ETV Bharat / state

পুজোর বাজার সেরে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার 4

ছিনতাইয়ের অভিযোগে দুই নাবালক সহ চারজনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ ।

গ্রেপ্তার
author img

By

Published : Sep 10, 2019, 2:07 PM IST

মালদা, 10 অগাস্ট : এক শিক্ষকের বাইক সহ টাকা ও গয়না ছিনতাইয়ের ঘটনায় দুই নাবালক সহ চারজনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । অভিযুক্তদের মধ্যে দু'জন ক্লাস নাইনের ছাত্র । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, চোরাই মোটরবাইক, চোরাই মোবাইল ও দুটি শাড়ি ৷ আজ ধৃতদের মধ্যে দুই যুবককে চারদিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হবে ।

গাজোলের আলাল হাইস্কুলের শিক্ষক সুব্রত বিশ্বাস গত শনিবার স্ত্রীকে নিয়ে পুজোর বাজার করতে গিয়েছিলেন মালদায় । ফেরার পথে রাত 9টা 45 মিনিট নাগাদ 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসে মাধাইপুর মোড়ে সুব্রতবাবুর বাইক আটকায় চার দুষ্কৃতী । তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে 8 হাজার টাকা, 2টি মোবাইল ফোন, পুজোর সমস্ত বাজার, গয়না ও বাইক নিয়ে পালিয়ে যায় । এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করেন সুব্রতবাবু ও তাঁর স্ত্রী সুপ্রিয়া৷

গতরাতে পুরাতন মালদার চরকাদিরপুরে আমবাগান থেকে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে দুই যুবকের নাম সুরজিত ঘোষ (19) ও অমিত মণ্ডল (18) । ধৃত চারজনই পুরাতন মালদার বাসিন্দা ।

DSP (DNT) শ্যামল মণ্ডল জানান, মালদা থানার ASI দিলীপ হালদারের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়৷ গতরাতে চরকাদিরপুরের একটি আমবাগান থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে ৷ পুজোর আগে মালদা শহরে মানুষের যাতায়াত বেড়ে যায় । বাইপাসে গাড়িও কম চলে । সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা । সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বাইপাসে 24 ঘণ্টা টহল দেওয়ার জন্য টিম গঠন করা হয়েছে ।"

মালদা, 10 অগাস্ট : এক শিক্ষকের বাইক সহ টাকা ও গয়না ছিনতাইয়ের ঘটনায় দুই নাবালক সহ চারজনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । অভিযুক্তদের মধ্যে দু'জন ক্লাস নাইনের ছাত্র । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, চোরাই মোটরবাইক, চোরাই মোবাইল ও দুটি শাড়ি ৷ আজ ধৃতদের মধ্যে দুই যুবককে চারদিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হবে ।

গাজোলের আলাল হাইস্কুলের শিক্ষক সুব্রত বিশ্বাস গত শনিবার স্ত্রীকে নিয়ে পুজোর বাজার করতে গিয়েছিলেন মালদায় । ফেরার পথে রাত 9টা 45 মিনিট নাগাদ 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসে মাধাইপুর মোড়ে সুব্রতবাবুর বাইক আটকায় চার দুষ্কৃতী । তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে 8 হাজার টাকা, 2টি মোবাইল ফোন, পুজোর সমস্ত বাজার, গয়না ও বাইক নিয়ে পালিয়ে যায় । এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করেন সুব্রতবাবু ও তাঁর স্ত্রী সুপ্রিয়া৷

গতরাতে পুরাতন মালদার চরকাদিরপুরে আমবাগান থেকে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে দুই যুবকের নাম সুরজিত ঘোষ (19) ও অমিত মণ্ডল (18) । ধৃত চারজনই পুরাতন মালদার বাসিন্দা ।

DSP (DNT) শ্যামল মণ্ডল জানান, মালদা থানার ASI দিলীপ হালদারের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়৷ গতরাতে চরকাদিরপুরের একটি আমবাগান থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে ৷ পুজোর আগে মালদা শহরে মানুষের যাতায়াত বেড়ে যায় । বাইপাসে গাড়িও কম চলে । সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা । সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বাইপাসে 24 ঘণ্টা টহল দেওয়ার জন্য টিম গঠন করা হয়েছে ।"

