ETV Bharat / state

মালদায় ব্রাউন সুগার ও নগদ টাকা-সহ গ্রেপ্তার 6 - Arrest

মালদার কালিয়াচকের শ্রীরামপুর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ এক কেজি ব্রাউন সুগার ও নগদ ছয় লক্ষ 80 হাজার টাকা উদ্ধার করল। ঘটনাস্থান থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

Malda drug peddling
Malda drug peddling
author img

By

Published : Jul 2, 2020, 4:07 PM IST

মালদা, 2 জুলাই: পুলিশি সক্রিয়তায় এক কেজিব্রাউন সুগার ও নগদ ছয় লক্ষ 80 হাজার টাকা সহ ছয়জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হল মালদাজেলা থেকে। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওই ছয় কারবারীকে গ্রেপ্তার করেগোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হয়।

SI রামচন্দ্রসাহার নেতৃত্বে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের একটি দল কালিয়াচকের শ্রীরামপুর এলাকারবাসিন্দা মতিউর রহমানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে এক কেজিব্রাউন সুগার, নগদ ছয়লাখ 80 হাজারটাকা ও দুটি মোটর বাইক উদ্ধার করা হয়। ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় মতিউররহমান (34), রাজিকুলবিশ্বাস ওরফে মুন্না শেখ (28), কারিমুল্লাশেখ (20), সোনুশেখ (34), নিরঞ্জনরায় (41) ওবিপ্লব ভৌমিক (34) নামকছয় ব্যক্তিকে।

মতিউর, রাজিকুল ও কারিমুল্লার বাড়িশ্রীরামপুরে। সোনু শেখের বাড়ি কালিয়াচকের জালুয়া বাথালে। অন্যদিকে নিরঞ্জন ওবিপ্লবের বাড়ি গাজলের হরিদা ও শঙ্করপুরে।

মালদা, 2 জুলাই: পুলিশি সক্রিয়তায় এক কেজিব্রাউন সুগার ও নগদ ছয় লক্ষ 80 হাজার টাকা সহ ছয়জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হল মালদাজেলা থেকে। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওই ছয় কারবারীকে গ্রেপ্তার করেগোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হয়।

SI রামচন্দ্রসাহার নেতৃত্বে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের একটি দল কালিয়াচকের শ্রীরামপুর এলাকারবাসিন্দা মতিউর রহমানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে এক কেজিব্রাউন সুগার, নগদ ছয়লাখ 80 হাজারটাকা ও দুটি মোটর বাইক উদ্ধার করা হয়। ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় মতিউররহমান (34), রাজিকুলবিশ্বাস ওরফে মুন্না শেখ (28), কারিমুল্লাশেখ (20), সোনুশেখ (34), নিরঞ্জনরায় (41) ওবিপ্লব ভৌমিক (34) নামকছয় ব্যক্তিকে।

মতিউর, রাজিকুল ও কারিমুল্লার বাড়িশ্রীরামপুরে। সোনু শেখের বাড়ি কালিয়াচকের জালুয়া বাথালে। অন্যদিকে নিরঞ্জন ওবিপ্লবের বাড়ি গাজলের হরিদা ও শঙ্করপুরে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.