ETV Bharat / state

অচিনটোলা বাসস্ট্যান্ডে বাজেয়াপ্ত 600 গ্রাম ব্রাউন সুগার, গ্রেপ্তার যুবক

author img

By

Published : Jul 22, 2020, 5:01 PM IST

গোপন সূত্রে খবর পেয়ে অচিনটোলা বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় মোথাবাড়ি থানার পুলিশের একটি দল । সন্দেহভাজন এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় 600 গ্রাম ব্রাউন সুগার ।

600 grams of brown sugar seized at Achintola bus stand, youth arrested
600 grams of brown sugar seized at Achintola bus stand, youth arrested

মালদা, 22 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে 600 গ্রাম ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ । ধৃত যুবককে আজ আদালতে তোলা হয় । বিচারক তাকে 5 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।

গতরাতে পুলিশ অচিনটোলা বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় । সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালায় । উদ্ধার হয় 600 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় ওই যুবককে ।

পুলিশ জানায়, ধৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল । বয়স 27 । কালিয়াচকের জালালপুরের গঙ্গানারায়ণপুরের বাসিন্দা । প্রাথমিক অনুমান, ধৃত যুবক প্যাকেটজাত ওই ব্রাউন সুগার জেলার বাইরে পাচার করার ছক কষে ছিল ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । ওই যুবক ওই নিষিদ্ধ মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, পাশাপাশি এই কারবারে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

মালদা, 22 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে 600 গ্রাম ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ । ধৃত যুবককে আজ আদালতে তোলা হয় । বিচারক তাকে 5 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।

গতরাতে পুলিশ অচিনটোলা বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় । সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালায় । উদ্ধার হয় 600 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় ওই যুবককে ।

পুলিশ জানায়, ধৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল । বয়স 27 । কালিয়াচকের জালালপুরের গঙ্গানারায়ণপুরের বাসিন্দা । প্রাথমিক অনুমান, ধৃত যুবক প্যাকেটজাত ওই ব্রাউন সুগার জেলার বাইরে পাচার করার ছক কষে ছিল ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । ওই যুবক ওই নিষিদ্ধ মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, পাশাপাশি এই কারবারে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.