Intro:মালদা, ১০ সেপ্টেম্বরঃ পুজোর বাজার করতে এসে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন হাইস্কুল শিক্ষক ও তাঁর স্ত্রী৷ মালদা থানায় সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেছিলেন ওই স্কুল শিক্ষক৷ তদন্তে নেমে গতকাল সন্ধেয় চারজনকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ৷ ধৃত দুই যুবককে চারদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদালতে তোলা হবে৷Body:গাজোলের আলাল হাইস্কুলের শিক্ষক সুব্রত বিশ্বাস৷ গত শনিবার গাজোল থেকে পুজোর বাজার করতে এসেছিলেন সুব্রতবাবু৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুপ্রিয়া সরকার বিশ্বাস৷ রাত ৯টা ৪৫ নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের মাধাইপুর মোড়ে সুব্রতবাবুর মোটরবাইক আটকায় চার দুষ্কৃতী৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা ৮ হাজার টাকা, ২টি মোবাইল, পুজোর বাজার, শরীরের সমস্ত গয়না ও মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ সেই রাতেই সমস্ত ঘটনা জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুব্রতবাবু৷ অভিযোগের ভিত্তিতে এএসআই দিলীপ হালদারের নেতৃত্বে একটি তদন্তকালী দল গঠন করা হয়৷ তদন্তে নেমে বেশ কিছু সূত্রে উঠে আসে৷ সেই সূত্রে ধরেই গতকাল রাতে পুরাতন মালদার চরকাদিরপুরে পুলিশকর্মীদের নিয়ে হানা দেন দিলীপবাবু৷ চরকাদিরপুরের একটি আমবাগান থেকে গ্রেফতার করা হয় চার দুষ্কৃতীকে৷ ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চোরাই মোটরবাইক, একটি চোরাই মোবাইল ও দুটি শাড়ি৷
মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজিত ঘোষ (১৯), অমিত মণ্ডল (১৮), সায়ন সাহা (১৭) ও বিধান মণ্ডল (১৭)৷ সুরজিতের বাড়ি বৈষ্ণবনগরে হলেও সে পুরাতন মালদায় বাড়ি ভাড়া নিয়ে থাকে৷ বাকিরা সকলেই পুরাতন মালদার বাসিন্দা৷ সায়ন ও বিধান সাহাপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র৷ সুরজিত ও অমিতকে চারদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে চারজনকেই আজ মালদা জেলা আদালতে হবে৷
ডিএসপি (ডিএনটি) শ্যামল মণ্ডল জানান, "৭ সেপ্টেম্বর গাজোল থেকে এক শিক্ষক ও তাঁর স্ত্রী পুজোর বাজার করতে মালদা শহরে আসেন৷ রাত সাড়ে নটা নাগাদ বাইপাসের ধারে চারজন দুষ্কৃতী তাঁদের থামিয়ে মোটরবাইক, দুটি মোবাইল, নগদ কিছু টাকা ও পুজোর সমস্ত বাজার নিয়ে চম্পট দেয়৷ সেই অভিযোগের ভিত্তিতে মালদা থানায় এএসআই দিলীপ হালদারের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়৷ গতকাল রাতে চরকাদিরপুরের একটি আমবাগান থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়৷ তাদের হেপাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চোরাই মোবাইল, একটি চোরাই মোটরবাইক ও দুটি শাড়ি উদ্ধার হয়েছে৷ তাদের নিজেদের একটি মোটরবাইককেও বাজেয়াপ্ত করা হয়েছে৷"
Conclusion:পুজোর আগে ছিনতাইয়ের মতো ঘটনা প্রসঙ্গে শ্যামলবাবু জানান, "পুজোর আগে মানুষের শহরে আনাগোনা বেড়ে যায়৷ বাইপাসের ধারে গাড়ি কম চলাচলের সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু দুষ্কৃতী৷ বাইপাসে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা টহলদারি থাকার জন্য টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে৷"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.