ETV Bharat / state

মালদায় আফিম-সহ গ্রেপ্তার 4 পাচারকারী

মালদার গোপালগঞ্জে 2 কেজি 600 গ্রাম আফিম সহ গ্রেপ্তার চার। জানা গিয়েছে ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা।

4 person arrested with opium in malda
4 person arrested with opium in malda
author img

By

Published : Jun 29, 2020, 4:26 PM IST

মালদা, 29 জুন : গোপন সূত্রে খবর পেয়ে 2 কেজি 600 গ্রাম আফিম-সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ । মালদার গোপালগঞ্জ এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। নেতৃত্ব ছিলেন SI রামচন্দ্র সাহা। সেই সময় ঝাড়খণ্ডের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় দুটি আফিমের প্যাকেট। ঘটনায় গ্রেপ্তার করা হয় নায়িম আনসারি ওরফ নায়েম (29), ইমতিয়াজ আনসারি (29), তৌফিক আনসারি(24) ও প্রদীপ কুমার মাহাত(19) নামে চার জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ 4 হাজার 150 টাকা । জানা গিয়েছে, ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা।

কালিয়াচক থানার পুলিশের তরফে বলা হয়, “গতকাল রাতে একটি গাড়ি থেকে 2 কেজি 600 গ্রাম আফিম ও নগদ 4 হাজার 150 টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের রাঁচি জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 18(B)/29 NDPS Act এ মামলা রুজু করা হয়েছে। ধৃতরা উদ্ধার হওয়া আফিম কোথায় এবং কাকে পাচার করতে এসেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।”

মালদা, 29 জুন : গোপন সূত্রে খবর পেয়ে 2 কেজি 600 গ্রাম আফিম-সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ । মালদার গোপালগঞ্জ এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। নেতৃত্ব ছিলেন SI রামচন্দ্র সাহা। সেই সময় ঝাড়খণ্ডের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় দুটি আফিমের প্যাকেট। ঘটনায় গ্রেপ্তার করা হয় নায়িম আনসারি ওরফ নায়েম (29), ইমতিয়াজ আনসারি (29), তৌফিক আনসারি(24) ও প্রদীপ কুমার মাহাত(19) নামে চার জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ 4 হাজার 150 টাকা । জানা গিয়েছে, ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা।

কালিয়াচক থানার পুলিশের তরফে বলা হয়, “গতকাল রাতে একটি গাড়ি থেকে 2 কেজি 600 গ্রাম আফিম ও নগদ 4 হাজার 150 টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের রাঁচি জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 18(B)/29 NDPS Act এ মামলা রুজু করা হয়েছে। ধৃতরা উদ্ধার হওয়া আফিম কোথায় এবং কাকে পাচার করতে এসেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.