ETV Bharat / state

মালদায় কোরোনায় আক্রান্ত আরও 6 - malda corona update

মালদায় কোরোনায় আক্রান্ত আরও 6 । মালদা মেডিকেল কলেজ সূত্রে খবর, আক্রান্তরা প্রত্যেকেই ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিক ।

ছবি
ছবি
author img

By

Published : May 28, 2020, 10:08 AM IST

মালদা, 28 মে : গত 24 ঘণ্টায় মালদা জেলায় কোরোনায় আক্রান্ত আরও 6 ৷ গতকাল রাত 11টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে পরীক্ষিত নমুনায় এই তথ্য উঠে এসেছে ৷ তবে, গতকালও সেখানে উত্তর দিনাজপুর থেকে আসা নমুনাগুলির মধ্যে 17টিতে পজ়িটিভ ধরা পড়েছে ৷

মালদা মেডিকেল সূত্রের খবর, গতকাল রাত 11টা পর্যন্ত সেখানে 348টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে মোট 23টি নমুনায় ৷ এখনও সেখানে 731টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ গতকাল রাত 9টা পর্যন্ত সেখানকার ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে 783টি লালার নমুনা ৷ এখনও পর্যন্ত অপরীক্ষিত রয়েছে 4 হাজার 314টি নমুনা ৷ গতকাল যে নমুনাগুলি পজ়িটিভ ধরা পড়েছে, তার মধ্যে 17টি নমুনা উত্তর দিনাজপুর থেকে এখানে এসেছিল ৷ মালদা জেলার 6 জনের নমুনায় কোরোনা ধরা পড়েছে ৷ এঁদের মধ্যে 5 জন মানিকচক ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা ৷ বাকি 1 জনের বাড়ি হবিবপুর ব্লকে ৷ আক্রান্তরা সবাই পরিযায়ী শ্রমিক বলে মেডিকেল সূত্রে খবর পাওয়া গেছে ৷

এনিয়ে মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 133 ৷ আগামী এক সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা কয়েকগুণ বাড়বে বলে মনে করছে প্রশাসনের একাংশ ৷ কারণ, প্রতিদিনই হাজারো শ্রমিক ভিনরাজ্য থেকে জেলায় ফিরে আসছেন ৷ এরই মধ্যে দেশের কোরোনা হটস্পট মহারাষ্ট্র থেকে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে একাধিক শ্রমিক স্পেশাল ট্রেন ৷ তার কয়েকটি মালদাতেই আসবে ৷ এই শ্রমিকদের সবার কীভাবে লালারস পরীক্ষা কিংবা কোয়ারানটিনের ব্যবস্থা করা যাবে, সেই চিন্তাতেই ঘুম উড়েছে সবার ৷

মালদা, 28 মে : গত 24 ঘণ্টায় মালদা জেলায় কোরোনায় আক্রান্ত আরও 6 ৷ গতকাল রাত 11টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে পরীক্ষিত নমুনায় এই তথ্য উঠে এসেছে ৷ তবে, গতকালও সেখানে উত্তর দিনাজপুর থেকে আসা নমুনাগুলির মধ্যে 17টিতে পজ়িটিভ ধরা পড়েছে ৷

মালদা মেডিকেল সূত্রের খবর, গতকাল রাত 11টা পর্যন্ত সেখানে 348টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে মোট 23টি নমুনায় ৷ এখনও সেখানে 731টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ গতকাল রাত 9টা পর্যন্ত সেখানকার ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে 783টি লালার নমুনা ৷ এখনও পর্যন্ত অপরীক্ষিত রয়েছে 4 হাজার 314টি নমুনা ৷ গতকাল যে নমুনাগুলি পজ়িটিভ ধরা পড়েছে, তার মধ্যে 17টি নমুনা উত্তর দিনাজপুর থেকে এখানে এসেছিল ৷ মালদা জেলার 6 জনের নমুনায় কোরোনা ধরা পড়েছে ৷ এঁদের মধ্যে 5 জন মানিকচক ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা ৷ বাকি 1 জনের বাড়ি হবিবপুর ব্লকে ৷ আক্রান্তরা সবাই পরিযায়ী শ্রমিক বলে মেডিকেল সূত্রে খবর পাওয়া গেছে ৷

এনিয়ে মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 133 ৷ আগামী এক সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা কয়েকগুণ বাড়বে বলে মনে করছে প্রশাসনের একাংশ ৷ কারণ, প্রতিদিনই হাজারো শ্রমিক ভিনরাজ্য থেকে জেলায় ফিরে আসছেন ৷ এরই মধ্যে দেশের কোরোনা হটস্পট মহারাষ্ট্র থেকে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে একাধিক শ্রমিক স্পেশাল ট্রেন ৷ তার কয়েকটি মালদাতেই আসবে ৷ এই শ্রমিকদের সবার কীভাবে লালারস পরীক্ষা কিংবা কোয়ারানটিনের ব্যবস্থা করা যাবে, সেই চিন্তাতেই ঘুম উড়েছে সবার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.