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷

আজ এক প্রেস বিবৃতিতে BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG'র পক্ষ থেকে রবি রঞ্জন জানান, গতকাল রাতে সীমান্ত রক্ষী বাহিনীর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সীমান্তে কিছু পাচারকারীকে দেখতে পান ৷ তারা গঙ্গায় ভাসিয়ে বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করছিল৷ জওয়ানরা স্পিডবোট নিয়ে পাচারকারীদের তাড়া করলে তারা সাঁতরে পালায় ।

তিনি আরও জানান, গঙ্গা থেকে জওয়ানরা 23টি গোরু উদ্ধার করেন ৷ এদিকে নদীতে ভাসিয়ে দেওয়ার আগে উদ্ধার করা হয় আরও 12টি গোরু ৷ গতকাল রাতে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলাতেও বাংলাদেশে পাচারের আগে মোট 41টি গোরু উদ্ধার হয় । গোরুগুলির বাজারমূল্য 4 লাখ 60 হাজার 228 টাকা ৷ তবে কোথাও পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি ৷

মালদা, 27 জুলাই: বাংলাদেশে পাচারের আগে প্রচুর গোরু উদ্ধার করল BSF ৷ গতকাল রাতে কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে মোট 76টি গোরু উদ্ধার করা হয়েছে৷ তবে পাচারকারীদের ধরতে পারেননি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷

আজ এক প্রেস বিবৃতিতে BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG'র পক্ষ থেকে রবি রঞ্জন জানান, গতকাল রাতে সীমান্ত রক্ষী বাহিনীর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সীমান্তে কিছু পাচারকারীকে দেখতে পান ৷ তারা গঙ্গায় ভাসিয়ে বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করছিল৷ জওয়ানরা স্পিডবোট নিয়ে পাচারকারীদের তাড়া করলে তারা সাঁতরে পালায় ।

তিনি আরও জানান, গঙ্গা থেকে জওয়ানরা 23টি গোরু উদ্ধার করেন ৷ এদিকে নদীতে ভাসিয়ে দেওয়ার আগে উদ্ধার করা হয় আরও 12টি গোরু ৷ গতকাল রাতে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলাতেও বাংলাদেশে পাচারের আগে মোট 41টি গোরু উদ্ধার হয় । গোরুগুলির বাজারমূল্য 4 লাখ 60 হাজার 228 টাকা ৷ তবে কোথাও পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি ৷

Intro:মালদা, ২৭ জুলাই : ফের বাংলাদেশে পাচারের আগে প্রচুর গোরু উদ্ধার করল বিএসএফ৷ গতকাল রাতে কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকে মোট ৭৬টি গোরু উদ্ধার করা হয়েছে৷ তবে কোনও ক্ষেত্রেই পাচারকারীদের ধরতে পারেননি সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা৷Body:         এব্যাপারে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি'র পক্ষ থেকে রবি রঞ্জন জানিয়েছেন, গতকাল রাতে সীমান্ত রক্ষীবাহিনীর ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর সীমান্তে কিছু পাচারকারীকে নড়াচড়া করতে দেখেন৷ তারা গঙ্গায় ভাসিয়ে বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করছিল৷ জওয়ানরা স্পিডবোট নিয়ে পাচারকারীদের তাড়া করলে তারা নদী সাঁতরে পালিয়ে যায়৷ গঙ্গা থেকে জওয়ানরা ২৩টি গোরু উদ্ধার করেন৷ এদিকে নদীতে ভাসিয়ে দেওয়ার আগে উদ্ধার করা হয় আরও ১২টি গোরু৷ একইভাবে গতকাল রাতে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা ও নদিয়া জেলাতেও বাংলাদেশ পাচারের আগে মোট ৪১টি গোরু উদ্ধার করা হয়েছে৷ অর্থাৎ গতকাল রাতেই মালদা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পাচারের আগে ৭৬টি গোরু উদ্ধার করেছেন সতর্ক জওয়ানরা৷ উদ্ধার হওয়া গোরুগুলির বাজারমূল্য ৪ লক্ষ ৬০ হাজার ২২৮ টাকা৷ কিন্তু কোথাও পাচারকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি৷ Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.